হিন্দু ধর্মোপাসনা
হিন্দুধর্ম |
---|
ধারাবাহিকের অংশ |
হিন্দু ধর্মোপাসনা হল ধর্মীয় ভক্তি যা সাধারণত এক বা একাধিক হিন্দু দেবতার প্রতি নির্দেশিত হয়। ভক্তি বা ভক্তিমূলক প্রেমের অনুভূতি সাধারণত আহ্বান করা হয়।
ভূগোল ও ভাষার উপর নির্ভর করে ধর্মোপাসনা বিভিন্ন রূপ নেয়। ধর্মোপাসনা কোন নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং এটি প্রায়ই ব্যক্তিগত প্রতিফলন, সঙ্গীত, নৃত্য ও কবিতাকে অন্তর্ভুক্ত করবে। হিন্দুরা সাধারণত মন্দিরে বা গৃহে ধর্মোপাসনা করে থাকে কিছু নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বা শরীর, মন ও আত্মাকে একীভূত করতে। উদ্দেশ্য হল শুদ্ধ জীবন যাপন করা যাতে অভিনয়কারীকে উচ্চতর সত্ত্বাতে পুনর্জন্মে সাহায্য করা যায়।
প্রকারভেদ
[সম্পাদনা]সাকার
[সম্পাদনা]প্রতীক শব্দের অর্থ চিহ্ন বা আকার। মূলত এ ধারণের উপাসনা বিভিন্ন দেবদেবীর প্রতিমাকে উদ্দেশ্যে করে করা হয়। প্রতীক উপাসনা সগুণ উপাসনা বা ভক্তিযোগ সাথে সম্পর্ক যুক্ত। সগুণ রূপে ঈশ্বর সাকার রূপে অবস্থান করে।
নিরাকার
[সম্পাদনা]নিরাকার শব্দের অর্থ যার কোনো আকার নেই। সাধারণ এ ধারণের উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এ উপাসনা ঈশ্বরের কোনো সাকার রূপকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকার রূপে ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করে। তাকে উপলব্ধি করে তার উপাসনা করা হয়।
হিন্দুধর্মাবলম্বী কেউ নিরাকার কেউবা সাকার উপাসনার মাধ্যমে ঈশ্বরের পূজা বা আরাধনা করেন। এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লেখ করেছেন:
“যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্।
মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ।।”— গীতা: ৪/১১
অনুবাদ: যারা যেভাবে আমার ভজনা করে, তাদের সেভাবেই আমি কৃপা করে থাকি। মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে।
পদ্ধতি
[সম্পাদনা]উপাসনা করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলোর মধ্যে আছে হোম যজ্ঞ, পূজা করা, জপ ধ্যান বা যোগ সাধনা, তন্ত্র সাধনা প্রভৃতি। এ ছাড়াও দেব-দেবীর উদ্দেশে মন্ত্র পাঠ, প্রার্থনা মন্ত্র, পুষ্পাঞ্জলি প্রদান, প্রণাম মন্ত্র পাঠ, আরতি, কীর্তন প্রভৃতি উপাসনার উপায় হিসেবে ধরা হয়। এ বাহ্য আচরণের মাধ্যমে মূলত অন্তরের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা ইষ্ট দেবতার উদ্দেশে প্রকাশ করা হয়। উপাসনা ও প্রার্থনার জন্য হিন্দু ধর্মগ্রন্থে অনেক মন্ত্র বা শ্লোক রয়েছে। সেগুলো আবৃত্তি করে উপাসনা করা হয় বা প্রার্থনা জানানো হয়।
দেবদেবী
