নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন | |
|---|---|
| যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী | |
| কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪[১] | |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| পূর্বসূরী | জাহিদ আহসান (প্রতিমন্ত্রী) |
| উত্তরসূরী | আসিফ মাহমুদ (উপদেষ্টা) |
| বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি | |
| কাজের মেয়াদ ১৭ অক্টোবর ২০১২ – ২১ আগাস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | আ হ ম মোস্তফা কামাল |
| উত্তরসূরী | ফারুক আহমেদ |
| কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২০০৯ – ৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | জিল্লুর রহমান |
| এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি | |
| কাজের মেয়াদ ২০১৮ – ২০২১ | |
| সহ সভাপতি | আ জ ম নাছির উদ্দিন |
| পূর্বসূরী | এহসান মানি |
| উত্তরসূরী | জয় শাহ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩১ মে ১৯৬১ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| মাতা | আইভি রহমান |
| পিতা | জিল্লুর রহমান |
| বাসস্থান | ঢাকা, বাংলাদেশ |
| শিক্ষা | এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় |
| প্রাক্তন শিক্ষার্থী | ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পেশা |
|
| জীবিকা | রাজনীতিবিদ, ক্রিকেট প্রশাসক |
নাজমুল হাসান পাপন (জন্ম: ৩১ মে, ১৯৬১) বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একজন রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ। যিনি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি কয়েক মাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ছিলেন।[২] পাপন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং আইভি রহমানের সন্তান। পাপন ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির সভাপতি। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১][৩]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নাজমুল হাসান কিশোরগঞ্জ জেলার ভৈরব নদীবন্দরের উত্তর ভৈরবপুর এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের শপথ গ্রহণের[৫] ফলে কিশোরগঞ্জ-৬ (সংসদীয় আসন ১৬৭, কুলিয়ারচর-ভৈরব) আসন শূন্য হয়। শূন্য আসনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০৯ সালের উপ-নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম মেয়াদে সংসদ সদস্যরূপে বিজয়ী হন নাজমুল হাসান।
পাপন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্যতম দল আবাহনী লিমিটেডের সাথে প্রায় এক দশককাল জড়িত আছেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আবাহনী’র ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও, ২০০৬ সালের কর্পোরেট ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন বেক্সিমকো ক্রিকেট দলের সভাপতি ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি২০-এর উদ্বোধনী আসরে উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করেছিলেন।[৬]
বিসিবি সভাপতি
[সম্পাদনা]বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিন বছর দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে আ হ ম মোস্তফা কামাল মনোনীত হন। এরফলে বিসিবি’র সভাপতির পদ শূন্য হলে বাংলাদেশ সরকার নাজমুল হাসানকে বিসিবি’র নতুন সভাপতি হিসেবে ঘোষণা করে।[৭]
ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ সরকার বিসিবি’র প্রধানকে মনোনয়ন দিয়ে থাকে। সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী আগ্রহী হলেও নাজমুল হাসান প্রতিযোগিতার দৌড়ে বিজয়ী হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৪ তম সভাপতি হিসেবে দায়িত্ব নেবার পূর্বে, পাপন ২০০৮ সাল থেকে আবাহনী ক্রিকেট দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "মন্ত্রিসভা বিলুপ্ত"। দৈনিক ইত্তেফাক। ৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "বিসিবি থেকে পদত্যাগ করেছেন পাপন, নতুন সভাপতি ফারুক"। দ্য ডেইলি স্টার Bangla। ২১ আগস্ট ২০২৪।
- ↑ "সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল"। ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 "Nazmul Hassan"। ক্রিকইনফো।
- ↑ "অভিভাবক হারাল জাতি"। প্রথম আলো। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪।
- ↑ "Tiger Cricket"। টাইগার ক্রিকেট। ১১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৩।
- ↑ "Bangladesh need to focus on Tests - BCB president"। ক্রিকইনফো।
আরও দেখুন
[সম্পাদনা]| পূর্বসূরী: আ হ ম মোস্তফা কামাল |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ২০১২-২০২৪ |
উত্তরসূরী: ফারুক আহমেদ |
- ১৯৬১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কিশোরগঞ্জ জেলার রাজনীতিবিদ
- বাংলাদেশী ক্রিকেট প্রশাসক
- নবম জাতীয় সংসদ সদস্য
- দশম জাতীয় সংসদ সদস্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- দ্বাদশ জাতীয় সংসদ সদস্য
- গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- শেখ পরিবার
- শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভার সদস্য
- বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান
- বাংলাদেশী ক্রীড়াবিদ-রাজনীতিবিদ
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি