মুহাম্মদ আদিল খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডক্টর মুহাম্মদ আদিল খান
আচার্য, জামিয়া ফারুকিয়া করাচি
অফিসে
২০১৭ – ২০২০
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯৫৭
মৃত্যু১০ অক্টোবর ২০২০
মৃত্যুর কারণগুপ্তহত্যা
ধর্মইসলাম
জাতীয়তাপাকিস্তানি
পিতামাতা
যুগআধুনিক
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
যেখানের শিক্ষার্থী

ডক্টর আদিল খান (১৯৫৭ – ১০ অক্টোবর ২০২০) ছিলেন একজন পাকিস্তানি ইসলামি পণ্ডিত যিনি জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম ছিলেন।[১]

জীবনী[সম্পাদনা]

আদিল খানের পিতার নাম সলিমুল্লাহ খান[২] তিনি ধর্ম নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।[৩]

তিনি জামিয়া ফারুকিয়া করাচির[২] আচার্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার শিক্ষক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।[৪] তিনি তারিখে পাকিস্তান নামে পাকিস্তানের ইতিহাস সম্পর্কিত একটি বই লিখেছিলেন।[৫]

২০২০ সালের সেপ্টেম্বরে, শাহরাহে কায়দীনে অনুষ্ঠিত আজমতে সাহাবা সম্মেলনে তিনি বলেছিলেন, যারা সাহাবাদের অপমান করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী আইনে মামলা হওয়া উচিত।[৬]

২০২০ সালের ১০ অক্টোবর , দারুল উলূম করাচী থেকে ফিরে আসার সময় তিনি কিছু মিষ্টি কেনার জন্য শাহ ফয়সাল কলোনির একটি শপিং সেন্টারের কাছে তার টয়োটা ভিগো গাড়িটি থামিয়েছিলেন।[ক] কিছু অজ্ঞাতনামা বন্দুকধারী গাড়িতে গুলি চালিয়ে পালিয়ে যায়।[২][৩] পরে তাকে লিয়াকত জাতীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করা হয়। সাঈদ গনি এই হামলার নিন্দা করেছেন এবং আদিল খানের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। গনি বলেছেন, “আলেমের উপর হামলা, সিন্ধু, বিশেষত করাচির পরিস্থিতি বিঘ্নিত করার ষড়যন্ত্র”।

পুরস্কার[সম্পাদনা]

তিনি ২০১৮ সালে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষায় পাঁচ তারকা র‍্যাংকিং পেয়েছেন। [৮]

আরও দেখুন[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. পুলিশ ভাষ্য অনুযায়ী, আদিল খানের সাথে আসা উমাইর এই হামলায় বেঁচে গিয়েছেন। আদিল খান গাড়িতে বসে ছিলেন, উমাইর মিষ্টি কিনতে বাইরে গিয়েছিলেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আততায়ীর গুলিতে নিহত মাওলানা ড. আদিল খান"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১ 
  2. "وزیراعلیٰ سندھ مراد علی شاہ نے جامعہ فاروقیہ کے مہتمم ڈاکٹر عادل خان پر قاتلانہ حملے کا نوٹس لے لیا۔"জিইও টিভি। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২০ 
  3. আলী, ইমতিয়াজ (১০ অক্টোবর ২০২০)। "জামিয়া ফারুকিয়ার প্রধান ও তার ড্রাইভার গুলিতে নিহত"ডন। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২০ 
  4. ডোগার, আফজল নাদিম (১০ অক্টোবর ২০২০)। "شاہ فیصل کالونی میں فائرنگ، معروف عالم دین مولانا عادل ساتھی سمیت شہید"দৈনিক ঝং 
  5. সিরাজ, মনিস (১০ অক্টোবর ২০২০)। "کراچی: فائرنگ سے جامعیہ فاروقیہ کے مہتمم مولانا عادل ڈرائیور سمیت جاں بحق"হাম নিউজ। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "صحابہؓ کی شان میں گستاخی کسی صورت برداشت نہیں، عظمت صحابہؓ کانفرنس سے علما کا خطاب"এক্সপ্রেস নিউজ। ১১ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২০ 
  7. "খ্যাতিমান আলেম মাওলানা আদিল খান করাচিতে গুলিবিদ্ধ"দ্যা নিউজ ইন্টারন্যাশনাল। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২০ 
  8. "کراچی میں شہید کیے گئے مولانا عادل خان کون تھے؟"jang.com.pk। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • ভিডিও –– আজমতে সাহাবা সম্মেলনে আদিল খানের বক্তব্য