সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীমোঃ ছলিম উদ্দীন তরফদার
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬১
বদলগাছী উপজেলা, নওগাঁ জেলা, বাংলাদেশ
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তান২ ( শৈব চক্রবর্তী তার ছোট ছেলে)
পিতামাতা
  • ব্রজেন্দ্র নাথ চক্রবর্ত্তী (পিতা)
  • সবিতা চক্রবর্ত্তী (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা
জীবিকাসাবেক সচিব

সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী যিনি সৌরেন নামেও পরিচিত একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ। তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ১৯৬১ সালে নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ব্রজেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও মাতা সবিতা চক্রবর্ত্তী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএসহ মাস্টার্স ডিগ্রী লাভ করে একই বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের (১৯৮৫) একজন কর্মকর্তা। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় কর্মজীবন শুরু করেন।

৩০ জানুয়ারি ২০১৮ সালে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব হিসেবে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন। তিনি যুগ্মসচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন করেন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি উপসচিব হিসেবে পাট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১৮ মে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

২৬ নভেম্বর ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নওগাঁ-৩ আসনে মনোনয়ন লাভ করেন।[৩][৪]

৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৮ মার্চ ২০১৯। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  2. Dhakatimes24.com। "সিনিয়র সচিব হলেন সৌরেন্দ্র নাথ চক্রবর্তী"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৫ 
  3. "আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা"বাংলাদেশ আওয়ামী লীগ। ২০২৩-১১-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫ 
  4. "প্রথমবার মনোনয়ন পেলেন ৬৫ জন"প্রথম আলো। ২০২৩-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫ 
  5. "নওগাঁয় সাবেক মন্ত্রীসহ জামানত হারালেন ১৯ প্রার্থী"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