বেলায়েত হুসাইন
শায়খুল কুরআন, ক্বারী বেলায়েত হুসাইন | |
---|---|
সভাপতি, নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ | |
অফিসে ১৯৮৪ – ২০১৭ | |
অধ্যক্ষ, জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম জাফরাবাদ | |
অফিসে ১৯৪৮ – ১৯৫৫ | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৯১০ |
মৃত্যু | ২৪ জুন ২০১৭ |
সমাধিস্থল | নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা, চাঁদপুর |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | বাংলাদেশী |
পিতামাতা |
|
জাতিসত্তা | বাঙালি |
যুগ | বিংশ শতাব্দী |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | কুরআন গবেষণা |
উল্লেখযোগ্য ধারণা | নূরানী শিক্ষা পদ্ধতি |
যেখানের শিক্ষার্থী | |
ঊর্ধ্বতন পদ | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন
| |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
বেলায়েত হুসাইন (১৯১০ — ২০১৭) ছিলেন একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত, হানাফি সুন্নি আলেম, কারী, শিক্ষাবিদ এবং গবেষক। তিনি নূরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক এবং নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন।[১][২][৩][৪][৫]
জন্ম ও বংশ
[সম্পাদনা]বেলায়েত হুসাইন ১৯১০ সালে চাঁদপুর জেলার অন্তর্গত শাহারাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুরের (বর্তমানে বেলায়েত নগর) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুনশী আব্দুল জলীল এবং মা সাইয়েদা খাতুন। তিন বছর বয়সে তার বাবা মারা যান এবং ছয় বছর বয়সে তার মা মারা যান।[৬]
শিক্ষা জীবন
[সম্পাদনা]তিনি ফরিদগঞ্জের বারোপাইকা মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর পার্শ্ববর্তী ইসলামিয়া মাদ্রাসায় মাধ্যমিক পড়াশোনা সমাপ্ত করেন। ১৯৪৬ সালে ঢাকার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসায় দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। এখানে তার শিক্ষকদের মধ্যে রয়েছে: শামসুল হক ফরিদপুরী, মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী সহ প্রমুখ।[৬]
কর্ম জীবন
[সম্পাদনা]শামসুল হক ফরিদপুরীর পরামর্শে তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম জাফরাবাদ মাদ্রাসার মুহতামিমের (অধ্যক্ষ) দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর তিনি এটিকে দাওরায়ে হাদিসে (মাস্টার্স) উন্নীত করেন। এছাড়াও তিনি ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়ার সহ-প্রতিষ্ঠাতা।[৬]
তিনি প্রায় ৬০ বছর গবেষণা করে “নূরানী শিক্ষা পদ্ধতি” আবিষ্কার করেন।[৭]
মোহাম্মদ উল্লাহ হাফেজ্জীর পরামর্শে ১৯৮১ সালে তিনি ঢাকায় নূরানী কেন্দ্রের কাজ শুরু করেন এবং ১৯৮৪ সালে নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তিনি এই বোর্ডের সভাপতি ছিলেন।[৮]
চাঁদপুরে নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন।[৮]
তাকে মরণোত্তর শায়খুল কুরআন উপাধিতে ভূষিত করা হয়েছে।[৬]
মৃত্যু
[সম্পাদনা]২০১২ সাল থেকে ব্রেন স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে তিনি শয্যাশায়ী ছিলেন। ২০১৭ সালের ২৪ জুন ঢাকার মোহাম্মদপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন।[৯] তারাবীর নামাযের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। চাঁদপুরে তার প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।[৮]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ড. রফিক আহমদ, প্রফেসর (২৫ নভেম্বর ২০১৯)। "ইসলামের মৌলিক শিক্ষার প্রসারে ফুরকানিয়া মাদরাসার অবদান"। কালের কণ্ঠ।
- ↑ ডেস্ক, ইনকিলাব (২৫ জুন ২০১৭)। "দেশবরেণ্য আলমে দ্বীন মাওলানা ক্বারী বেলায়েত হুসেন এর ইন্তেকাল"। দৈনিক ইনকিলাব।
- ↑ "প্রখ্যাত ক্বারী বেলায়েত হোসেন আর নেই"। বাংলা ট্রিবিউন। ২০১৭-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬।
- ↑ "নূরানী তা.লিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা"। দৈনিক আমাদের সময়। ২৮ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬ – www.amadershomoy.com-এর মাধ্যমে।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নূরানী তা'লিমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬।
- ↑ ক খ গ ঘ "শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহঃ) এর পরিচিতি, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ"। nooraniboard.com। ২০২০-০২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬।
- ↑ "নূরানী পদ্ধতী, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ"। nooraniboard.com। ২০২০-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬।
- ↑ ক খ গ তায়্যিব, মুহাম্মাদ তাওহীদুল ইসলাম (জানুয়ারি ২০২০)। "কুরআনের খেদমতে নিবেদিতপ্রাণ মনীষী-১ : হযরত মাওলানা কারী বেলায়েত হুসাইন রাহ."। মাসিক আলকাউসার।
- ↑ "প্রখ্যাত ক্বারী বেলায়েত হোসেন আর নেই | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। ২০১৭-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- মুহাম্মদ মাসীহ উল্লাহ, মাওলানা। নূরানীর ইতিকথা। মোহাম্মদপুর, ঢাকা: নূরানী প্রকাশনী।
- হাবীবুল্লাহ, মাওলানা (অক্টোবর ২০২০)। "কারী মাওলানা বেলায়েত হুসাইন রহ. এর সংক্ষিপ্ত জীবন ও কর্ম"। কওমিপিডিয়া।
- তায়্যিব, মুহাম্মাদ তাওহীদুল ইসলাম (জানুয়ারি ২০২০)। "কুরআনের খেদমতে নিবেদিতপ্রাণ মনীষী-১ : হযরত মাওলানা কারী বেলায়েত হুসাইন রহঃ"। মাসিক আল কাউসার।
- শাইখুল কুরআন