আশরাফ আলী খান খসরু
আশরাফ আলী খান খসরু | |
---|---|
![]() | |
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৩ ফেব্রুয়ারি ২০২০ – বর্তমান | |
পূর্বসূরী | শরীফ আহমেদ |
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ জানুয়ারি ২০১৯ – ১৩ ফেব্রুয়ারি ২০২০ | |
পূর্বসূরী | নারায়ন চন্দ্র চন্দ |
উত্তরসূরী | শ ম রেজাউল করিম |
নেত্রকোণা-২ আসনের আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩ জানুয়ারি ২০১৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নেত্রকোণা, বাংলাদেশ | ২২ মার্চ ১৯৪৯
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | কামরুন্নেছা আশরাফ দীনা |
পিতামাতা |
|
শিক্ষা | বিএ |
প্রাক্তন শিক্ষার্থী | নেত্রকোণা সরকারি কলেজ |
পেশা | রাজনীতি |
আশরাফ আলী খান খসরু (জন্ম: ২২ মার্চ ১৯৪৯) একজন মুক্তিযোদ্ধা[১], রাজনীতিবিদ এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। এরপূর্বে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি নেত্রকোণা-২ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]
তার বাবা নুরুল ইসলাম খান(এনআই খান)ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও নেত্রকোণা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৭১ সনের ২৩ মার্চ নেত্রকোণায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন।[২] তার মা হাজেরা আক্তার খান ওরফে মা হেনা ইসলাম ছিলেন মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।তিনি নেত্রকোণা সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন[১]
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
১৯৬৯ সালে ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের মন্ত্রী সভায় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ "উন্নয়নকে এগিয়ে নিতে চান নেত্রকোণার ২ মন্ত্রী"। www.bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- ↑ "দুজন মন্ত্রী পেয়ে নেত্রকোণায় আনন্দ মিছিল"। www..jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
![]() |
উইকিমিডিয়া কমন্সে আশরাফ আলী খান খসরু সংক্রান্ত মিডিয়া রয়েছে। |