[সম্পাদনা]হিন্দুধর্মে ঈশ্বর সীমাহীন গুন ও ক্ষমতার অধিকারী। তিনি যখন কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন, তখন তাকে দেবতা বলে। প্রত্যেক দেবতার আলাদা আলাদা জটিল চরিত্রাবলী বিদ্যমান হলেও তারা এক পরম সত্তার অংশবিশেষ।[১] দেবতারা এক ঈশ্বরের বিভিন্ন গুণ বা ক্ষমতার প্রকাশ। ঋগ্বেদে বলা আছে, "একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি", অর্থ- এক অখন্ড ও চিরন্তর ব্রহ্মকে বিপ্রগণ ও জ্ঞানীরা বহু নামে বর্ণনা করেছেন। হিন্দু দেবতা বলতে যোগশাস্ত্রের ইষ্টদেবতা[২][৩] বৈদিক দেবতা,[৪] পৌরাণিক দেবতা ও লৌকিক দেবতাদের বোঝানো হয়।[৫] এদের মধ্যে মুখ্য দেবতারা হলেন ত্রিদেব (ব্রহ্মা, বিষ্ণু, শিব) এবং ত্রিদেবী (সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী)। দেবতাদের কৃপা লাভের জন্য তাদের পূজা করা হয়। দেবতাদের পূজা করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং অভীষ্ট দান করেন।
প্রতিমা বা বিগ্রহ
[সম্পাদনা]ঈশ্বরের কোনো সাকার রূপের (দেবদেবীর) সাদৃশ্যকল্পনায় গঠিত বা নির্মিত দেবমূর্তি, বা দেববিগ্রহ হলো প্রতিমা।[৬] ঈশ্বরের বিভিন্ন রূপ ও গুণের বর্ণনা হিন্দু ধর্মগ্রন্থে রয়েছে। মৃৎশিল্পীরা সেই বর্ণনা অনুসারে তাদের প্রতিমা বা বিগ্রহ তৈরি করে। পুজোর আগে ব্রাহ্মণ বা পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে। পুজো অর্চনা শেষ প্রতিমা বিসর্জন দিয়ে পঞ্চভূতে বিলিন করে দেওয়া হয়।
পূজা
[সম্পাদনা]‘পূজা’ শব্দের অর্থ প্রশংসা বা শ্রদ্ধা জানানো, যা পুষ্প কর্মের মধ্য দিয়ে অর্চনা বা উপাসনার মাধ্যমে করা হয়। হিন্দুধর্মে ‘পূজা’ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। ঈশ্বরের প্রতীক বা তাঁর কোনো রূপকে (দেব-দেবী) সন্তুষ্ট করার জন্য ভক্তি সহকারে ফুল, দূর্বা, তুলসী পাতা, বিল্বপত্র, চন্দন, আতপচাল, ধূপ, দীপ প্রভৃতি উপকরণ দিয়ে বিশেষ পদ্ধতিতে পূজা করা হয়। পূজার উদ্দেশ্য হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বা দেব-দেবীদের কাছে মাথা নত করা এবং তাঁদের সান্নিধ্য লাভের প্রয়াস। দেব-দেবীরা ঈশ্বরের গুণ বা শক্তির প্রকাশ। তাই দেব-দেবীদের সন্তুষ্ট করার জন্য যে অনুষ্ঠানাদি করা হয় তাকে ‘পূজা’ বলে।
আরতি
[সম্পাদনা]আরতি বা আরাত্রিক পূজার একটি অচ্ছেদ্য অঙ্গ। দেবতার প্রতিকৃতির সম্মুখে প্রদীপ, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, পুষ্প এবং চামরাদি আবর্তনে দেবতাকে প্রীত ও সংবর্ধিত করবার যে অনুষ্ঠান তাকেই আরতি বা আরাত্রিক বলে।আরাত্রিকের অপর নাম 'নীরাজন', প্রচলিত ভাষায় বলে আরতি। দেবদেবীর আরতি করলে, দেবদেবীর পূজার মধ্যে যদি কোন ত্রুটি থেকে যায় তাহা দূর হয় এবং পূজা ফলবতী হয়। আরতির মাহাত্ম্য/মহিমা প্রসঙ্গে শাস্ত্রে আছে:-
“যন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎকৃতং পূজনং হরেঃ
সর্বং সম্পূর্ণতামেতি কৃতে নীরাজনে শিবে।।”— হরিভক্তিবিলাস
অর্থাৎ দেবদেবীর আরতি করলে, যে কোন পূজা তা যন্ত্রবর্জিত হোক আর ক্রিয়াবর্জিত হোক, ফলবতী হবেই। যে ব্যক্তি নীরাজন দ্বারা শ্রীভগবানের পূজা করেন, তিনি ইহলোক এবং পরলোক উভয় লোকে থেকেই মুক্তিপ্রাপ্ত হন।
দর্শন
[সম্পাদনা]হিন্দু দর্শনের মধ্যে ছয়টি দার্শনিক শাখা বিদ্যমান, যাকে একত্রে ষড়দর্শন বলা হয়। এগুলো হল: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত।[৭] ষড়দর্শন বেদের প্রামাণ্যতা স্বীকার করে বলে একে আস্তিক দর্শনও বলা হয়।[৮][note ১]
পূজায় প্রয়োজনীয় দ্রব্যাদি
[সম্পাদনা]হিন্দু পূজায় সাধারণত যে সব পদার্থ ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে ঘি, ধূপ, কুমকুম, গাঁদা, দুধ, চন্দন, তুলসী এবং বিভূতি। ব্যবহৃত বস্তুর মধ্যে রয়েছে বেদি, কলা পাতা, ভোগ, নারকেল, দিয়া (তেলের প্রদীপ), মাছি-ফুঁক, চামর, প্রসাদ, শঙ্খএবং তিলক প্রভৃতি।
মহাপ্রসাদ
[সম্পাদনা]মহাপ্রসাদ বা প্রসাদ (সংস্কৃত: प्रसाद) একটি উৎসর্গ, যা প্রথমে দেবতাকে নিবেদন করা হয় এবং তারপর ভক্তগণ তা সেবন করে।[১০] প্রসাদ সাধারণত নিরামিষ হয়ে থাকে।[১১] দেবতাদের উদ্দেশ্য দেওয়া ভোগই মূলত পরবর্তীকালে প্রসাদ।[১২][১৩] হিন্দু মন্দিরে দেবতাকে দেওয়া পবিত্র খাবার যা পরে জনসাধারণ দ্বারা বৈষম্য ছাড়াই ভাগ করে খাওয়া হয়।[১৪] [১৫] [১৬]
তিলক
[সম্পাদনা]তিলক বা টিকা হলো ধর্মীয় সংস্কৃতিতে একটি চিহ্ন যা সাধারণত কপালে, অজ্ঞান চক্রের বিন্দুতে বা কখনও কখনও শরীরের অন্য অংশ যেমন ঘাড়, হাত, বুক বা বাহুতে পরিধান করা হয়। এটি চন্দন কাঠ, ছাই (বিভূতি), কুমকুম, সিন্দুর, কাদামাটি বা অন্যান্য পদার্থ দিয়ে তৈরি কর হয়।
পবিত্র বৃক্ষ
[সম্পাদনা]হিন্দুধর্মে অনেক পবিত্র বৃক্ষ আছে অশ্বত্থ, বট, নিম, আমলকী, বেল।[১৭] বেল গাছের পাতা (বিল্বপত্র) শিবের পূজায় ব্যবহৃত হয়।[১৭] নিম গাছে ওষধিগুণের জন্য এটি দেবী শীতলা সাথে সম্পর্কযুক্ত।[১৮]
হোম ও যজ্ঞ
[সম্পাদনা]হিন্দুধর্মে, হোম (সংস্কৃত: होम) হলো একজন হিন্দু পুরোহিত বিশেষভাবে বাড়ির মালিকের (গৃহস্থ) দ্বারা বিশেষ অনুষ্ঠানে সঞ্চালিত অগ্নি অনুষ্ঠান।[১৯] যা হবন নামেও পরিচিত।[২০] বিশ্ব শান্তি কামনায় ও এটি করা হয়।
যজ্ঞ বৈদিক যুগ থেকে দেবতাদের সন্তুষ্ট করার জন্য বা নির্দিষ্ট ইচ্ছা অর্জনের জন্য করা হয়। একটি অপরিহার্য উপাদান হ'ল অগ্নি (ঐশ্বরিক অগ্নি) যার মধ্যে উত্সর্গগুলি ঢেলে দেওয়া হয়, কারণ আগুনে যা দেওয়া হয় তা দেবতাদের কাছে পৌঁছে বলে বিশ্বাস করা হয়। যজ্ঞের সময় বৈদিক শ্লোক আবৃত্তি করা হয়। যজ্ঞে অর্ঘ্য হিসাবে প্রচুর পরিমাণে ঘি, দুধ, শস্য, কেক বা সোমা দেওয়া হয়। যজ্ঞের সময়কাল প্রকারের উপর নির্ভর করে; কিছু যজ্ঞ কয়েক মিনিট, ঘন্টা বা দিন স্থায়ী হয় এবং এমনকি কিছু যজ্ঞ কয়েক বছর ধরে চলতে পারে। কিছু যজ্ঞ ব্যক্তিগতভাবে এবং কিছু অনেক লোকের উপস্থিতে সম্পাদিত হয়।
ভজন
[সম্পাদনা]ভজন হল যে কোন প্রকার ভক্তিমূলক গান। এটির কোনো নির্দিষ্ট রূপ নেই: এটি শাস্ত্রীয় রাগ ও তালের উপর ভিত্তি করে একটি মন্ত্র বা কীর্তনের মতো সহজ বা ধ্রুপদ বা কৃত্তির মতো অত্যাধুনিক হতে পারে।[২১]
কীর্তন
[সম্পাদনা]কীর্তন (সংস্কৃত: कीर्तन)"[২২]) মূলত কোন দেব-দেবীর নাম, গুণাবলী বা কীর্তিকাহিনী সম্বন্ধিত গান।[২৩] প্রখ্যাত সংস্কৃত পন্ডিত জয়দেব রচিত গীতগবিন্দম, কীর্তন গানের প্রকৃত উৎস। এছাড়াও বাড়ু চন্ডিদাস, শ্রীকৃষ্ণ কীর্তন, বিদ্যাপতি প্রভৃতি কবিগন প্রচুর কীর্তন গান রচনা করেন।[২৪] ১৫০০ শতকে শ্রীচৈতন্য ভক্তি সংগিতের এই ধারার প্রভূত উন্নতি সাধন করেন। যে ব্যক্তি কীর্তন করে তাকে কীর্তনীয়া বলা হয়। কীর্তন করার সময় হারমোনিয়াম, তবলা, মৃদঙ্গ, করতাল ও জুরি ব্যবহার করা হয়।
মন্ত্র
[সম্পাদনা]দেবপূজায় বা ক্রিয়াকর্মে ব্যবহৃত বাক্য বা শব্দ হলো মন্ত্র।[২৫]
ব্রত
[সম্পাদনা]ব্ৰত কথাটির সাধারণ অর্থ নিয়ম সংযম। পুণ্যলাভ ইষ্টলাভ বা পাপনাশের উদ্দেশ্যে অনুষ্ঠিত ধর্মকার্য, নিয়মরূপে অনুষ্ঠেয় ধর্মানুষ্ঠান; সৎকর্ম, সংযম; তপস্যা।[২৬] সাধারণত কোনকিছু কামনা করে দেবতার কাছে বিশেষ প্রার্থনা জানিয়ে (ক্ষেত্র বিশেষ আলপনা দিয়ে) কোন বিশেষ আচার পালন বা অনুষ্ঠান করা কিংবা পার্থিব কল্যাণ কামনায় দশে মিলে যে সামাজিক নিয়ম বা অনুষ্ঠান পালন করা হয় তাকে ব্রত বলা হয়।[২৭]
উৎসব
[সম্পাদনা]হিন্দু উৎসবগুলো সাধারণত সৌর পঞ্জিকার একটি নির্দিষ্ট বার্ষিক তারিখ অথবা লুনিসোলার পঞ্জিকার বা হিন্দু পঞ্জিকার একটি নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয়। যেহেতু সাকার উপাসনায় বিভিন্ন দেবদেবী আছে এবং তাদের বিভিন্ন মহিমা আছে, তাই আঞ্চলিকভাবে উৎসব পালনের কিছু ভিন্নতা রয়েছে। এমন অসংখ্য উৎসব রয়েছে যা মূলত নির্দিষ্ট সম্প্রদায়ের দ্বারা বা নির্দিষ্ট অঞ্চলে পালিত হয়। সবচেয়ে জনপ্রিয় উৎসব গুলোর মধ্যে রয়েছে দীপাবলি, হোলি, রথযাত্রা, জন্মাষ্টমী, শিবরাত্রি, গণেশ চতুর্থী, দুর্গাপূজা, সরস্বতী পূজা, রাম নবমী, কালীপূজা, লক্ষ্মীপূজা, রাখীবন্ধন, অক্ষয় তৃতীয়া ও নাগ পঞ্চমী।
যাত্রা
[সম্পাদনা]যাত্রা (সংস্কৃত: यात्रा) সাধারণত তীর্থযাত্রাকে বোঝায়। এটি নৈতিক অথবা আধ্যাত্মিক তাৎপর্য অনুসন্ধানের যাত্রা। পবিত্র স্থান পরিদর্শন করা তীর্থযাত্রীর দ্বারা বিশ্বাস করা হয় যে নিজেকে শুদ্ধ করে এবং একজনকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে।[২৮] সাধারণ তীর্থযাত্রীরা যাত্রার মাধ্যমে বিভিন্ন পবিত্র স্থান ও মন্দিরে গমণ করে। হিন্দুদের পবিত্র মাস শ্রাবণ হল বার্ষিক কাঁওড় যাত্রার সময়, শিবের বার্ষিক তীর্থস্থান যা কাঁওড়ী নামে পরিচিত, উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখী এবং গঙ্গোত্রীর হিন্দু তীর্থস্থানগুলি গঙ্গা নদী থেকে জল পেতে করে। ২০০৩ সালে, ৫৫ লক্ষ (৫.৫ মিলিয়ন) তীর্থযাত্রী হরিদ্বার পরিদর্শন করেছিলেন।[২৯] অন্যান্য তীর্থ তীর্থস্থান হল চারধাম যাত্রা, যার মধ্যে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী রয়েছে; জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রা।
উদ্দেশ্য
[সম্পাদনা]- হৃদয় পরিশুদ্ধ ও পবিত্র করা: ঈশ্বরের উপাসনা হৃদয়কে পরিশুদ্ধ ও পবিত্র করে এবং সুন্দর অনুভূতির সৃষ্টি করে।
- মনের দৃঢ়তা বৃদ্ধি করা: উপাসনা মনের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের আবেগকে পরিশুদ্ধ, উন্নত ও নিয়ন্ত্রণ করে।
- ভক্তদের মনে ঈশ্বরের উপস্থিতি সৃষ্টি করা: উপাসনা ভক্তদের ঈশ্বরের কাছাকাছি অবস্থানের সুযোগ করে দেয় এবং ধর্মীয় বিষয়ে গভীর চেতনার সৃষ্টি করে।
- মানসিক অবস্থার উন্নতি করা: উপাসনা মানুষের মানসিক অবস্থার উন্নতি করে, মনের কুটিলতা দূর করে এবং মনকে শুদ্ধ করে সত্যের পথে পরিচালিত করে। উপাসনা মনের কামনা, বাসনা, তৃষ্ণা, অহমিকা, আমিত্ব, হিংসা বিদ্বেষ দূর করে।
- ভক্ত ও ঈশ্বরকে মুখোমুখি করা: উপাসনার মাধ্যমে ভক্ত তার ইষ্ট দেবতাকে উপলব্ধি করতে পারে এবং গভীর ভালোবাসার মাধ্যমে সে তাকে নিজের চোখে অবলোকন করতে পারে।
- মোক্ষ লাভ: মোক্ষ অর্থ চিরমুক্তি। দেহান্তরের মধ্য দিয়ে জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে যায়। কিন্তু পুণ্যবলে এক সময় আর দেহান্তর হয় না। তখন জীবাত্মাকে আর অন্যদেহে যেতে হয় না। জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায়। তখন আর পুনর্জন্ম হয় না। একে বলে মোক্ষ, মোক্ষলাভ।
উপাসনার প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যলাভ, শেষে মোক্ষলাভ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Knut Jacobsen (2008), Theory and Practice of Yoga : 'Essays in Honour of Gerald James Larson, Motilal Banarsidass, আইএসবিএন ৯৭৮-৮১২০৮৩২৩২৯, pages 77-78
- ↑ Renou 1964, পৃ. 55
- ↑ Mike Burley (2012), Classical Samkhya and Yoga - An Indian Metaphysics of Experience, Routledge, আইএসবিএন ৯৭৮-০৪১৫৬৪৮৮৭৫, page 39-41; Lloyd Pflueger, Person Purity and Power in Yogasutra, in Theory and Practice of Yoga (Editor: Knut Jacobsen), Motilal Banarsidass, আইএসবিএন ৯৭৮-৮১২০৮৩২৩২৯, pages 38-39; Kovoor T. Behanan (2002), Yoga: Its Scientific Basis, Dover, আইএসবিএন ৯৭৮-০৪৮৬৪১৭৯২৯, pages 56-58
- ↑ George Williams (2008), A Handbook of Hindu Mythology, Oxford University Press, আইএসবিএন ৯৭৮-০১৯৫৩৩২৬১২, pages 90, 112
- ↑ Sanjukta Gupta (2013), Lakṣmī Tantra: A Pāñcarātra Text, Motilal Banarsidass, আইএসবিএন ৯৭৮-৮১২০৮১৭৩৫৭, page 166
- ↑ "প্রতিমা - বাংলা অভিধানে প্রতিমা এর সংজ্ঞা ও প্রতিশব্দসমূহ"। educalingo.com। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯।
- ↑ Andrew Nicholson (2013), Unifying Hinduism: Philosophy and Identity in Indian Intellectual History, Columbia University Press, আইএসবিএন ৯৭৮-০২৩১১৪৯৮৭৭, pages 2-5
- ↑ Klaus Klostermaier (2007), Hinduism: A Beginner's Guide, আইএসবিএন ৯৭৮-১৮৫১৬৮৫৩৮৭, Chapter 2, page 26
- ↑ M Chadha (2015), The Routledge Handbook of Contemporary Philosophy of Religion (Editor: Graham Oppy), Routledge, আইএসবিএন ৯৭৮-১৮৪৪৬৫৮৩১২, pages 127-128
- ↑ "Integral Yoga - Literature - Sanskrit Glossary"। www.miraura.org। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯।
- ↑ Chitrita Banerji, 2010, Eating India: Exploring the Food and Culture of the Land of Spices.
- ↑ [১]
- ↑ "Archived copy"। ২০০৬-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-০৫।
- ↑ Banerji, Chitrita (২০১০-১২-১৫)। Eating India: Exploring the Food and Culture of the Land of Spices (ইংরেজি ভাষায়)। Bloomsbury Publishing। আইএসবিএন 978-1-4088-2054-4।
- ↑ Behera, Subhakanta (২০০২)। Construction of an Identity Discourse: Oriya Literature and the Jagannath Cult (1866-1936) (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal Publishers। আইএসবিএন 978-81-215-1041-7।
- ↑ Pattinson, Susan (২০১১)। The Final Journey: Complete Hospice Care for the Departing Vaishnavas (ইংরেজি ভাষায়)। Torchlight Publishing। আইএসবিএন 978-0-9817273-9-4।
- ↑ ক খ "Which plants and trees in India are considered divine?"। The Statesman (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০১-০১।
- ↑ Haberman, David L. "Faces in the trees." Journal for the Study of Religion, Nature and culture 4, no. 2 (June 1, 2010): 173-190. ATLA Religion Database with ATLASerials, EBSCOhost (accessed February 4, 2014).
- ↑ Knut Jacobsen (2008), Theory and Practice of Yoga : 'Essays in Honour of Gerald James Larson, Motilal Banarsidass, আইএসবিএন ৯৭৮-৮১২০৮৩২৩২৯, pages 77-78
- ↑ Renou 1964, পৃ. 55
- ↑ David Courtney: http://www.chandrakantha.com/articles/indian_music/bhajan.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ মার্চ ২০২১ তারিখে
- ↑ MacDonell, A. A. (2004). A practical Sanskrit Dictionary. Delhi: Motilal Banarsidass.
- ↑ "Kirtan"। ২১ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১১।
- ↑ "Kirtan"। ২১ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১১।
- ↑ "মন্ত্র শব্দের অর্থ | মন্ত্র সমার্থক শব্দ at English-bangla.com"। www.english-bangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২০।
- ↑ "ব্রত শব্দের অর্থ | ব্রত সমার্থক শব্দ at English-bangla.com"। www.english-bangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২০।
- ↑ "ব্রত কি বা কাকে বলে? ব্রতের উদ্ভব ও শ্রেনীবিভাগ | ব্রতের বৈশিষ্ট্য"। সংগ্রহের তারিখ ২০২২-১১-২০।
- ↑ Timothy, Dallen J.; Daniel H. Olsen (২০০৬)। Tourism, Religion and Spiritual Journeys। Routledge। আইএসবিএন 0-415-35445-5।
- ↑ "SPOTLIGHT: The long walk for worship"। Frontline, (The Hindu)। আগস্ট ১৪–২৭, ২০০৪। Archived from the original on ২০১০-০৮-০৬।
টীকা
[সম্পাদনা]- ↑ M Chadha (2015), in The Routledge Handbook of Contemporary Philosophy of Religion, states that Vedas were knowledge source but interpreted differently by different schools of Hindu philosophy: "The sacred texts of the Hindus, the Vedas, are variously interpreted by the six traditional Hindu philosophical schools. Even within a single school, philosophers disagree on the import of Vedic statements. (...) Hindu intellectual traditions must be understood as standing for the collection of philosophical views that share a textual connection. There is no single, comprehensive philosophical doctrine shared by all intellectual traditions in Hinduism that distinguishes their view from other Indian religions such as Buddhism or Jainism on issues of epistemology, metaphysics, logic, ethics or cosmology. The Vedas are regarded as Apauruseya, but by the same token, they are not the Word of God either.[৯]
উৎস
[সম্পাদনা]- Fuller, C. J. (2004). The Camphor Flame: Popular Hinduism and Society in India. Princeton University Press, New Jersey. আইএসবিএন ০-৬৯১-১২০৪৮-X.
- Huyler, Stephen P. (2002). Meeting God: Elements of Hindu Devotion. Yale University Press, New Haven. আইএসবিএন ০-৩০০-০৮৯০৫-৮.