নাজিরপুর উপজেলা
নাজিরপুর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে নাজিরপুর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৬′১২.০০০″ উত্তর ৮৯°৫৮′৪৮.০০০″ পূর্ব / ২২.৭৭০০০০০০° উত্তর ৮৯.৯৮০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | পিরোজপুর জেলা |
আয়তন | |
• মোট | ২২৮.৬৯ বর্গকিমি (৮৮.৩০ বর্গমাইল) |
জনসংখ্যা [১] | |
• মোট | ১,৮০,৪০৮ |
• জনঘনত্ব | ৭৯০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৯২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৯ ৭৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নাজিরপুর উপজেলা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান[সম্পাদনা]
উত্তরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা, দক্ষিণে পিরোজপুর সদর উপজেলা ও বাগেরহাট জেলার কচুয়া উপজেলা, পূর্বে নেছারাবাদ উপজেলা ও বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা, পশ্চিমে বাগেরহাট জেলার কচুয়া উপজেলা ও চিতলমারী উপজেলা।
প্রশাসনিক এলাকাসমূহ[সম্পাদনা]
নাজিরপুর উপজেলায় বর্তমানে ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম নাজিরপুর থানার আওতাধীন।
- ১নং মাটিভাঙ্গা
- ২নং মালিখালী
- ৩নং দেউলবাড়ী দোবড়া
- ৪নং দীর্ঘা
- ৫নং শাখারীকাঠী
- ৬নং নাজিরপুর সদর
- ৭নং সেখমাটিয়া
- ৮নং শ্রীরামকাঠী
- ৯নং কলারদোয়ানিয়া
বিবিধ[সম্পাদনা]
- মসজিদ: ৩৬৫ টি
- মন্দির: ২০২ টি
- নদ-নদী : ৫ টি
- হাট-বাজার: ৩২ টি
- ব্যাংকশাখা: ৬ টি
- পোষ্ট অফিস/সাব পোষ্ট অফিস: ২১ টি
- টেলিফোন এক্সচেঞ্জ: ০১ টি
- কমিউনিট ক্লিনিকঃ ৩৫ টি
ইতিহাস[সম্পাদনা]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাজিরপুর উপজেলার মোট জনসংখ্যা ১,৮০,৪০৮ জন। এর মধ্যে পুরুষ ৮৯,৭১১ জন এবং মহিলা ৯০,৬৯৭ জন। মোট পরিবার ৪০,৫৬১টি।[২]
শিক্ষা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাজিরপুর উপজেলার সাক্ষরতার হার ৫৯.৩%।[২]
প্রাথমিক বিদ্যালয় ১৭৩ টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১০, টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৩ টি, মাদ্রাসা ১২ টি, কলেজ ০৯ টি, কারিগরি কলেজ ০১ টি। উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে;
- দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয়।
- সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়।
- শ্রীরামকাঠি ইউ. জে. কে. মাধ্যমিক বিদ্যালয়।
- নাজিরপুর কলেজ।
- মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ।
- বঙ্গমাতা কলেজ ।
- ইউনিয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- রেজা ঘটক, কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা
- মোস্তফা জামাল হায়দার, সাবেক মন্ত্রী;
- ডাক্তার ক্ষিতিশ চন্দ্র মন্ডল, ত্রাণ ও পূনর্বাসন প্রতিমন্ত্রী;
- নীরোদ বিহরী নাগ, ১৯৬৪ সনে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য;
- দিলিপ কুমার বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক;
- ফজলে রাব্বী, জাতীয় দলের ক্রিকেটার;
- অ্যাডভোকেট রেজাউল করিম, মাননীয় মন্ত্রী,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়;
- মোঃ ফরিদী হাসান, পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নাজিরপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বরিশাল বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |