বাংলাবান্ধা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর |
অবস্থা | সচল |
প্রথম পরিষেবা | ১৬ অক্টোবর ২০২০ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | রাজশাহী রেলওয়ে স্টেশন |
বিরতি | ১৯টি |
শেষ | বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ২৭৩ কিলোমিটার (১৭০ মাইল) |
যাত্রার গড় সময় | ৮ ঘণ্টা ২৩ মিনিট |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন {অফডে: শুক্রবার (৮০৩), শনিবার (৮০৪)} |
রেল নং | ৮০৩/৮০৪ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী |
|
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | অন-বোর্ড |
মালপত্রের সুবিধা |
|
কারিগরি | |
গাড়িসম্ভার |
|
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
পরিচালন গতি | ৯৫–১০০ কিমি/ঘ (পার্বতীপুর-পাঁচবিবি) ৭৫–৮০ কিমি/ঘ (বী.মু.সি.ই.-পার্বতীপুর) |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষণ | রাজশাহী |
বাংলাবান্ধা এক্সপ্রেস (ট্রেন নং ৮০৩/৮০৪) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি রাজশাহীর রাজশাহী রেলওয়ে স্টেশন ও পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের (বী.মু.সি.ই.) মধ্যে চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলাকে সংযুক্ত করেছে।
বাংলাবান্ধা এক্সপ্রেস পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২০ সালের ৫ই অক্টোবর ট্রেনটির নামকরণ করা হয়। পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থল বন্দরের নামের সাথে মিল রেখে ট্রেনটির নাম রাখা হয়। একই সালের ১৫ই অক্টোবর রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ট্রেনটি উদ্বোধন করেন এবং পরের দিন ট্রেনটি রেলসেবায় যুক্ত হয়।[১][২][৩][৪] ট্রেনটির বেজ রাজশাহী রেলওয়ে স্টেশন।
সময়সূচী[সম্পাদনা]
(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।) (উল্লেখ্য যে, ৮০৩ ও ৮০৪ এর সাপ্তাহিক ছুটি যথাক্রমে শুক্রবার ও শনিবার।)
স্টেশন | কোড | প্রবেশ | ত্যাগ |
---|---|---|---|
রাজশাহী | RJHI | - | ২১:১৫ |
আব্দুলপুর জংশন | AUP | ২২:১০ | ২২:৩০ |
নাটোর | NTE | ২২:৪৬ | ২২:৪৯ |
মাধনগর | MGA | ২৩:০৫ | ২৩:০৭ |
আহসানগঞ্জ | AHG | ২৩:১৬ | ২৩:১৮ |
সান্তাহার জংশন | STU | ০০:০০ | ০০:০৫ |
আক্কেলপুর | ACP | ০০:২৫ | ০০:২৭ |
জয়পুরহাট | JY | ০০:৪১ | ০০:৪৪ |
পাঁচবিবি | PIB | ০০:৫৫ | ০১:১১ |
বিরামপুর | BARP | ০১:৩১ | ০১:৩৩ |
ফুলবাড়ী | PLB | ০১:৪৪ | ০১:৪৬ |
পার্বতীপুর জংশন | PBT | ০২:১০ | ০২:৩০ |
চিরিরবন্দর | CN | ০২:৪৫ | ০২:৪৭ |
দিনাজপুর | DGP | ০৩:০৫ | ০৩:১০ |
সেতাবগঞ্জ | STGJ | ০৩:৪১ | ০৩:৪৩ |
পীরগঞ্জ | PIX | ০৩:৫৭ | ০৪:০০ |
