ময়মনসিংহ-৮

স্থানাঙ্ক: ২৪°৪১′ উত্তর ৯০°৩৬′ পূর্ব / ২৪.৬৯° উত্তর ৯০.৬০° পূর্ব / 24.69; 90.60
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ-৮
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাময়মনসিংহ জেলা
বিভাগময়মনসিংহ বিভাগ
মোট ভোটার
  • ৩,২১,৯৩১ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৬৫,০৭১
  • নারী ভোটার: ১,৫৬,৮৫৬
  • হিজড়া ভোটার: ৪
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলস্বতন্ত্র
বর্তমান সাংসদমাহমুদ হাসান সুমন

ময়মনসিংহ-৮ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৩ নাম্বার আসন।

সীমানা[সম্পাদনা]

(১৫৩) ময়মনসিংহ-৮ আসনটি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। [২]

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৭৩ মোঃ আব্দুল হালিম বাংলাদেশ আওয়ামী লীগ[৩]
১৯৭৯ শামসুল হুদা চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪]
১৯৮৬ হাশিম উদ্দিন আহমেদ জাতীয় পার্টি[৫]
১৯৮৮ ফখরুল ইমাম জাতীয় পার্টি[৬]
১৯৯১ খুররম খান চৌধুরী জাতীয় পার্টি (এরশাদ)
ফেব্রুয়ারি ১৯৯৬ জয়নুল আবেদীন জায়েদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মোঃ আব্দুস সাত্তার বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ শাহ নুরুল কবির শাহীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মোঃ আব্দুস সাত্তার বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ ফখরুল ইমাম জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ ফখরুল ইমাম জাতীয় পার্টি (এরশাদ)
২০২৪ মাহমুদ হাসান সুমন স্বতন্ত্র

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ফখরুল ইমাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-৮[৮][৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোঃ আব্দুস সাত্তার ১,২১,১৬৩ ৬৮.০ +৩২.৭
বিএনপি শাহ নুরুল কবির ৫৭,০৪১ ৩২.০ -১০.৮
সংখ্যাগরিষ্ঠতা ৬৪,১২২ ৩৬.০ +২৮.৬
ভোটার উপস্থিতি ১,৭৮,২০৪ ৮৪.৩ +১৬.৬
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-৮[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শাহ নুরুল কবির ৫৯,১৫৯ ৪২.৮ +২২.৯
আওয়ামী লীগ মোঃ আব্দুস সাত্তার ৪৮,৮৮৫ ৩৫.৩ -১.৯
স্বতন্ত্র শৌমেন্দ্র কিশোর চৌধুরী ২৩,৮১৩ ১৭.২ প্র/না
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট এস এম ইকবাল ৬,০৬৫ ৪.৪ প্র/না
স্বতন্ত্র আহম্মেদ হোসেন ভুইয়া ৪০৩ ০.৩ +০.২
সংখ্যাগরিষ্ঠতা ১০,২৭৪ ৭.৪ +৬.২
ভোটার উপস্থিতি ১,৩৮,৩২৫ ৬৭.৭ +১০.০
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-৮[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোঃ আব্দুস সাত্তার ৩৪,০২৯ ৩৭.২ প্র/না
জাতীয় পার্টি রওশন এরশাদ ৩২,৯০৮ ৩৬.০ +১১.৩
বিএনপি খুররম খান চৌধুরী ১৮,১৯০ ১৯.৯ -০.৬
জামায়াতে ইসলামী একেএম ওয়ালি উল্লাহ ৫,৪৩৮ ৫.৯ প্র/না
জাকের পার্টি হারুন অর রশীদ ৩৯৮ ০.৪ -০.৪
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন মুস্তফা আনোওয়ারুল হক খান ২০৪ ০.২ প্র/না
ফ্রিডম পার্টি মো: আব্দুল গফুর ১৫৪ ০.২ -১.৩
স্বতন্ত্র আহম্মেদ হোসেন ভুইয়া ১১৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,১২১ ১.২ -৩.০
ভোটার উপস্থিতি ৯১,৪৩৪ ৫৭.৭ +১২.৭
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-৮[১০]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি খুররম খান চৌধুরী ১৮,২০৯ ২৪.৭
বিএনপি গোলাম নবী ১৫,০৯৫ ২০.৫
স্বতন্ত্র আক্তার হোসেন ভুইয়া ১৩,৯৯২ ১৯.০
গণতন্ত্রি পার্টি এ এইচ এম খালেকুজ্জামান ১৩,৩৪০ ১৮.১
স্বতন্ত্র মো: রেজা ই করিম ৯,৪৫৩ ১২.৮
বাংলাদেশ জনতা পার্টি মো: সিরাজ উদ্দিন ১,৪০৪ ১.৯
ফ্রিডম পার্টি মো: আব্দুল গফুর ১,১১৭ ১.৫
জাকের পার্টি হারুন অর রশীদ ৫৭১ ০.৮
স্বতন্ত্র জয়নুল আবেদিন ২৬৭ ০.৪
জাসদ (রব) সাইদুর রহমান ভুইয়া ১৯৩ ০.৩
স্বতন্ত্র আনওয়ারুল কবির ১৪৩ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৩,১১৪ ৪.২
ভোটার উপস্থিতি ৭৩,৭৮৪ ৪৫.০
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ময়মনসিংহ-৮ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Mymensingh-8"। ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Nat'l election: Number of unopposed winners now 154"The Bangladesh Chronicle। UNB। ১৫ ডিসেম্বর ২০১৩। ১৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]