আবুল কালাম (নাটোররের রাজনীতিবিদ)
আবুল কালাম | |
---|---|
জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৮ | |
পূর্বসূরী | আবু তালহা |
উত্তরসূরী | শহিদুল ইসলাম বকুল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নাটোর জেলা, বাংলাদেশ | ২৫ জুলাই ১৯৫৬
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সম্পর্ক | মমতাজ উদ্দিন (ভাই) শেফালী মমতাজ (ভাবি) |
আবুল কালাম (জন্ম: ২৫ জুলাই ১৯৫৬) বাংলাদেশের নাটোর-১ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। [১]
জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]
মো: আবুল কালামের পৈতৃক বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার চকশোড মিলকীপাড়া গ্রামে। তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন[সম্পাদনা]
পেশায় আইনজীবী আবুল কালাম রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ২০১৪ সালে। ২০১৫ সালে নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ নাটোর-১, মো: আবুল কালাম। "Constituency 58_10th_Bn"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮।
- ↑ "সাবেক সাংসদ আবুল কালাম আজাদের ৬৫তম জন্মদিনে শুভেচ্ছা"। www.dailypraptiprosongo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪।