ইসহাক সাম্ভলী
ইসহাক সাম্ভলী | |
---|---|
ভারতীয় সংসদ, লোকসভা | |
কাজের মেয়াদ ১৯৬৭[১] – ১৯৭০ | |
সংসদীয় এলাকা | আমরোহা[২] |
ভারতীয় সংসদ, লোকসভা | |
কাজের মেয়াদ ১৯৭১[১] – অজানা | |
সংসদীয় এলাকা | আমরোহা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৬ অক্টোবর ১৯২১ থানা ভবন, মুজাফফরনগর, উত্তর প্রদেশ, ভারত |
রাজনৈতিক দল | ভারতীয় কমিউনিস্ট পার্টি[৩] |
দাম্পত্য সঙ্গী | নাজমা বেগম |
সন্তান | ৪ জন (২ জন ছেলে, ২ জন মেয়ে) |
প্রাক্তন শিক্ষার্থী |
|
n.d., n.d. অনুযায়ী |
ইসহাক সাম্ভলী (মাওলানা ইসহাক সাম্ভলী নামেও পরিচিত) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা কর্মী, সাংবাদিক এবং উত্তর প্রদেশের আমরোহা সংসদীয় আসনের সংসদ সদস্য।[৪] ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি দুবার কারাবরণ করেছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন এবং চতুর্থ লোকসভা ও পঞ্চম লোকসভা নির্বাচনের সময় দু'বার সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [৫]
রাজনীতি
[সম্পাদনা]তিনি তার রাজনৈতিক শিক্ষা দারুল উলুম দেওবন্দ এবং লখনউ বিশ্ববিদ্যালয়ে অর্জন করেছিলেন । তিনি প্রথমে ভারতীয় জাতীয় কংগ্রেস, কিষাণ মজদুর প্রজা পার্টি এবং প্রজা সমাজতান্ত্রিক দলের সাথে যুক্ত ছিলেন এবং ১৯৩৭ সালে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ১৯৪৫ সালে কংগ্রেস কমিটি দেওবন্দের দায়িত্ব পালন করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি দুবার কারাবরণ করেছিলেন। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি জমিয়ত উলামায়ে হিন্দ উত্তর প্রদেশের সদস্য ছিলেন। [৬]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি ১৯২১ সালের ৬ অক্টোবর মুজাফফরনগরের থানাভবনে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন মাওলানা আহমদ হাসান। ১৯৫৩ সালের জুনে নাজমা বেগমের সাথে তার বিয়ে হয়। তার দুই কন্যা ও দুই পুত্র ছিল। [৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Can BJP reverse the trend in slippery Amroha?"।
- ↑ "Uttar Pradesh – Members : 4th Lok Sabha"।
- ↑ "वेस्ट में निर्दलीयों का फ्लाप शो – independent candidates from west up"।
- ↑ Hasan, Mushirul (মার্চ ১৩, ২০১৯)। Legacy of a Divided Nation: India's Muslims From Independence To Ayodhya। আইএসবিএন 9780429721212।
- ↑ ক খ "Member bioprofile"।
- ↑ "Maulana Ishaq Sambhali"।