ভোলা-২
অবয়ব
| ভোলা-২ | |
|---|---|
| জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
| জেলা | ভোলা জেলা |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| মোট ভোটার |
|
| বর্তমান নির্বাচনী এলাকা | |
| সৃষ্ট | ১৯৮৪ |
← ভোলা-১ ভোলা-৩ → | |
ভোলা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ভোলা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৬নং আসন।
সীমানা
[সম্পাদনা]ভোলা-২ আসনটি ভোলা জেলার দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
|---|---|---|---|---|---|
| আ.লীগ | আলী আজম | ১,৫৬,৬৯৭ | ৯৪.৮ | +৩৮.৬ | |
| জাপা (মঞ্জু) | মো. সালাহ উদ্দিন | ৮,৫৬১ | ৫.২ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ১,৪৮,১৩৬ | ৮৯.৬ | +৭৬.২ | ||
| ভোটার উপস্থিতি | ১,৬৫,২৫৮ | ৬৫.২ | −১৮.১ | ||
| আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| আ.লীগ | তোফায়েল আহমেদ | ১,০৩,২৮২ | ৫৬.২ | +১৭.০ | ||
| বিএনপি | আশিকুর রহমান | ৭৮,৭৩০ | ৪২.৯ | -১৬.৮ | ||
| বিকেএ | আবু জাফর কাসেমী | ৬৭৯ | ০.৪ | প্র/না | ||
| ইসলামী আন্দোলন | মো. ইউসুফ | ৬৪৫ | ০.৪ | প্র/না | ||
| Gano Front | কৃষক মো. সাদেক | ৩১৯ | ০.২ | প্র/না | ||
| সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৫৫২ | ১৩.৪ | −৭.১ | |||
| ভোটার উপস্থিতি | ১,৮৩,৬৫৫ | ৮৩.৩ | +৩২.৩ | |||
| বিএনপি থেকে আ.লীগ অর্জন করে | ||||||
| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
|---|---|---|---|---|---|
| বিএনপি | হাফিজ ইব্রাহিম | ৮২,৯২৭ | ৫৯.৭ | +১৭.৬ | |
| আ.লীগ | তোফায়েল আহমেদ | ৫৪,৪৩৭ | ৩৯.২ | -১১.৫ | |
| ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো. জাহাঙ্গীর আলম শিকদার | ৫১৩ | ০.৪ | প্র/না | |
| স্বতন্ত্র | মো. মোর্শেদ আলম | ৩০১ | ০.২ | প্র/না | |
| স্বতন্ত্র | মো. মোস্তাফিজুর রহমান | ২৬৩ | ০.২ | প্র/না | |
| স্বতন্ত্র | শাহ মো. মোসলেহ উদ্দিন | ২১২ | ০.২ | প্র/না | |
| স্বতন্ত্র | মীর মো. শাহাবুদ্দিন | ২০৩ | ০.২ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৪৯০ | ২০.৫ | +১১.৯ | ||
| ভোটার উপস্থিতি | ১,৩৮,৮৫৬ | ৫১.০ | −১১.২ | ||
| বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| আ.লীগ | তোফায়েল আহমেদ | ৪৮,৯২৪ | ৫০.৭ | |||
| বিএনপি | হাফিজ ইব্রাহিম | ৪০,৬৪৩ | ৪২.১ | |||
| জামাত | মোহাম্মদ ফয়জুল করীম | ৪,৫৬২ | ৪.৭ | |||
| জাপা | মোহাম্মদ কায়কোবাদ মিয়া | ৫৮৩ | ০.৬ | |||
| ইসলামী ঐক্য জোট | মো. আব্দুল করিম | ৫৫১ | ০.৬ | |||
| ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন | ক্বারী গোলাম মোস্তফা | ৪৯৫ | ০.৫ | |||
| ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি | মো. সালাম উদ্দিন | ৩৬২ | ০.৪ | |||
| ফ্রিডম পার্টি | মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার | ২০৮ | ০.২ | |||
| স্বতন্ত্র | মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন | ১৪৯ | ০.২ | |||
| সংখ্যাগরিষ্ঠতা | ৮,২৮১ | ৮.৬ | ||||
| ভোটার উপস্থিতি | ৯৬,৪৭৭ | ৬২.২ | ||||
| বিএনপি থেকে আ.লীগ অর্জন করে | ||||||
১৯৯১ সালের নির্বাচনে তোফায়েল আহমেদ ভোলা-১ ও ভোলা-২ আসনের নির্বাচনে দাড়ান। নির্বাচনে তিনি উভয় আসনে জয় লাভ করলে, তিনি ভোলা-১ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ফলে ভোলা ২ আসনে উপ-নির্বাচনের প্রয়োজন পড়ে।[৯] ১৯৯১-এর উপ-নির্বাচনে বিএনপির মোশাররফ হোসেন শাহজাহান নির্বাচিত হন।[১০]
| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| আ.লীগ | তোফায়েল আহমেদ | ৩৮,৬২৬ | ৪৮.৪ | |||
| জাপা | নাজিউর রহমান মঞ্জুর | ২৩,৪৪৫ | ২৯.৪ | |||
| বিএনপি | মো. শহীদুল হক চৌধুরী | ৮,৬৭০ | ১০.৯ | |||
| জামাত | কামালুদ্দীন জাফরী | ৬,৫৪৬ | ৮.২ | |||
| স্বতন্ত্র | মো. সিদ্দিক মিয়া | ১,৪২৭ | ১.৮ | |||
| জাসদ (রব) | এসকে. ফরিদ | ৩৬৬ | ০.৫ | |||
| ফ্রিডম পার্টি | ইউসুফ ম্যানেজার | ২৩৬ | ০.৩ | |||
| জাকের পার্টি | মাহবুব মিয়া | ২০৮ | ০.৩ | |||
| স্বতন্ত্র | সেলিম | ১৭৬ | ০.২ | |||
| স্বতন্ত্র | মহব্বত জান চৌধুরী | ১০৭ | ০.১ | |||
| সংখ্যাগরিষ্ঠতা | ১৫,১৮১ | ১৯.০ | ||||
| ভোটার উপস্থিতি | ৭৯,৮০৭ | ৩০.২ | ||||
| থেকে আ.লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভোলা-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Bhola-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- 1 2 3 "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃ. ২৪৩। আইএসবিএন ০-৭৫৪৬-১৬২৮-২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে ভোলা-২