বিষয়বস্তুতে চলুন

কাসিম সেমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাসিম সেমা
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯২০
মৃত্যু২০০৭
ধর্মইসলাম
জাতীয়তাদক্ষিণ আফ্রিকা
আখ্যাসুন্নি

কাসিম মোহাম্মদ সেমা (১২ মে ১৯২০ – ৯ জুন ২০০৭) ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান সুন্নি মুসলিম পণ্ডিত, যিনি দক্ষিণ আফ্রিকায় প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সম্ভবত সেটি ছিল প্রথম মাদ্রাসা, যেটি শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ব্যবহার করে।

জীবনী

[সম্পাদনা]

কাসিম মোহাম্মদ সেমা ১৯২০ সালের ১২ই মে নিউক্যাসেলে জন্মগ্রহণ করেন।[] তিনি ১৯৪২ সালের অক্টোবরে জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন ডাভেল থেকে ঐতিহ্যবাহী দারসে নিজামিতে স্নাতক পাশ করেন।[] তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মুহাম্মদ ইউসুফ বিন্নুরী

সেমা ২৩ বছর ওয়াসব্যাঙ্কে শিক্ষকতা করেছেন এবং ১৯৬৮ সালে নিউক্যাসেল মুসলিম সম্প্রদায়ের প্রধান হিসাবে নিউক্যাসেলে ফিরে আসেন।[] ওয়াসব্যাঙ্কে তার কর্মজীবনের সময়, তিনি একটি "মাদ্রাসা পাঠ্যক্রম" প্রণয়ন করেন, যা জামিয়াতুল উলামা নাতাল প্রদেশের জন্য ১৯৬৭ সালে একক মাদ্রাসা পাঠ্যসূচী হিসাবে বেছে নিয়েছিল।[]

সেমা দক্ষিণ আফ্রিকায় বোর্ডিং সুবিধাসহ একটি ইসলামি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন এবং[] ১৯৭৩ সালের ১৩ই মে নিউক্যাসেলে প্রথম ইংরেজি মাধ্যম "মাদ্রাসা" হিসেবে দারুল উলূম মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে সফল হন। মাদ্রাসাটিকে দক্ষিণ আফ্রিকার প্রথম দেওবন্দী মাদ্রাসা বলা হয়।[]

সেমা ২০০৭ সালের ৯ই জুন মারা যান এবং তার জানাজায় প্রায় ৪,০০০ মানুষ উপস্থিত ছিলেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Reviving Islam in South Africa: Mawlana Cassim Mohammed Sema | IlmGate" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৯ 
  2. Andrew Booso (২০১৯-১০-০৩)। "[Book Review Essay] Brannon D. Ingram, Revival from Below: The Deoband Movement and Global Islam | Reviewed by Andrew Booso"Maydan (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৯