বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ এ আরাফাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ এ. আরাফাত
২০২৩ সালে আরাফাত
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১১ জানুয়ারি ২০২৪  ৬ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীহাছান মাহমুদ (মন্ত্রী)
উত্তরসূরীনাহিদ ইসলাম (উপদেষ্টা)
ঢাকা-১৭ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৭ জুলাই ২০২৩  ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীআকবর হোসেন পাঠান ফারুক
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ আলী আরাফাত
(1973-05-02) ২ মে ১৯৭৩ (বয়স ৫২)
রাজশাহী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীশমী কায়সার (বি. ২০০৮; বিচ্ছেদ. ২০১৫) শারমিন মুস্তারি (বি. ২০১৬)
মাতাহাবিবুন নেসা[]
পিতামোহাম্মদ সেতাব উদ্দিন
প্রাক্তন শিক্ষার্থীওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি,
প্রেইরি ভিউ এএন্ডএম বিশ্ববিদ্যালয়[]
পেশা
  • অধ্যাপক
  • রাজনীতিবিদ

মোহাম্মদ আলী আরাফাত (যিনি মোহাম্মদ এ. আরাফাত নামে পরিচিত; জন্ম: ২ মে ১৯৭৩)[] হলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদআওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ঢাকা-১৭ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান।[][][] তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আরাফাত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সিন্ডিকেট সদস্য এবং ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[১০][১১] তিনি সুচিন্তা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা।[১২]

তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ট্রানজিট ও যোগাযোগ, বিদ্যুৎ খাতের নীতি, যুদ্ধাপরাধের বিচার, রাজনৈতিক অগ্রগতি এবং দেশে গণতন্ত্রের উন্নয়ন ইত্যাদি বিষয়ে নিয়মিতভাবে লেখালেখি করেন।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে, বাংলাদেশ সরকার জঙ্গি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সাথে সম্পৃক্ততার অভিযোগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিদ্যমান ট্রাস্টি বোর্ড ভেঙে দেয়।[১৩] এরপর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং আওয়ামী লীগের রাজনীতিক আতিকুল ইসলামকে নতুন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং আরাফাতকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।[১৪]

২০২৪ সালের ১১ জানুয়ারি, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[১৫]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আলী আরাফাত ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হন।[১৬]

তিনি ২০২৩ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে হিরো আলমকে পরাজিত করে ২৮,৮১৬ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। উক্ত নির্বাচনে হিরো আলম পান ৫,৬০৯ ভোট এবং ভোটগ্রহণের হার ছিল ১১.৫১%।[১৭]

আলী আরাফাত ৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৪৮,০৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক কুলা প্রতীক নিয়ে ১,৩৮০ ভোট পান।[১৮]

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১৯][২০]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আলী আরাফাতের পিতা মোহাম্মদ সেতাব উদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন।[২১]

তিনি শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের কন্যা, অভিনেত্রী শমী কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিবাহ করেন।[২২][২৩] ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[২৪][২৫]

পরবর্তীতে তিনি শারমিন মুস্তারিকে বিয়ে করেন।[২৬]

বিতর্ক

[সম্পাদনা]

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়, আওয়ামী লীগ সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত। তিনি দাবি করেন যে, আন্দোলনে কিছু জঙ্গি উপাদান অনুপ্রবেশ করেছিল, যারা মাদকের প্রভাবে ছিল। এছাড়াও, তিনি অভিযোগ করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো বিক্ষোভের সময় সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ছিল।[২৭][২৮][২৯]

বিক্ষোভ চলাকালীন সময়ে চারটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়, যার জন্য আরাফাতকে অভিযুক্ত করা হয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অভিযোগ করেন যে, আরাফাত একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সম্প্রচার স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।[৩০][৩১]

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর, আরাফাত একাধিক মামলার সম্মুখীন হন। আন্দোলনের সময় একজন সবজি বিক্রেতার মৃত্যুর ঘটনাসহ অন্তত ৫৪টি মামলায় তাকে অভিযুক্ত করা হয়।[৩২][৩৩]

রাজনৈতিক বিশ্লেষকরা এসব মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা গণমামলা প্রসঙ্গে আইনজীবী সারা হোসেন বলেন, এসব মামলা আন্দোলনের উদ্দেশ্য ও ফলাফল নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।[৩৪]

২০২৪ সালের ২৭ আগস্ট কয়েকটি গণমাধ্যম তার গ্রেফতারের খবর প্রকাশ করে, তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরে জানায়, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।[৩৫]

তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।[৩৬]

সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আরাফাত সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সিএসআর তহবিল থেকে ৫ কোটি টাকা নিয়ে তা অনিয়মের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০২০ সালে যুব উন্নয়ন কার্যক্রমে খরচের উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ করা হলেও, কোনো প্রকল্পে তা ব্যবহার না করে বিভিন্ন ব্যাংকে এফডিআর করে এর সুদ উত্তোলন করেন তিনি। দুইটি ব্যাংক থেকে তিনি প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা সুদ হিসেবে উত্তোলন করেন। উল্লেখযোগ্যভাবে, ব্যাংকটির পক্ষ থেকে কোনো লিখিত আবেদন ছাড়াই এই অর্থ বরাদ্দ করা হয়, যা সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে অনুমোদিত হয়।[৩৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Honorable State Minister"moi.gov.bd। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪
  2. "Profile - Mohammad A. Arafat"tritiyomatra.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৩
  3. "মোহাম্মদ আলী আরাফাত"বাংলাদেশ জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫
  4. "Arafat, Tarana new faces in Awami League central committee"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  5. Desk, Dhaka Post। "মোহাম্মদ এ আরাফাত নির্বাচিত"dhakapost.com। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  6. Arafat, Mohammad A. (৫ আগস্ট ২০২০)। "Bangladesh-India ties are not a zero-sum game"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  7. "'We see no challenges as the stars are aligned in favour of the Awami League'"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  8. "A call for a national consensus"ঢাকা ট্রিবিউন। ১২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  9. "Chairperson" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "Introducing Canadian University of Bangladesh"Canadian University of Bangladesh (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  11. Masum, Obaidur। "Canadian University gets Rajuk's Purbachal plot 'in breach of rules'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  12. miqbal (১২ সেপ্টেম্বর ২০২২)। "The international community must see the Bangladesh of 2022"Atlantic Council (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  13. Rahaman, Arafat (৯ সেপ্টেম্বর ২০২২)। "Manarat University: Govt reconstitutes trustee board over 'militancy links'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  14. Rahaman, Arafat (৮ সেপ্টেম্বর ২০২২)। "Atiqul Islam made chairman of Manarat Int'l University Board of Trustees"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  15. Pratidin, Bangladesh (১১ জানুয়ারি ২০২৪)। "তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪
  16. "AL announces full-fledged central committee"Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  17. "ঢাকা-১৭ আসন নির্বাচনে ১১.৫১% ভোট, নৌকার জয়, হিরো আলমের ওপর হামলা"বিবিসি বাংলা। ১৭ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩
  18. "ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে জয়ী মোহাম্মদ এ আরাফাত"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  19. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  20. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  21. মোহাম্মদ এ. আরাফাত (২০২০)। দ্বিখণ্ডিত রাজনীতি অখণ্ড বাংলাদেশ। বাংলাদেশ: পার্ল পাবলিকেশন্স। পৃ. ১৮৪। আইএসবিএন ৯৭৮৯৮৪৯৪৫৬১৭৯
  22. "জন্মদিন : শমী কায়সার"দৈনিক ইত্তেফাক। ১০ জানুয়ারি ২০১৩। ৩০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৮
  23. "Shomi and Panna Kaiser on "Eki Brintey" tonight"The Daily Star (Bangladesh)। ১৯ নভেম্বর ২০০৯।
  24. Arts & Entertainment Desk (১০ অক্টোবর ২০২০)। "A new chapter begins for Shomi Kaiser"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  25. "Shomi Kaiser ties the knot with Reza Ameen"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩
  26. "প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করবেন আরাফাত"দৈনিক কালেরকণ্ঠ। ১৮ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩
  27. "Some protesters were drugged, says Arafat"
  28. "BNP-Jamaat unleashed terror attacks, sabotage during students' protests: Arafat"
  29. "কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি-জামায়াত"
  30. "এনটিভিসহ ৪ টিভি বন্ধ করেছিলেন আরাফাত"
  31. "দেশ টিভিসহ ৪ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছিলেন আরাফাত"
  32. "Asaduzzaman, Dipu Moni, Arafat sued over death of JnU student"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৫
  33. Sun, Daily (২৭ আগস্ট ২০২৪)। "Ex-state minister Arafat arrested in Dhaka"daily-sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৫
  34. প্রতিবেদক, নিজস্ব (২৪ আগস্ট ২০২৪)। "মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে: সারা হোসেন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৫
  35. "Arafat not arrested, says DMP debunking media reports"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৫
  36. "মন্ত্রীও ছড়াচ্ছেন ভুয়া তথ্য"Bangla Outlook। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪
  37. Barta, Bangla। "'সুচিন্তা'র নামে অর্থ লুটে নেন ফ্যাসিস্টের প্রতিমন্ত্রী আরাফাত"বাংলা বার্তা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৪