উম্মি ফারজানা ছাত্তার
ব্যারিস্টার উম্মি ফারজানা ছাত্তার | |
|---|---|
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ফেব্রুয়ারি ৯, ১৯৮৪ ময়মনসিংহ, বাংলাদেশ |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | ব্যারিস্টার মাহিন রহমান |
| সন্তান |
|
| পিতামাতা | আব্দুস ছাত্তার (পিতা), রোকেয়া ছাত্তার (মাতা) |
| শিক্ষা | এলএলবি, বার এট ল, এলএলএম |
| প্রাক্তন শিক্ষার্থী | লন্ডন বিশ্ববিদ্যালয় |
| পেশা | রাজনীতি |
| জীবিকা | আইনজীবী |
উম্মি ফারজানা ছাত্তার[১](জন্ম: ফেব্রুয়ারি ০৯, ১৯৮৪) একজন বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ।[২]তিনি দ্বাদশ জাতীয় সংসদের ময়মনসিংহ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।[৩] তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]ব্যারিস্টার ফারজানা ছাত্তার ১৯৮৪ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের দুইবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার।[৪] তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক (সম্মান) এবং সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতকোত্তর ও বার-এট-ল ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]ব্যারিস্টার ফারজানা ছাত্তার বার-অ্যাট-ল শেষ করে ২০০৯ সালে বার অব ইংল্যান্ড এন্ড ওয়েলস-এ যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার পর বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হন এবং সুপ্রিম কোর্টের সনদ গ্রহণ করেন। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ব্যারিস্টার তানজীব-উল-আলম এর সিনিয়র এসোসিয়েট হিসাবে কাজ করেন। তিনি নারী ও প্রান্তিক জনগণের জন্য বিনামূল্যে আইনি সেবা প্রদান করেন। [৫]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ব্যারিস্টার ফারজানা ছাত্তার পিতা বীরমুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তারের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন। তিনি যুব মহিলা লীগের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।[৬] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "উম্মি ফারজানা ছাত্তার"। Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষিত নারী আসন: ৫০ এমপির গেজেট প্রকাশ"। যমুনা টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "আইন,বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সদস্য ঈশ্বরগঞ্জের ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি"। Bijoy Bangla Tv। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ময়মনসিংহে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার ফারজানা ছাত্তার"। BanglaNews24। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪।
- ↑ "বাবার হাত ধরে রাজনীতিতে, এখন সংসদের পথে ফারজানা ছাত্তার"। সারাবাংলা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪।
- ↑ "ময়মনসিংহে সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা ছাত্তার"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪।