পুত্রকামেষ্ঠী
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (নভেম্বর ২০২২) |
পুত্রকামেষ্টী হলো বিশেষ যজ্ঞ যা হিন্দুধর্মে পুত্র লাভের জন্য সম্পাদিত হয়। এটি একটি কাম্য-কর্ম।
প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণে, ঋষি বশিষ্ঠের সুপারিশে, অযোধ্যার রাজা দশরথ ঋষ্যশ্রীঙ্গ মুনির (বিভাণ্ডকের পুত্র) তত্ত্বাবধানে পুত্রকামেষ্ঠী যজ্ঞ করেছিলেন, যিনি যজুর্বেদের একজন বিশেষজ্ঞ ছিলেন, যেখানে এই যজ্ঞের নির্দেশিকা রয়েছে। এর সফল সমাপ্তির পর, অগ্নিদেব আবির্ভূত হন এবং অযোধ্যার রাজাকে মিষ্টির বাটি উপহার দেন, যা তার পুত্র রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নকে প্রকাশ করার জন্য তার তিন রাণীকে প্রদান করা হয়েছিল।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Dalal, Roshen (২০১৪-০৪-১৮)। Hinduism: An Alphabetical Guide (ইংরেজি ভাষায়)। Penguin UK। আইএসবিএন 978-81-8475-277-9।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |