মুহাম্মদ আবদুল ওয়াহহাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাজী মুহাম্মদ আবদুল ওয়াহহাব
حاجی محمد عبد الوہاب
তাবলিগ জামাত, পাকিস্তানের আমির
অফিসে
১৯৯২ – ২০১৮
পূর্বসূরীহাসিব নজর
উত্তরসূরীনজরুর রহমান
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯২৩-০১-০১)১ জানুয়ারি ১৯২৩[১]
মৃত্যু১৮ নভেম্বর ২০১৮(2018-11-18) (বয়স ৯৫)[২]
ধর্মইসলাম
জাতীয়তাব্রিটিশ ভারত (১৯২৩-৪৭)
পাকিস্তান (১৯৪৭-২০১৮)
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহদাওয়াত ও তবলিগ
যেখানের শিক্ষার্থীইসলামিয়া কলেজ, লাহোর
মুসলিম নেতা

হাজী মুহাম্মদ আবদুল ওয়াহহাব (উর্দু: حاجی محمد عبد الوہاب‎‎; ১৯২৩ — ২০১৮)[২] একজন ইসলাম ধর্ম প্রচারক যিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ছিলেন।[৩]

প্রারম্ভিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

আবদুল ওয়াহহাব ১৯২৩ সালে ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত কর্নাল জেলার এবং রাজপুত গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি লাহোরের ইসলামিয়া কলেজে লেখাপড়া করেন। স্নাতক শেষে তিনি অবিভক্ত ভারতে তহসিলদার হিসাবে কাজ করেন। যুবক বয়সে তিনি মজলিস-ই-আহরার-ই-ইসলামের পক্ষেও কাজ করেন[৪] এবং আবদুল কাদির রায়পুরি (১৮৭৮ – ১৯৬২) দ্বারা প্রভাবিত হন। তিনি মজলিস-ই-আহরার-ই ইসলাম, বুরেওয়ালার সভাপতি ছিলেন।

পেশা[সম্পাদনা]

তাবলীগ জামাত[সম্পাদনা]

তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভীর জীবনকালে তিনি তাবলিগ জামাতের সাথে যুক্ত ছিলেন। ১৯৪৪ সালের ১ জানুয়ারি তিনি নিজামউদ্দিন মার্কাজে পৌঁছান। তিনি ছয় মাস মুহাম্মদ ইলিয়াস কান্ধলভির সান্নিধ্য পেয়েছিলেন। তাবলিগে তার সময় এবং প্রচেষ্টা নিবেদনের জন্য তিনি চাকরি ছেড়ে দেন, তিনি পাকিস্তানের সেই প্রথম পাঁচজন ব্যক্তির মধ্যে ছিলেন যারা তাদের পুরো জীবনকে তাবলিগের কাজে ব্যয় করেছেন।[৪] তিনি ছিলেন মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভী, ইউসুফ কান্ধলভী এবং ইনামুল হাসান কান্ধলভির প্রত্যক্ষ সহচর। মুহাম্মদ শফি কুরাইশি (১৯০৩-১৯৭১) পাকিস্তানের তাবলীগী জামাতের প্রথম নিয়মিত আমির যিনি হাজী মুহাম্মদ বশির (১৯১৯-১৯৯২) দ্বারা স্থলাভিষিক্ত হন। আবদুল ওয়াহহাব পাকিস্তানের তৃতীয় নিয়মিত আমির হিসাবে বশিরের স্থলাভিষিক্ত হন।[৪] তিনি দেশের প্রধান কেন্দ্র রাইওয়ান্ড মারকাজে ছিলেন, যেখানে তিনি একটি শুরার (কাউন্সিল) প্রধান ছিলেন। তিনি ভারতের দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত আলমি শুরারও সদস্য ছিলেন।[৫]

তিনি তাঁর পরামর্শদাতা শাইখ আবদুল কাদির রায়পুরির[৬] মাধ্যমে তাসাউফের শিক্ষা অর্জন করেছেন।

