আব্দুর রাজ্জাক ইস্কান্দার
শায়খুল হাদিস, মাওলানা, ডক্টর আব্দুর রাজ্জাক ইস্কান্দার | |
---|---|
عبد الرزاق اسکندر | |
৪র্থ মুহতামিম, জামিয়া উলুমুল ইসলামিয়া | |
কাজের মেয়াদ ২ নভেম্বর ১৯৯৭ – ৩০ জুন ২০২১ | |
পূর্বসূরী | হাবিবুল্লাহ মুখতার |
৮ম আমির, আলমি মজলিস তাহাফফুজ খতমে নবুয়ত | |
কাজের মেয়াদ ২০১৫ – ৩০ জুন ২০২১ | |
পূর্বসূরী | আব্দুল মজিদ লুধিয়ানভি |
৭ম সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান | |
কাজের মেয়াদ ৫ অক্টোবর ২০১৭ – ৩০ জুন ২০২১ | |
পূর্বসূরী | সলিমুল্লাহ খান |
৯ম সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান | |
কাজের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০০১ – ৫ অক্টোবর ২০১৭ | |
পূর্বসূরী | হাসান জান |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৯৩৫ |
মৃত্যু | ৩০ জুন ২০২১ | (বয়স ৮৫–৮৬)
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | পাকিস্তানি |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
যেখানের শিক্ষার্থী |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
আব্দুর রাজ্জাক ইস্কান্দার (১৯৩৫ – ৩০ জুন ২০২১; উর্দু: عبد الرزاق اسکندر) ছিলেন একজন পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত এবং লেখক। তিনি জামিয়া উলুমুল ইসলামিয়ার মুহতামিম, আলমি মজলিস তাহাফফুজ খতমে নবুয়তের আমির এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ছিলেন। তিনি দারুল উলুম করাচী, জামিয়া উলুমুল ইসলামিয়া, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার রচনার মধ্যে আত তরিকত আল আসরিয়াহ এবং তাহাফফুজে মাদারিস অন্যতম।
জীবনী
[সম্পাদনা]আব্দুর রাজ্জাক ১৯৩৫ সালে অ্যাবোটাবাদ জেলার কোকালের একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন।[১] শুরুতে তিনি হরিপুরের মাদ্রাসা দারুল উলুম ছোহর শরিফ এবং আহমেদ আল মাদ্রাসা সিকান্দারপুরে পড়াশোনা করেন। পরে তিনি দারুল উলুম করাচীতে ভর্তি হন। ১৯৫৬ সালে তিনি জামিয়া উলুমুল ইসলামিয়া থেকে দাওরায়ে হাদিস (স্নাতক) সমাপ্ত করেন। তিনি জামিয়া উলুমুল ইসলামিয়ার দাওরায়ে হাদিসের প্রথম ছাত্র ছিলেন।[১][২] এরপর ১৯৬২ সালে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চার বছর ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন। ১৯৭২ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।[১] তিনি মুহাম্মদ ইউসুফ লুধিয়ানভির খলিফা ছিলেন। তার শিক্ষকদের মধ্যে মুহাম্মদ ইউসুফ বিন্নুরী এবং ওয়ালি হাসান টঙ্কি অন্যতম।[১]
১৯৫৫ সালে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন।[১] তিনি নিজামুদ্দিন শামজাইয়ের মৃত্যুর পর জামিয়া উলুমুল ইসলামিয়ার শায়খুল হাদিস এবং ১৯৯৭ সালে হাবিবুল্লাহ মুখতারের মৃত্যুর পর অত্র প্রতিষ্ঠানটির মুহতামিম নিযুক্ত হন।[৩][৪] ১৯৯৭ সালে তাকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ২০০১ সালে সহ-সভাপতি করা হয়। সলিমুল্লাহ খানের মৃত্যুর পর তিনি নয় মাসের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ৫ অক্টোবর তিনি সংস্থাটির সভাপতি নিযুক্ত হন।[১]
১৯৮১ সালে তিনি আলমি মজলিস তাহাফফুজ খতমে নবুয়তের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে সৈয়দ নাফিস আল-হুসাইনির মৃত্যুর পর তিনি সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির নিযুক্ত হন। ২০১৫ সালে আব্দুল মজিদ লুধিয়ানভির মৃত্যুর পর তিনি সংগঠনটির আমির মনোনীত হন।[১] তিনি ইত্তেহাদে তানজিমাত মাদারিস পাকিস্তানের সভাপতির দায়িত্বও পালন করেন।[৫]
