বিষয়বস্তুতে চলুন

গোলাম গাউস হাজারভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুলাম গাওস হাজারভি
এম এন এ
পাকিস্তানের জাতীয় পরিষদ
কাজের মেয়াদ
১৯৭২ – ১৯৭৭
সংসদীয় এলাকাএনএ-৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮৯৬
মৃত্যু৪ ফেব্রুয়ারি ১৯৮১
জাতীয়তা পাকিস্তান
রাজনৈতিক দলজমিয়ত উলামায়ে ইসলাম (জে ইউ আই)
পেশারাজনীতিবিদ
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
যেখানের শিক্ষার্থীদারুল উলুম দেওবন্দ
মাজাহির উলুম সাহারানপুর

গোলাম গাউস হাজারভি (১৮৯৬ - ৪ ফেব্রুয়ারি ১৯৮১) একজন পাকিস্তানি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ যিনি ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় সংসদের সদস্য ছিলেন।[]

প্রাথমিক শিক্ষা

[সম্পাদনা]

তিনি ১৮৯৬ সালে মনসেহরার হাযারায় জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম হাকিম সৈয়দ গুল। ১৯১৪ সালে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিতার নিকট প্রাথমিক ধর্মীয় শিক্ষা লাভ করেন। অতপর উচ্চশিক্ষা লাভের জন্য ১৯১৫ সালে দারুল উলুম দেওবন্দে যান। সেখানে মাহমুদুল হাসান দেওবন্দির অধিনে পড়ালেখা করেন। অতপর ১৩৩৭ হিজরিতে আনোয়ার শাহ কাশ্মিরির নিকট দাওরায়ে হাদিস (সমমান এমএ) অধ্যয়ন করে হাদিসের সনদ অর্জন করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "12TH NATIONAL ASSEMBLY FROM 1972 TO 1977" (পিডিএফ)www.na.gov.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]