মনজুর আহমদ চিনিওটি
অবয়ব
মনজুর আহমদ চিনিওটি | |
---|---|
مولانا منظور احمد چنیوٹی | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
মৃত্যু | ২৭ জুন ২০০৪ শরিফ মেডিকেল কমপ্লেক্স | (বয়স ৭২)
মৃত্যুর কারণ | কিডনিতে ব্যধি |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | পাকিস্তান |
সন্তান | ইলিয়াস চিনিওটি |
পিতামাতা |
|
আখ্যা | সুন্নি |
আন্দোলন | খতমে নবুয়ত |
যেখানের শিক্ষার্থী | সিন্ধ মাদ্রাসাতুল ইসলাম বিশ্ববিদ্যালয় জামিয়া তালিমুল কুরআন রাওয়ালপিন্ডি |
সদস্য: পাঞ্জাব প্রাদেশিক পরিষদ | |
কাজের মেয়াদ ১৯৮৫ – ১৯৮৮ | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
কাজের মেয়াদ ১৯৯৭ – ১৯৯৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | জমিয়ত উলামায়ে ইসলাম |
জীবিকা | ইসলামি পণ্ডিত রাজনীতিবিদ লেখক |
প্রতিষ্ঠান | জামিয়া আরাবিয়া চিনিওট জামিয়াতুল মদিনা |
এর প্রতিষ্ঠাতা | জামিয়া আরাবিয়া চিনিওট ইদারা মারকাজিয়া দাওয়াত ও ইরশাদ |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
মাওলানা মনজুর আহমদ চিনিওটি (উর্দু ; مولانا منظور احمد چنیوٹی) (৩১ ডিসেম্বর ১৯৩১ – ২৭ জুন ২০০৪) ছিলেন একজন পাকিস্তানি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও লেখক। [১]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]মনজুর আহমদ চিনিওটি সিন্ধ মাদরাসাতুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং জামিয়া তালিমুল কুরআন রাওয়ালপিন্ডি থেকে পড়াশোনা করেছেন। তিনি জামিয়া আরাবিয়া চিনিওট প্রতিষ্ঠা করেন। [২]
রাজনৈতিক
[সম্পাদনা]তিনি তার নিজের শহরে কাউন্সিলর হয়েছিলেন এবং ১৯৯৩ সালে চিনিওট পৌর কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৮৫, ১৯৮৮ এবং ১৯৯৭ সালে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন। [২][৩]
তিনি আন্তর্জাতিক খতমে নবুওত আন্দোলনের কেন্দ্রীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। [২]
তিনি জামিয়াতুল-মদীনায় ভিজিটিং প্রফেসরের দায়িত্বও পালন করেছেন। [২]
মৃত্যু
[সম্পাদনা]তিনি ২৭ জুন ২০০৪ সালে মারা যান। [৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ امجد عثمانی। "یہ ہیں مولانا منظور احمد چنیوٹی .......!!!!"। dailypakistan.com.pk। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ ক খ গ ঘ "CHINIOT: Maulana Chinioti passes away"। dawn.com। ২৮ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "PTI vs PML-N: Tough competition ahead"। nation.com.pk। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ علی سلمان (২৮ জুন ২০০৪)। "مولانا منظور احمد چنیوٹی چل بسے"। bbc.com। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।