দারুল উলুম লন্ডন

স্থানাঙ্ক: ৫১°২৪′৫৯″ উত্তর ০°০৪′৫৪″ পূর্ব / ৫১.৪১৬৫° উত্তর ০.০৮১৬° পূর্ব / 51.4165; 0.0816
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দারুল উলুম লন্ডন
ঠিকানা
মানচিত্র
ফক্সব্যুরি এভিনিউ

, ,
বিআর৭ ৬এসডি

ইংল্যান্ড
স্থানাঙ্ক৫১°২৪′৫৯″ উত্তর ০°০৪′৫৪″ পূর্ব / ৫১.৪১৬৫° উত্তর ০.০৮১৬° পূর্ব / 51.4165; 0.0816
তথ্য
ধরনইসলামি শিক্ষা
দেওবন্দি প্রতিষ্ঠান
ধর্মীয় অন্তর্ভুক্তিইসলাম
প্রতিষ্ঠাকাল১৯৮৮ (1988)
স্থানীয় কর্তৃপক্ষব্রমলে লন্ডন বরো কাউন্সিল
শিক্ষা বিভাগ ইউআরএন১০১৬৯৫ ছক
অফস্টেডপ্রতিবেদন
লিঙ্গছেলে
বয়সসীমা১১ - ১৮
ভর্তি১৫৯ (২০১৮)[১]
ধারণক্ষমতা১৫৫ [১]
শিক্ষায়তন১০ একর (৪.০ হেক্টর)[২]
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটwww.darululoomlondon.co.uk

দারুল উলুম লন্ডন (আরবি: دار العلوم لندن) ইংল্যান্ডের বৃহত্তর লন্ডনের চিসলেহার্স্টে অবস্থিত একটি ইসলামি স্বতন্ত্র বোর্ডিং স্কুল । এটি ইংল্যান্ডে দারুল উলুম দেওবন্দের আদর্শ প্রচার করে যা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। [৩][৪]

বিদ্যালয়টি প্রতি বছর ৩,৫০০ পাউন্ড ফি নেয়।[৫] সকল ছাত্র বিদ্যালয়ের আবাসনে থাকেন ও প্রতি মাসে দুই বার তারা বাড়িতে যেতে পারেন এবং পিতামাতারা প্রায়শই তাঁদের দেখতে বিদ্যালয়ে আসেন। ২০১৭ ও ২০১৮ সালে এখানের ছাত্রসংখ্যা ২২৫ এ উন্নিত করা হয় এবং সর্বোচ্চ বয়স ২৫ করা হয়। তবে অফসটেড সুপারিশ করে যে, স্কুলে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা নিরসণ না করা পর্যন্ত এই অনুরোধ প্রত্যাখ্যান করা উচিত এবং তা ইতিমধ্যেই নিবন্ধিত সংখ্যা ছাড়িয়ে গেছে।

প্রতিবেদন[সম্পাদনা]

২০০৮ এর অফস্টেডের প্রতিবেদনে বিদ্যালয়টিকে "ভালো" হিসাবে স্বীকৃতি দেয়া হয়, ২০১১ সালে এটিকে "সন্তুষ্টজনক" হিসাবে, ২০১৩ সালে "অপর্যাপ্ত" হিসাবে, ২০১৪ এবং ২০১৫ সালে "উন্নতির প্রয়োজন" হিসাবে এবং ২০১৭ সালে আবার "অপর্যাপ্ত" হিসেবে চিহ্নিত করা হয়। পরে সুরক্ষার বিষয়কে কেন্দ্র করে উদ্বেগ জানানো হয় এবং ফেব্রুয়ারি ২০১৮ এর অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এর উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত দেওয়া হয়, তবে বিদ্যালয়টির বেশ কয়েকটি সুরক্ষার ক্ষেত্র জাতীয় ন্যূনতম মানের চেয়ে কম বলা হয়। অতি সম্প্রতি, ২০২০ সালের জানুয়ারিতে, বিদ্যালয়টি সমস্ত স্বতন্ত্র মান পূরণ করে বলে বলা হয়।[৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Darul Uloom London"Get information about schools (ইংরেজি ভাষায়)। GOV.UK। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Darul-Uloom London"Classical Islam। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Darul Uloom London in Chislehurst BR7. Bromley LEA (Secondary)"www.foxtons.co.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৬ 
  4. "Darul Uloom School fire: Pupils and staff evacuated"BBC News। ৯ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. https://reports.ofsted.gov.uk/provider/27/101695 https://reports.ofsted.gov.uk/provider/1/SC006927
  6. https://reports.ofsted.gov.uk/provider/27/10169[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]