শিবগঞ্জ | SIS | ০৪:১৪ | ০৪:১৬ |
ঠাকুরগাঁও রোড | THRD | ০৪:২২ | ০৪:২৫ |
রুহিয়া | RUH | ০৪:৪০ | ০৪:৪২ |
কিসমত | QST | ০৪:৫০ | ০৪:৫২ |
বী.মু.সি.ই. | PCGH | ০৫:১০ | - |
স্টেশন | কোড | প্রবেশ | ত্যাগ |
---|---|---|---|
বী.মু.সি.ই. | PCGH | - | ০৮:৩০ |
কিসমত | QST | ০৮:৪৭ | ০৮:৫৮ |
রুহিয়া | RUH | ০৯:০৭ | ০৯:১০ |
ঠাকুরগাঁও রোড | THRD | ০৯:২৬ | ০৯:২৯ |
শিবগঞ্জ | SIS | ০৯:৩৫ | ০৯:৩৭ |
পীরগঞ্জ | PIX | ০৯:৫২ | ০৯:৫৫ |
সেতাবগঞ্জ | STGJ | ১০:১২ | ১০:১৫ |
দিনাজপুর | DGP | ১০:৪৫ | ১০:৫০ |
চিরিরবন্দর | CN | ১১:০৮ | ১১:১১ |
পার্বতীপুর জংশন | PBT | ১১:৩০ | ১১:৫০ |
ফুলবাড়ী | PLB | ১২:০৮ | ১২:১১ |
বিরামপুর | BARP | ১২:২২ | ১২:২৫ |
পাঁচবিবি | PIB | ১২:৪৫ | ১২:৪৭ |
জয়পুরহাট | JY | ১২:৫৭ | ১৩:০৯ |
আক্কেলপুর | ACP | ১৩:২৩ | ১৩:৪০ |
সান্তাহার জংশন | STU | ১৪:১০ | ১৪:১৫ |
আহসানগঞ্জ | AHG | ১৪:৫৫ | ১৪:৫৭ |
মাধনগর | MGA | ১৫:০৫ | ১৫:০৭ |
নাটোর | NTE | ১৫:৩৩ | ১৫:৩৭ |
আব্দুলপুর জংশন | AUP | ১৫:৫৫ | ১৬:১৫ |
রাজশাহী | RJHI | ১৭:৩০ | - |
রোলিং স্টক[সম্পাদনা]
ট্রেনটি লাল-সবুজ রঙের নতুন ইন্ডিয়ান অত্যাধুনিক লহব ব্রড-গেজ (১৬৭৬ মিমি) কোচে ০৯/১৮ লোডে চলে। একটি রেকেই ট্রেনটি চলাচল করে। উল্লেখ্য যে, এই ট্রেনকে সিরাজগঞ্জ এক্সেপ্রসের রেক দেওয়া হয়েছে।
৮০৩ এর রেক বিন্যাস (২০২১ সাল অব্দি):
(৮০৪ এর ক্ষেত্রে এর বিপরীতটি হবে।)
রোলিং স্টক | লোকো | পাওয়ার কার | ক | খ | গ | ঘ | ঙ | চ | ছ | পাওয়ার কার |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
শ্রেণী | পাওয়ার কার | তাপানুকূল স্লিপার | শোভন চেয়ার | শোভন চেয়ার | শোভন চেয়ার | শোভন চেয়ার | শোভন চেয়ার | শোভন চেয়ার | পাওয়ার কার | |
কোড | WJPCR | WJC | WEC | WEC | WEC | WEC | WEC | WEC | WEDCR | |
আসন সংখ্যা | - | ২৪/৪৮ | ১০৫ | ১০৫ | ১০৫ | ১০৫ | ১০৫ | ১০৫ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Ltd, IT Lab Solutions (২০২০-১০-০৫)। "আসছে বাংলাবান্ধা এক্সপ্রেস !"। northbengal24.net। ২০২০-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৫।
- ↑ "পঞ্চগড় থেকে 'বাংলাবান্ধা এক্সপ্রেস' যাবে রাজশাহী"। banglanews24.com। ২০২০-১০-০৫। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৩।
- ↑ "পঞ্চগড়-রাজশাহী রুটে 'বাংলাবান্ধা এক্সপ্রেস' চালু হবে ১৬ অক্টোবর"। বার্তা২৪। ২০২০-১০-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৩।
- ↑ "'বাংলাবান্ধা' এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার"। বাংলা ট্রিবিউন। ২০২০-১০-১৪। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৫।