২০১৬ সালের আগস্টে বার্মিংহাম কেন্দ্রীয় মসজিদে একটি আলোচনায় তিনি বলেছিলেন, ‘ইসলাম সম্পূর্ণ এবং এর মানে হল এতে কিছু যোগ করা, অপসারণ বা পরিবর্তন করা যাবে না’। তিনি বলেছিলেন, ‘খতমে নবুয়তের বিরোধিতাকারীরা মুহাম্মদ স. থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে।’[৬]
তিনি ২০২১ সালের ৩০ জুন করাচীতে মৃত্যুবরণ করেন।[৭][৮] তার মৃত্যুতে কামার জাভেদ বাজওয়া, শেহবাজ শরীফ, ফজলুর রহমান, সুজাত হুসাইন, চৌধুরী পারভেজ এলাহী, ইমরান ইসমাইল, সৈয়দ মুস্তফা কামাল, আনিস কাইমখানি প্রমুখ শোক প্রকাশ করেছেন।[২][৪][৮]
সাহিত্যকর্ম
[সম্পাদনা]তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:[১][৯]
- আত তরিকত আল আসরিয়াহ (২ খণ্ড) (এই বইটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।)
- মুশাহিদাত ওয়া তাআসসুরাত : আলমে ইসলামি কি চান্দ শাখছিয়্যাত কা তাজকিরাহ
- তাহাফফুজে মাদারিস আওর উলামা ওয়া তুলাবা সে চান্দ বাতেন
- তাবলিগি জামাত এবং এর দাওয়াতের নীতি ও পদ্ধতি
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "মাওলানা আব্দুর রাজ্জাক ইস্কান্দার কে?"। এলার্ট (উর্দু ভাষায়)। ২১ মার্চ ২০২০। ১০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- ↑ ক খ "বেফাকুল মাদারিসের সভাপতি আব্দুর রাজ্জাক ইস্কান্দারের মৃত্যু"। ১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১।
- ↑ ইমতিয়াজ আলী (৩০ জুন ২০২১)। "বিশিষ্ট আলেম ও জামিয়া বিন্নুরীয়ার প্রধান মাওলানা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন"। ডন। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- ↑ ক খ "জামিয়া বিন্নুরীয়া নিউ টাউনের সুপার মাওলানা আব্দুর রাজ্জাক মারা গেছেন"। জিও টিভি। ৩০ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- ↑ মোজাফফর ইজাজ (১৯ ফেব্রুয়ারি ২০২০)। "মাদ্রাসা ও বেফাকুল মাদারিস"। জাসারাত.কম। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ "ইসলামে সংযোজনের কোনো প্রয়োজন নেই – মাওলানা আব্দুর রাজ্জাক"। জিও টিভি (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- ↑ "জামিয়া উলুমুল ইসলামিয়ার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক ইস্কান্দার ইন্তেকাল করেছেন"। সামা টিভি (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- ↑ ক খ আমির খান (৩০ জুন ২০২১)। "প্রখ্যাত ইসলামি পণ্ডিত মাওলানা আব্দুর রাজ্জাক ইস্কান্দার ইন্তেকাল করেছেন"। দি এক্সপ্রেস ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১।
- ↑ "ওয়ার্ল্ডক্যাটে আব্দুর রাজ্জাক ইস্কান্দারের প্রোফাইল"। ওয়ার্ল্ডক্যাট। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- ২০২১-এ মৃত্যু
- ১৯৩৫-এ জন্ম
- দেওবন্দি ব্যক্তি
- দারুল উলুম করাচির প্রাক্তন শিক্ষার্থী
- জামিয়া উলুমুল ইসলামিয়ার প্রাক্তন শিক্ষার্থী
- সুন্নি ইসলামের পণ্ডিত
- হানাফি ফিকহ পণ্ডিত
- ২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত
- ইসলামি ব্যক্তিত্ব
- করাচির ব্যক্তি
- মুসলিম ধর্ম প্রচারক
- পাকিস্তানি সুন্নি মুসলিম
- পাকিস্তানি সুন্নি মুসলিম পণ্ডিত
- পাকিস্তানি ইসলাম ধর্মীয় নেতা
- আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- আলমি মজলিস তাহাফফুজ খতমে নবুয়তের আমির
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি
- অ্যাবোটাবাদ জেলার ব্যক্তি
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সদস্য