পাকিস্তানি তালেবানদের সঙ্গে সমঝোতা[সম্পাদনা]

অক্টোবর ২০১৩ তে জানা যায় যে, পাকিস্তানি তালেবানদের সাথে সমঝোতার জন্য হাজী আবদুল ওয়াহাবের নামটি লয়া জিরগার (আফগানিস্তানের আইনসভা) প্রধানের নিকট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।[৭] ২০১৪ সালের ফেব্রুয়ারিতে একটি কমিটির সাথে আলোচনার জন্য বিভিন্ন গ্রুপের টিটিপি কমান্ডাররা সরকারি শান্তি কমিটিতে হাজী আবদুল ওয়াহহাব, মাওলানা সামিউল হক, আবদুল কাদির খান এবং অন্যান্য নেতাদের নাম যুক্ত করার সুপারিশ করেছিলেন।[৮][৯]

সম্মাননা[সম্পাদনা]

২০১৪/২০১৫ অনুসারে, তাবলিগ জামাতে তার নেতৃত্বের জন্যে এবং শীর্ষস্থানীয় ব্যক্তি হিসেবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমেরর মধ্যে ১০ম স্থান দখল করেন।[১০]

মৃত্যু[সম্পাদনা]

হাজী আবদুল ওয়াহাব ১৮ নভেম্বর ২০১৮ তে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লাহোরে মৃত্যুবরণ করেন। পরের দিন রায়ওয়ান্ডের তাবলিগের মারকাজ (সদর দফতর) সংলগ্ন একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর জানাজায় প্রায় ১৪ লক্ষ মানুষ অংশ নিয়েছিল।[১১][১২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Amir Hajji Muhammad Abd Al Wahhab (Rajput Chohan) from Saharanpur India"। The Muslim 500। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫ 
  2. "Tableeghi Jamaat Ameer Haji Abdul Wahab passes away"thenews.pk। ১৮ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮ 
  3. "Hajji Mohammed Abdul-Wahhab"The Muslim 500 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০১ 
  4. Hafiz Safwan Muhammad। An Introduction to the Personalities  In Muhammad Manzur Nu'mani (২০০১)। Words and Reflections of Maulana Muhammad Ilyas 
  5. Asim, Mahmood (২১ মার্চ ২০১৪)। "Demise of Tablighi Jamaat Ameer spread sadness among Muslims"TwoCircles.net 
  6. Shah, Syed Talha (২০১৮-১১-২৩)। "Remembering Haji Abdul Wahhab"Daily Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৪ 
  7. Shabab, Rehmat Ullah (২৭ অক্টো ২০১৩)। "حکومت کا طالبان سے مذاکرات کی تیاری ، تجاویز کیلئے لویہ جرگہ بلانے کا فیصلہ، لویہ جرگہ کی صدارت کیلئے تبلیغی مبلغ حاجی عبدالوہاب کا نام تجویز"Urdu Point (Urdu ভাষায়)। 
  8. "Third session of Taliban committee: consultations among TTP factions underway"Dunya News। ১ ফেব্রু ২০১৪। 
  9. Shabab, Rehmat Ullah (১ ফেব্রু ২০১৪)। "کالعدم تحریک طالبان کے تین رکنی مشاورتی کمیٹی کے اجلاسوں کا سلسلہ اج تیسرے روز بھی جاری رہا"BBC Urdu (Urdu ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২০ 
  10. "Amir Hajji Muhammad Abd Al Wahhab"The Muslim 500। Royal Islamic Strategic Studies Centre। 
  11. "Tableeghi Jamaat Ameer Haji Abdul Wahab laid to rest in Raiwind"Geo News। ১৮ নভে ২০১৮। 
  12. "Tableeghi Jamaat Ameer Haji Abdul Wahab laid to rest"The News। ১৮ নভে ২০১৮।