আবদুস সালাম (জেনারেল)
মেজর জেনারেল (অব.) আবদুস সালাম আরসিডিএস, পিএসসি (অব.) | |
---|---|
ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০১ | |
পূর্বসূরী | জহুরুল ইসলাম খান |
উত্তরসূরী | খুররম খান চৌধুরী |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
পূর্বসূরী | খুররম খান চৌধুরী |
উত্তরসূরী | আনোয়ারুল আবেদীন খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ময়মনসিংহ জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) | ২৮ ফেব্রুয়ারি ১৯৪২
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | ![]() |
শাখা | ![]() |
পদ | ![]() ![]() |
মেজর জেনারেল (অব.) আবদুস সালাম (আরসিডিএস, পিএসসি) বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ময়মনসিংহ জেলার রাজনীতিবিদ ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য।[১]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
আবদুস সালাম ২৮ ফেব্রুয়ারি ১৯৪২ সালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কুমারুলির রসুলপুরে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ।[২]
রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]
আবদুস সালাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদেন। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি [৩] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৪][৫]
২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ও ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি একই আসন থেকে পরাজিত হয়েছিলেন।[১]
সমালোচনা[সম্পাদনা]
৪ ডিসেম্বর ২০০৮ সালের ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপির দায়ে আবদুস সালামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেলে তিনি হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালত ইসির আদেশ স্থগিত করে প্রার্থিতা গ্রহণের নির্দেশ দেন তিনি নির্বাচিত হন। ২৭ ফেব্রুয়ারি ২০১৩ সালে তার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। ২২ নভেম্বর ২০১৩ সালে ঋণখেলাপির দায়ে সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্ট সে কারণে দশম জাতীয় নির্বাচনেও মনোনয়ন হারান তিনি।[৬][৭][৮]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "আবদুস সালাম, আসন নং: ১৫৪, ময়মনসিংহ-৯"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ "Constituency 154, Mymensingh-9, Major General Abdus Salam, reds, psc(Retd.)"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০২০-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি (১৯ ডিসেম্বর ২০১৮)। "ময়মনসিংহ-৯ আসন, আ'লীগের বিদ্রোহী প্রার্থী সালাম সরে দাঁড়ালেন"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ নিজস্ব প্রতিবেদক (২২ নভেম্বর ২০১৩)। "মেজর জেনারেল সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ "আব্দুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ "আবদুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২২ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।