বিষয়বস্তুতে চলুন

নাজির আহমদ কাসেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুফতি নাজির আহমদ কাসেমি
উপাধিদারুল উলুম রহিমিয়া-এর প্রধান মুফতি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1965-06-01) ১ জুন ১৯৬৫ (বয়স ৫৯)
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
যেখানের শিক্ষার্থীদারুল উলুম দেওবন্দ

নাজির আহমদ কাসেমি (نذیر احمد قاسمی; জন্ম: ১লা জুন ১৯৬৫) একজন কাশ্মীরি সুন্নি ইসলামী পণ্ডিত, বিচারক এবং দারুল উলুম রাহিমিয়াহ এর প্রধান মুফতি।[]

জীবনী

[সম্পাদনা]

নাজির আহমদ কাসেমি ১৯৬৫ সালের ১ জুন কিশ্তওয়ারের বঞ্জওয়াতে জন্মগ্রহণ করেন।[] তিনি দেওবন্দের আসগরিয়া মাদ্রাসায় কুরআন মুখস্থ করেন এবং মুজফ্ফরনগরের খাদিমুল উলুম মাদ্রাসায় আরবি ভাষার প্রাথমিক বই অধ্যয়ন করেন।[] তিনি দারুল উলুম দেওবন্দ থেকে ১৪০৪ সালে ঐতিহ্যবাহী দারসে নিজামী কোর্সে স্নাতক হন এবং এরপর এক বছরের জন্য ইফতা অধ্যয়ন করেন। তিনি পাটনার ইমরাতে শরিয়াতে ইসলামি আইনে বিশেষজ্ঞ ছিলেন।[] তার শিক্ষকদের মধ্যে রয়েছেন আব্দুল হক আজমি, সাঈদ আহমদ পালনপুরী এবং রিয়াসাত আলী বিজনুরি[]

পড়াশোনা শেষ করে তিনি দারুল উলুম রাহিমিয়ায় শিক্ষকতা শুরু করেন।[] তিনি সেখানে প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন।[] তিনি "অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড"-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং জম্মু ও কাশ্মীরের "মজলিসে ফিকহী"-এর সাধারণ সম্পাদক।[] তার ফতওয়া (ইসলামী আইন ভিত্তিক প্রশ্নোত্তর) গ্রেটার কাশ্মীরের (কাশ্মীরের একটি দৈনিক পত্রিকা) একটি সহ-প্রকল্প "কাশ্মীর উজমা"-তে প্রতি শুক্রবার নিয়মিত প্রদর্শিত হয়।[]

বিভিন্ন ইসলামী রায়

[সম্পাদনা]

২০১৭ সালের জুলাই মাসে কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী এক সম্মেলনে "পরিবেশ সংরক্ষণ ও ধর্মের ভূমিকা" ভাষণে তিনি বলেন,

জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সংরক্ষণ সমস্ত মানবজাতির জন্য একটি ধর্মীয় বাধ্যবাধকতা এবং পালন না করা সৃষ্টিকর্তার করুণার বিরুদ্ধাচরণ।[]

উর্দু ভাষা সম্পর্কে তিনি বলেন,

"উর্দু ভাষায় শিক্ষা, লেখা এবং দক্ষতা অর্জন করা এখানের (কাশ্মীর) সব মুসলমানদের উপর একটি ধর্মীয় বাধ্যবাধকতা।"[]

রচনাবলি

[সম্পাদনা]

তার রচনাবলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:[]

  • মির্জা কাদিয়ানি কে ঝুট
  • মির্জা কাদিয়ানা না মাহদী না মাসীহ
  • মির্জাইয়্যাত কা রদ্দ - উসূল আওর তরিকায়ে বেহস
  • ইসলাম আওর এইডস সে তাহাফফুজ কা তরীকাহ

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • আফতাব গাজী কাসেমি; আব্দুল হাসিব কাসেমি। "মুফতি নাজির আহমদ কাশ্মীরি"। ফুজালায়ে দেওবন্দ কী ফিকহী খিদমাত (ইসলামী আইনশাস্ত্রে দেওবন্দের স্নাতকদের সৌজন্যে) (উর্দু ভাষায়) (ফেব্রুয়ারি ২০১১) দেওবন্দ: কুতুবখানায়ে নাজিমিয়া। পিপি:৪২০-৪২১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mufti Nazir for social reformist groups"Greater Kashmir (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৩-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  2. Aftāb Ghāzi Qāsmi; Abdul Haseeb Qāsmi। Fuzala-e-Deoband Ki Fiqhi Khidmat [Services of the Graduates of Deoband in Islamic Jurisprudence] (Urdu ভাষায়) (February 2011 সংস্করণ)। পৃষ্ঠা 420-421। 
  3. "Mufti Nazir Qasmi to deliver Friday sermon at Qamarwari"Greater Kashmir (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  4. "CUK's 2-day international conference on conservation and role of religion begins"Kashmir Vision। ৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  5. Faiz Qāziābādi। Madāris awr Urdu [Madrassas and Urdu] (Urdu ভাষায়) (2019 সংস্করণ)। Delhi: Kitabi Dunya। পৃষ্ঠা 345। আইএসবিএন 978-93-84271-27-5