বিষয়বস্তুতে চলুন

নাজমুল হাসান (ক্বারী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্বারী নাজমুল হাসান
জন্ম (1984-01-10) ১০ জানুয়ারি ১৯৮৪ (বয়স ৪০)
জাতীয়তা বাংলাদেশ
পেশাশিক্ষক
কর্মজীবন২০০০–বর্তমান
প্রতিষ্ঠানতাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা
পরিচিতির কারণবিশ্বজয়ী হাফেজদের শিক্ষক ও ক্বারী
আদি নিবাসবরুড়া কুমিল্লা
টেলিভিশনএনটিভি, মাই টিভি, একুশে টিভি, এটিএন বাংলা
উত্তরসূরীহুযাইফা হাসান
পিতা-মাতা
  • ইসহাক (পিতা)
  • জাহানারা (মাতা)
পুরস্কারপবিত্র কোরআন পদক, ইরান ও মালয়েশিয়া

ক্বারী নাজমুল হাসান বিভিন্ন সময়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি কুরআনে হাফেজ ও ক্বারী।[] তিনি আন্তর্জাতিক পবিত্র কোরআন পদক প্রাপ্ত অসংখ্য হাফেজে কুরআনদের শিক্ষক। [][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হাফেজ ক্বারী নাজমুল হাসান ১০ জানুয়ারি ১৯৮৪ সালে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নতলা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি মাত্র ২ বছরে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন এবং ১৭ বছর বয়সে আন্তর্জাতিক হাফেজ ও ক্বারী স্বীকৃতি পান।[]

শিক্ষা ও কর্মজীবন

[সম্পাদনা]

ক্বারী নাজমুল হাসান ঢাকার চকবাজারে অবস্থিত সাত রওজা হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজ ও কিরাত সম্পন্ন করেন। এবং দুই হাজার ছয় সালে তিনি তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এখানেই প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[] এ ছাড়াও তিনি বাংলাদেশ আন্তর্জাতিক ক্বারী সমিতির বর্তমান সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।[]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

ক্বারী নাজমুল হাসান ২০১২ সালে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৫ম স্থান,[] ও ২০১৩ সালে মালয়েশিয়া আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করে।[]

উল্লেখযোগ্য ছাত্র

[সম্পাদনা]

হাফেজ ক্বারী নাজমুল হাসানের পবিত্র কোরআন পদক প্রাপ্ত কয়েকজন উল্লেখযোগ্য ছাত্র।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ক্বারী নাজমুল হাসান ও হাফেজ ত্বকী বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত"jagonews24.com। jagonews24। ২১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ 
  2. "Bangladeshi best in recitation"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ জুলাই ২০১৩। ১৮ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯ 
  3. "১০৩ দেশের প্রতিযোগীর মাঝে দ্বিতীয় বাংলাদেশের খুদে হাফেজ শিহাব"দৈনিক নয়াদিগন্ত 
  4. "iranians worlds best quran reciters."defence। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "বাংলাদেশ ক্বারী সমিতির কমিটি গঠন"dailyinqilab.com। ২৩ জানুয়ারি ২০১৯। 
  6. "তেহরানে আন্তর্জাতিক কোরান প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের দ্বিতীয় স্থান লাভ"bn.abna24.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "Winners of 29th Int'l Quran Contest Awarded."iqna.ir [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "বাংলাদেশের হাফেজ আব্দুল্লাহ আল মামুন বিশ্বসেরা"jugantor.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "মিসরে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির প্রথম স্থান"jugantor.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছে শিশু হাফেজ শিহাব"rtvonline.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]