দেওবন্দি ব্যক্তিত্বের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮৬৬ সালে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ

কুরআনহাদীসের মূল শিক্ষার প্রসারে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ১৮৬৬ সালের ৩১ মে ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক স্থানে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। দেওবন্দের অনুসরণে ছয় মাস পর প্রতিষ্ঠিত হয় মাজাহির উলুম, সাহারানপুর। পরবর্তীতে দেওবন্দের অনুসরণে সারা বিশ্বে অসংখ্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। এসব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের দেওবন্দি বলা হয়। দেওবন্দিরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসরণ করে থাকে।[১][২][৩]

তালিকা[সম্পাদনা]

নিম্নে দেওবন্দি চিন্তাধারার উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের তালিকা দেওয়া হল:

সমসাময়িক[সম্পাদনা]

নিবন্ধ নাই

অন্যান্য[সম্পাদনা]

  • ওবায়দুল্লাহ হামযাহ – বাংলাদেশ (জ. ১৯৭২)
  • আবু তাহের মেজবাহ – বাংলাদেশ
  • আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম - বাংলাদেশ
  • আবদুল মতীন মুহাদ্দিসে কাবীর — বাংলাদেশ
  • মুফতী মোহাম্মদ আলী - বাংলাদেশ (জ.১৯৬৪)
  • আবদুল মতীন বিন হুসাইন — বাংলাদেশ
  • মুফতী সৈয়দ ফয়জুল করিম – বাংলাদেশ
  • আহমদ মায়মূন - বাংলাদেশ
  • হেমায়েত উদ্দিন – বাংলাদেশ (জ. ১৯৬০)
  • তারিক মাসুদ – পাকিস্তান
  • মাহমুদুল হাসান আল আজহারী – যুক্তরাজ্য
  • আরশাদ রহমানি – বাংলাদেশ
  • উবায়দুর রহমান খান নদভী – বাংলাদেশ
  • মুফতী হাফীজুদ্দীন - বাংলাদেশ
  • মুহিব খান – বাংলাদেশ
  • ফরীদ উদ্দিন আল মোবারক – বাংলাদেশ
  • জুনায়েদ আল হাবিব – বাংলাদেশ
  • আব্দুল বাসেত খান সিরাজী – বাংলাদেশ
  • খালিদ সাইফুল্লাহ আইয়ুবী – বাংলাদেশ
  • খুরশিদ আলম কাসেমি – বাংলাদেশ
  • আলতাফুর রহমান মাহমুদ রংপুরী - বাংলাদেশ
  • মাওলানা হাসান জামিল- বাংলাদেশ

টীকা[সম্পাদনা]

দেহলভী (ফার্সি: دھلوی‎‎) অর্থ 'দিল্লির বাসিন্দা' বা 'দিল্লির সাথে সংশ্লিষ্ট'।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মুহাম্মদ ইয়াহইয়া, আবুল ফাতাহ (১৯৯৮)। দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান (পিডিএফ)ঢাকা, বাংলাদেশ: আল আমীন রিসার্চ একাডেমি বাংলাদেশ। 
  2. সাআদ আহমেদ, মুফতি (২৪ সেপ্টেম্বর ২০১৯)। "বিশ্বজুড়ে দেওবন্দের বিস্ময়কর কীর্তি"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  3. ঘোষ, শুভজ্যোতি (২৪ জানুয়ারি ২০১৯)। "বিশ্বজুড়ে লাখ লাখ মুসলিম কেন দেওবন্দের অনুসারী?"বিবিসি নিউজ বাংলা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  4. محمد عيس شاه‍دی। فرھنگ فلرسی-بنگالی  zero width joiner character in |author= at position 13 (সাহায্য)