কাপালিক
কাপালিক হিন্দু সম্প্রদায় বিশেষ, যারা মূলত শিবের অনুসারি।[১] এদেরকে কখনও কখনও কাপালি বা কাপালী নামেও ডাকা হয়।
ব্যুৎপত্তি[সম্পাদনা]
কাপালিক শব্দটি এসেছে 'কপাল' শব্দটি থেকে, যা দ্বারা মূলত মাথার খুলিকে নির্দেশ করে থাকে; কারণ এরা মাথার খুলিকে পাত্র হিসাবে ব্যবহার করে থাকে।[১] কারো কারো মতে, ভাগ্য বা কপালের ওপর প্রবল বিশ্বাসী হওয়ায় তাদের কাপালিক বলে।[২]
উৎপত্তি ও জাতিতত্ব[সম্পাদনা]
বাংলায় কাপালিক অথবা কাপালিদেরকে বারো ও তেরো শতকের সাহিত্যে ও ধর্মশাস্ত্রে একটি নিম্ন উপবর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে; যদিও তারা নিজেদের কাশ্মীর থেকে আগত বৌদ্ধদের বংশধর বলে দাবি করে থাকে।[৩] তবে প্রাচীন কাহিনি মতে, বাংলা অঞ্চলে বর্তমানে দৃষ্ট কাপালি সম্প্রদায় দক্ষিণ ভারতের কর্ণাটকের এক শিব পূজারিণীর বংশধর, যারা বৈশ্য কাপালি হিসেবে পরিচিত।
বৈশিষ্ট্য[সম্পাদনা]
কাপলিকেরা শ্মশানভূমির ছাই দিয়ে তাদের দেহকে আবৃত করে রাখে,[৪] শিবের ভৈরব রূপকে পূজা করে[৫] এবং রক্ত, মাংস, মদ এবং যৌন রস দিয়ে ধর্মীয় আচার পালন করে।[১]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ Gavin Flood (২০০৮)। The Blackwell Companion to Hinduism। John Wiley & Sons। পৃষ্ঠা 212–213। আইএসবিএন 978-0-470-99868-7।
- ↑ ডা. মো. সাইফুল ইসলাম সোহেল (৪ এপ্রিল ২০১৮)। "যে সাধকরা মানুষের খুলিতে পানাহার করেন" (ওয়েব)। প্রিয় ডটকম। ঢাকা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ হীরালাল বালা (জানুয়ারি ২০০৩)। "কাপালিক"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ অনির্বাণ মুখোপাধ্যায় (১৮ জুলাই ২০১৬)। "কাপালিক কারা? তাঁরা কি আজও আছেন?" (ওয়েব)। এবেলা। কলকাতা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ David N. Lorenzen (১৯৭২)। The Kāpālikas and Kālāmukhas: Two Lost Śaivite Sects। University of California Press। পৃষ্ঠা 4। আইএসবিএন 978-0-520-01842-6।
বহিঃসংযোগ[সম্পাদনা]
শৈবধর্ম |
---|
সংক্রান্ত একটি ধারাবাহিকের অংশ |
![]() |