শাহ আহরারুজ্জামান
শাহ আহরারুজ্জামান | |
---|---|
![]() | |
মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | |
কাজের মেয়াদ ১৯৭৪ – ১৯৭৪ | |
উত্তরসূরী | শামসুদ্দীন কাসেমী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৩৩ হবিগঞ্জ |
মৃত্যু | ১৬ মার্চ ১৯৯৫ | (বয়স ৬১–৬২)
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ |
প্রাক্তন শিক্ষার্থী | |
ব্যক্তিগত তথ্য | |
পিতামাতা |
|
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | রাজনীতি |
ঊর্ধ্বতন পদ | |
শিক্ষক | মুহাম্মদ শফি উসমানি |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
![]() |
![]() |
শাহ আহরারুজ্জামান (১৯৩৩ – ১৯৯৫) ছিলেন একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ। তিনি স্বাধীন বাংলাদেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রথম মহাসচিব ছিলেন।[১]
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
আহরারুজ্জামান ১৯৩৩ খ্রীষ্টাব্দে শ্রীহট্ট জেলার হবিগঞ্জ মহকুমার বানিয়াচং থানার গুণই গ্রামের শাহ বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শাহ মুহম্মদ আমীর।
শিক্ষা[সম্পাদনা]
তিনি ১৯৪৪ সালে করিমগঞ্জ মহকুমার বদরপুর ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হন। ১৯৪৭ সালে তিনি নবীগঞ্জের জামেয়া ইসলামিয়া ইমামবাড়ী মাদ্রাসায় ভর্তি হয়ে চার বছর লেখাপড়া করেন। ১৯৫১ সালে দারুল উলুম দেওবন্দে গমন করেন। তিনি দুইবার দারুল উলুম দেওবন্দে সিলেটি ছাত্রদের সংগঠন জমিয়তে তোলাবার দুইবার সাধারণ সম্পাদক ও একবার সভাপতি নির্বাচিত হন। ১৯৫৮ সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হন। ১৯৬১ সালে তিনি শফি উসমানির কাছ থেকে ফতোয়ার প্রশিক্ষণ লাভ করেন। ১৯৬৪ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।[২]
কর্মজীবন[সম্পাদনা]
শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি ১৯৬২ সালে করাচির মাহমুদাবাদ জামে মসজিদের ইমাম, খতিব এবং তৎসংলগ্ন মাদ্রাসার সদর মোদাররেছের দায়িত্ব পালনের মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। ১৯৬৪ সালে মদিনা গমনের পর ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি গুণই ফয়জে আম মাদ্রাসা পরিচালনার দায়িত্বভার গ্রহন করেন। তিনি ১৯৭৪ সালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। ১৯৭৯ সালে তিনি ইংল্যান্ড গমন করেন। রাজধানী লন্ডনে তিনি জামেয়া ইসলামিয়ার প্রধান মুফতি ছিলেন।
মৃত্যুবরণ[সম্পাদনা]
তিনি ১৯৯৫ সালের ১৬ মার্চ লন্ডনে মৃত্যুবরণ করেন।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ পরিচিতি ও কর্মসূচি (পিডিএফ)। পুরানা পল্টন, ঢাকা-১০০০: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ২০১৬। পৃষ্ঠা ২৯। ১৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২২।
- ↑ হাকিম, লুকমান (৩ মার্চ ২০২০)। "শাহ আহরারুজ্জামানের সংক্ষিপ্ত জীবনী"। কওমিপিডিয়া।
- ১৯৩৩-এ জন্ম
- ১৯৯৫-এ মৃত্যু
- দেওবন্দি ব্যক্তি
- দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শিক্ষার্থী
- দারুল উলুম করাচির প্রাক্তন শিক্ষার্থী
- সুন্নি ইসলামের পণ্ডিত
- হানাফি ফিকহ পণ্ডিত
- ২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত
- হবিগঞ্জ জেলার রাজনীতিবিদ
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের রাজনীতিবিদ
- সিলেট বিভাগের ইসলামি ব্যক্তিত্ব