কুমিল্লা কমিউটার
অবয়ব
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
| প্রথম পরিষেবা | ২০ আগস্ট ২০১৩ |
| শেষ পরিষেবা | ২০১৮ |
| বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
| যাত্রাপথ | |
| শুরু | কুমিল্লা রেলওয়ে স্টেশন |
| শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
| যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা |
| পরিষেবার হার | দৈনিক |
| রেল নং | ৮৯/৯০ |
| যাত্রাপথের সেবা | |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | নাই |
| অটোরেক ব্যবস্থা | নাই |
| খাদ্য সুবিধা | নাই |
| পর্যবেক্ষণ সুবিধা | আছে |
| বিনোদন সুবিধা | আছে |
| মালপত্রের সুবিধা | আছে |
| কারিগরি | |
| ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
কুমিল্লা কমিউটার (ট্রেন নাম্বার-৮৯/৯০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। যা কুমিল্লা থেকে ঢাকা যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার, নরসিংদী জেলা, গাজীপুর জেলাকে সংযুক্ত করে।[১] এই ট্রেনটি ২০১৯ সাল থেকে বন্ধ রয়েছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]কুমিল্লা ও আখাউড়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ অত্যাধুনিক ট্রেনটি চালু করেছে। ট্রেনটি কুমিল্লা-ঢাকা রেলপথের ১৬টি স্টেশনে যাত্রাবিরতি করবে। সকাল সাড়ে ১১টায় আখাউড়া রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।[৩]
যাত্রাপথ
[সম্পাদনা]কুমিল্লা কমিউটার কুমিল্লা> আখাউড়া> ভৈরব বাজার> নরসিংদী> গাজীপুর> ঢাকা মিটারগেজ রেলপথে চলাচল করত।
সময়সূচি
[সম্পাদনা]- কুমিল্লা কমিউটার কুমিল্লা ছাড়ে সকাল ৬টায়, ঢাকা পৌঁছায় সকাল ১১টা ৪৫ মিনিটে।
- ঢাকা থেকে ছাড়ে দুপুর ১টায়, কুমিল্লা পৌঁছায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মঙ্গলবার চালু হচ্ছে কুমিল্লা কমিউটার"। banglanews24.com। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সাত বছরেই 'মৃত্যু' ৬৮৬ কোটি টাকার স্বপ্নের ডেমু ট্রেনের"। www.thefinancetoday.net। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "\\\কুমিল্লা কমিউটার\\\ চালু হচ্ছে আজ"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।