চট্টগ্রাম-১৫
অবয়ব
| চট্টগ্রাম-১৫ | |
|---|---|
| জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| মোট ভোটার |
|
| বর্তমান নির্বাচনী এলাকা | |
| সৃষ্ট | ১৯৭৩ |
চট্টগ্রাম-১৫ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯২নং আসন।
সীমানা
[সম্পাদনা]চট্টগ্রাম-১৫ আসনটি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা এবং সাতকানিয়া উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত।[২] বর্তমান সীমানাটি ২০১৩ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন পুন:নির্ধারণ করে।[৩]
সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো:
ইতিহাস
[সম্পাদনা]চট্টগ্রাম ১৫ আসন ১৯৭৩ সালে গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত বাঁশখালী উপজেলার তৎকালীন ১৫টি ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভা নিয়ে গঠিত এলাকা এই আসনের অন্তর্ভুক্ত ছিল। সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার আওতাধীন কোনো এলাকা অন্তর্ভুক্ত ছিল না।[৪]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| আ.লীগ | আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন | ১,০১,৮৬৬ | ৯৫.৮ | +৪৮.৩ | ||
| বিএনএফ | জয়নাল আবেদীন কাদেরী | ৪,৪৪৮ | ৪.২ | প্র/না | ||
| সংখ্যাগরিষ্ঠতা | ৯৭,৪১৮ | ৯১.৬ | +৮৭.৪ | |||
| ভোটার উপস্থিতি | ১,০৬,৩১৪ | ৩১.৬ | −৫৪.১ | |||
| বিএনপি থেকে আ.লীগ অর্জন করে | ||||||
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
|---|---|---|---|---|---|
| বিএনপি | জাফরুল ইসলাম চৌধুরী | ৯৯,৮৯৬ | ৫১.৭ | -১০.৮ | |
| আ.লীগ | সুলতানুল কবির চৌধুরী | ৯১,৮৭০ | ৪৭.৫ | +১২.৬ | |
| ইসলামী ফ্রন্ট | মোহাম্মদ আজিজুর রহমান আজিজ | ১,১৩৩ | ০.৬ | প্র/না | |
| গণফোরাম | রঞ্জিত কুমার সিকদার | ৪১৫ | ০.২ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ৮,০২৬ | ৪.২ | −২৩.৪ | ||
| ভোটার উপস্থিতি | ১,৯৩,৩১৪ | ৮৫.৭ | +১৩.০ | ||
| বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
|---|---|---|---|---|---|
| বিএনপি | জাফরুল ইসলাম চৌধুরী | ১,০০,৮৫৬ | ৬২.৫ | +২৪.৫ | |
| আ.লীগ | সুলতানুল কবির চৌধুরী | ৫৬,৩১৪ | ৩৪.৯ | +৬.৪ | |
| ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আমিনুর রশীদ চৌধুরী | ৩,৫১৬ | ২.২ | প্র/না | |
| লিবারেল পার্টি | মহিউদ্দিন হিরু | ৩৫৭ | ০.২ | প্র/না | |
| স্বতন্ত্র | সাইফুদ্দীন আহমেদ | ২১৩ | ০.১ | প্র/না | |
| বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | সৈয়দ মুজিবুর রহমান কায়েস | ৬৬ | ০.০ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ৪৪,৫৪২ | ২৭.৬ | +১৮.১ | ||
| ভোটার উপস্থিতি | ১,৬১,৩২২ | ৭২.৭ | +৫.০ | ||
| বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| বিএনপি | জাফরুল ইসলাম চৌধুরী | ৪৫,৩৯২ | ৩৮.০ | +২৭.৯ | ||
| আ.লীগ | সুলতানুল কবির চৌধুরী | ৩৪,০৭৬ | ২৮.৫ | -৩.৭ | ||
| জাপা | মাহমুদুল ইসলাম চৌধুরী | ১৮,৬২৪ | ১৫.৬ | প্র/না | ||
| জামাত | মুমিনুল হক চৌধুরী | ১৮,০৭০ | ১৫.১ | প্র/না | ||
| ইসলামী ঐক্য জোট | ইজহারুল ইসলাম চৌধুরী | ২,০৪৮ | ১.৭ | প্র/না | ||
| ইসলামী ফ্রন্ট | আবদুর রহমান | ৮৪৮ | ০.৭ | প্র/না | ||
| জাকের পার্টি | নুরুল হক | ৫১৭ | ০.৪ | প্র/না | ||
| সংখ্যাগরিষ্ঠতা | ১১,৩১৬ | ৯.৫ | +৮.৮ | |||
| ভোটার উপস্থিতি | ১,১৯,৫৭৫ | ৬৭.৭ | +১৯.৩ | |||
| আ.লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| আ.লীগ | সুলতানুল কবির চৌধুরী | ২৯,৭০৪ | ৩২.২ | |||
| স্বতন্ত্র | মাহমুদুল ইসলাম চৌধুরী | ২৯,০৭৮ | ৩১.৫ | |||
| জামাত | মুমিনুল হক | ২১,২৭১ | ২৩.০ | |||
| বিএনপি | আবু সালেহ চৌধুরী | ৯,৩০৮ | ১০.১ | |||
| বাংলাদেশ জনতা পার্টি | কামাল উদ্দিন | ১,২৯৫ | ১.৪ | |||
| জাসদ (রব) | মুখতার আহমেদ | ১,০৭২ | ১.২ | |||
| বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মুজিবুর রহমান | ৩০৩ | ০.৩ | |||
| বাকশাল | খান মোহাম্মদ ছমি উদ্দিন | ২৮৮ | ০.৩ | |||
| সংখ্যাগরিষ্ঠতা | ৬২৬ | ০.৭ | ||||
| ভোটার উপস্থিতি | ৯২,৩১৯ | ৪৮.৪ | ||||
| জাপা থেকে আ.লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চট্টগ্রাম-১৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "53 constituencies get new boundaries"। দ্য ডেইলি স্টার। ৪ জুলাই ২০১৩।
- ↑ "Constituency Maps of Bangladesh" (পিডিএফ)। Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Chittagong-15"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Chittagong-15"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃ. ৩২২।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- 1 2 3 "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে চট্টগ্রাম-১৫
| বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |