এলেঙ্গা
এলেঙ্গা এলেঙ্গা | |
---|---|
বাংলাদেশে এলেঙ্গা শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২০′১৮.৮৮৮″ উত্তর ৮৯°৫৫′১৮.৫৪৮৪″ পূর্ব / ২৪.৩৩৮৫৮০০০° উত্তর ৮৯.৯২১৮১৯০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাংগাইল জেলা |
উপজেলা | কালিহাতি উপজেলা |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• মেয়র | মোঃ নূর-এ-আলম সিদ্দিকী |
আয়তন | |
• মোট | ২৩.২৪ বর্গকিমি (৮.৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫৫,০০০ |
• জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
এলাকা কোড | ৯২২৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
এলেঙ্গা টাঙ্গাইল জেলার অন্তর্গত কালিহাতি উপজেলার একটি ছোট শহর। এটি ২০১১ সালে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।[১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]এলেঙ্গার অবস্থান ২৪°১২′০৭″ উত্তর ৮৯°৩৩′০৭″ পূর্ব / ২৪.২০১৮৮৮৮° উত্তর ৮৯.৫৫১৮৫৪৮৪° পূর্ব। ভৌগোলিক দিক দিয়ে এলেঙ্গা পৌরসভা টাংগাইল জেলা সদর থেকে মাত্র ১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এলেঙ্গা পৌরসভার পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে বংশাই নদী।[তথ্যসূত্র প্রয়োজন]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]ওয়ার্ড নং | মৌজার নাম[২] |
---|---|
০১ | দেউলিয়া বাড়ি, ভাবলা, শেরপুর |
০২ | চন্দ্র পটল, রৌহা, হাকিমপুর, রাজাবাড়ী |
০৩ | ফুলতলা, ভাঙ্গাবাড়ী, মিরপুর |
০৪ | কুড়িঘুড়িয়া, হায়াৎপুর, হিজুলী, চক্রঘনাথপুর, পাথাইলকান্দি |
০৫ | বাঁশী |
০৬ | এলেঙ্গা,মশাজান,বানিয়াবাড়ী,মহেশপুর |
০৭ | মসিন্দা, চেঁচুয়া, চিনামুড়া |
০৮ | স্বরূপপুর, হিন্নাইপাড়া, পৌলী |
০৯ | মহেলা |
নির্বাচিত জনপ্রতিনিধি
[সম্পাদনা]এলেঙ্গা পৌরসভার মেয়র হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নূর এ আলম সিদ্দিকী; তিনি ২০২৩ সালের ১৬ মার্চ এলেঙ্গা পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার মেয়র পদে নির্বাচিত হন।[৩]
জনসংখ্যা
[সম্পাদনা]এলেঙ্গা পৌরসভার সর্বমোট জনসংখ্যাঃ ৬০,০০০ জন, মোট ভোটার সংখ্যাঃ ৩৩,৬৭৫ জন, পুরুষ ভোটারঃ ১৬,৮৫৮ জন, মহিলা ভোটারঃ ১৬,৮১৭ জন। [৪]
শিক্ষা
[সম্পাদনা]এলেঙ্গা পৌরসভার শিক্ষা ব্যবস্থা অনেকটাই এগিয়ে। পড়াশোনার জন্য এখানে রয়েছে কওমি মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষার জন্যও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, সরকারি শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ ইত্যাদি। এখানে অনেক ক্যাডেট কোচিং সেন্টারও রয়েছে।
কৃতি ব্যক্তিত্ত্ব
[সম্পাদনা]- ড. নরেশচন্দ্র সেনগুপ্ত - বাঙালি আইনজীবী, অধ্যাপক এবং প্রগতিশীল সাহিত্যিক ছিলেন।
- বিচারপতি দেবেশ ভট্টাচার্য - বাংলাদেশ হাইকোর্ট ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগে বিচারপতির দায়িত্ব পালন করেন।
- চিত্রা ভট্টাচার্য - ১৯৯৬-২০০১ সময়কালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।
- ড. দেবপ্রিয় ভট্টাচার্য - গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ডিস্টিংগুইস ফেলো ও প্রথম নির্বাহী পরিচালক। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ সিনিয়র রিসার্চ ফেলো হিসাবেও কাজ করেছেন। ২০০৭ সালে তিনি জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং ইউএন কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।
- সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার - চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আম্মাজান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
- ড.দীপেন ভট্টাচার্য - মার্কিন যুক্তরাষ্ট্রে নাসার গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটের গবেষক ছিলেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে (ইউসিআর) গামা রশ্মি জ্যোতির্বিদ হিসেবে যোগ দেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- অভিনেতা মান্নার সমাধি
- লৌহজং নদী, বাঁশী
- এলেঙ্গা রিসোর্ট;
- এলেঙ্গা পুরনো জমিদার বাড়ি[৫]
- রাজাবাড়ী রেললাইন
- গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, রাজাবাড়ী
- হুন্ডাই কোম্পানি, রাজাবাড়ী
- ফুলতলা আশরাফিয়া জামে মসজিদ,ফুলতলা এলেঙ্গা [৬]
- বিসমিল্লাহ হরটি কালচার, ফুলতলা
- এল.পি গ্যাস মাঠ, রাজাবাড়ী
- এলেঙ্গা বাস স্ট্যান্ড জামে মসজিদ,
- শতবর্ষী শীতলা মন্দির,মশাজান
চিত্রশালা
[সম্পাদনা]-
এলেঙ্গা বাসস্ট্যান্ড
-
এলেঙ্গা রিসোর্ট টাংগাইল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Elenga Pourashava"। Government of Bangladesh। ২০১৫-০৯-১২। ২০১৬-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-৩১।
- ↑ http://kalihati.tangail.gov.bd/node/1501902-ওয়ার্ড-সমূহ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] | কালিহাতী উপজেলা তথ্য বাতায়ন
- ↑ http://www.dailyinqilab.com/2013/03/29/99860.php#.VcW01TN-7I0[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জনসংখ্যা উপাত্ত"। ২৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ বাংলাপিডিয়া আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ
- ↑ বাংলাপিডিয়া আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