দিনাজপুর-২
অবয়ব
দিনাজপুর-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | দিনাজপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দিনাজপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৭নং আসন।
সীমানা
[সম্পাদনা]- ১৯৭৩-১৯৭৯
গঠিত হওয়ার সময় এ আসনটি দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত ছিল।
- ১৯৮৪-বর্তমান
দিনাজপুর-২ আসনটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ও বিরল উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]দিনাজপুর-২ আসনটি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]২০১০-এর দশকে
[সম্পাদনা]২০১৪ সাধারণ নির্বাচনে বি.এন.পি. সহ সরকার বিরোধী দলসমুহ নির্বাচন বয়কট করে, ফলে এ আসনে কোন ভোট হয়নি। খালিদ মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য হন।[৮]
২০০০-এর দশকে
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | খালিদ মাহমুদ চৌধুরী | ১,৩৮,১৫২ | ৬০.৪ | +২২.৩ | ||
বিএনপি | মুহাম্মদ মাহবুবুর রহমান | ৮৯,৪১৯ | ৩৯.১ | -৩.৫ | ||
স্বতন্ত্র | জালাল উদ্দিন আহমেদ | ৯৮৫ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৮,৭৩৩ | ২১.৩ | +১৬.৯ | |||
ভোটার উপস্থিতি | ২,২৮,৫৫৬ | ৯২.৯ | +৭.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মুহাম্মদ মাহবুবুর রহমান | ৭৯,৪৯০ | ৪২.৬ | +২৫.৮ | ||
আওয়ামী লীগ | সতিষ চন্দ্র রায় | ৭১,২২৯ | ৩৮.১ | -০.৭ | ||
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | আনোয়ারুল হক চৌধুরী | ৩৩,২৮০ | ১৭.৮ | প্র/না | ||
স্বতন্ত্র | কাচিম উদ্দিন | ১,৪৯৮ | ০.৮ | প্র/না | ||
বাংলাদেশ জনতা পার্টি | আব্দুল্লাহ আল নাসের | ১,২৪৪ | ০.৭ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,২৬১ | ৪.৪ | −১.২ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৬,৭৪১ | ৮৫.৯ | +৪.৮ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সতিষ চন্দ্র রায় | ৫৫,৫৫১ | ৩৮.৮ | -১.১ | |
জাতীয় পার্টি | এ. এফ. এম. রেজাউল হক চৌধুরী | ৪৭,৬১১ | ৩৩.৩ | +৭.১ | |
বিএনপি | এম এ জলিল | ২৪,০৪৪ | ১৬.৮ | +৯.৩ | |
জামায়াতে ইসলামী | মাহবুব আলম | ১৩,৬৬৩ | ৯.৬ | -১১.২ | |
বাংলাদেশ জনতা পার্টি | আব্দুল্লাহ আল নাসের | ১,১৫৩ | ০.৮ | -৩.৩ | |
জাসদ | তইমুর রহমান | ৪৮২ | ০.৩ | +০.১ | |
জাসদ (রব) | মোঃ আব্দুল হাই | ৩১৪ | ০.২ | -০.১ | |
জাকের পার্টি | এটিএম রেজাউল | ১৯৮ | ০.১ | ০.০ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৯৪০ | ৫.৬ | −৮.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৩,০১৬ | ৮১.১ | +৯.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সতিষ চন্দ্র রায় | ৪৯,৪৪০ | ৩৯.৯ | |||
জাতীয় পার্টি | এ. এফ. এম. রেজাউল হক চৌধুরী | ৩২,৫০৮ | ২৬.২ | |||
জামায়াতে ইসলামী বাংলাদেশ | শাহ মকছুল মিনার | ২৫,৭৬৬ | ২০.৮ | |||
বিএনপি | আব্দুল মোমেন চৌধুরী | ৯,৩১৬ | ৭.৫ | |||
বাংলাদেশ জনতা পার্টি | রাজ্জাক চৌধুরী | ৫,০৯৭ | ৪.১ | |||
জনশক্তি পার্টি | আব্দুল্লাহ আল নাসের | ৯১৮ | ০.৭ | |||
জাসদ | আজিজুল হক | ২৮৬ | ০.২ | |||
স্বতন্ত্র | মামুনুর রশিদ | ১৯৩ | ০.২ | |||
জাসদ (সিরাজ) | আব্দুল মালেক | ১৭৩ | ০.১ | |||
জাকের পার্টি | আবুল হোসেন | ১৩৮ | ০.১ | |||
জাসদ (রব) | আব্দুল হাই | ৯০ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৯৩২ | ১৩.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৩,৯২৫ | ৭১.৪ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
টীকা
[সম্পাদনা]- ↑ "দিনাজপুর-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে দিনাজপুর-২