পর্যটক এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পর্যটক এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর
অবস্থাসক্রিয়
প্রথম পরিষেবা১০ জানুয়ারি ২০২৪; ৩ মাস আগে (2024-01-10)
বর্তমান পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুঢাকা
বিরতিদুই দিক থেকে ৪টি
শেষকক্সবাজার
ভ্রমণ দূরত্ব৫৫১ কিমি (৩৪২ মা)
যাত্রার গড় সময়৪৮০ মিনিট
পরিষেবার হার৬ দিন/সপ্তাহ
রেল নং৮১৫ ও ৮১৬
ব্যবহৃত লাইন
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থানা
অটোরেক ব্যবস্থাহ্যাঁ
খাদ্য সুবিধাহ্যাঁ
পর্যবেক্ষণ সুবিধাহ্যাঁ
বিনোদন সুবিধাহ্যাঁ
মালপত্রের সুবিধাহ্যাঁ
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি) মিটার-গেজ রেলপথ মিশ্র গেজের সাথে ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ডুয়েল গেজ
পরিচালন গতি৭০ কিমি/ঘ (৪৩ মা/ঘ)
ট্র্যাকের মালিকরেলপথ মন্ত্রণালয়

পর্যটক এক্সপ্রেস হল একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন যা বাংলাদেশ রেলওয়েপূর্বাঞ্চলের অন্তর্গত, এটি ১০ জানুয়ারি ২০২৪ থেকে ঢাকা থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করছে। এটি দ্বিতীয় বাণিজ্যিক ট্রেন হিসেবে কক্সবাজারে রেল পরিবহন সেবা দিচ্ছে।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের দোহাজারী–কক্সবাজার অংশের নির্মাণ কাজ ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়। এই অংশের নির্মাণকাজ শেষ হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে রেলপথে অন্তত ৪টি ট্রেন চালানোর পরিকল্পনা করে।[৩] কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পরবর্তীতে কর্তৃপক্ষ ওই রেলপথে একটি আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়।[৪] ১ ডিসেম্বর ২০২৩ সালে কক্সবাজারের প্রথম বাণিজ্যিক ট্রেন কক্সবাজার এক্সপ্রেস চালু হয়।[৫] ৬ ডিসেম্বর ২০২৩ সালে বাংলাদেশ রেলওয়ে ১ জানুয়ারি ২০২৪ তারিখে কক্সবাজারে আরেকটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন ঘোষণা করে,[৬] যদিও প্রতিশ্রুত তারিখে ট্রেনটি চালু হয়নি। বরং ওই দিনে কর্তৃপক্ষ ট্রেনের নাম চূড়ান্ত করে অনুমোদন দেয়।[১] ২ জানুয়ারি ২০২৪ সালে ঘোষণা করা হয় যে ট্রেনটি ১০ জানুয়ারি ২০২৪ সালে চালু হবে।[২] ট্রেনটি যথাসময়ে চালু করা হয়।[৭]

সেবা[সম্পাদনা]

এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত হয় যা ঢাকা, ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম ও কক্সবাজারকে সংযুক্ত করে। এটি সপ্তাহে ৬ দিন ট্রেন নম্বর ৮১৫/৮১৬ দিয়ে পরিচালিত হয়ে থাকে (রবিবার ছুটির দিন)।[১]

সময়সূচি[সম্পাদনা]

এই ৮১৫/৮১৬ পর্যটক এক্সপ্রেসের সময়সূচি নীচে দেওয়া হল:

পর্যটক এক্সপ্রেস
৮১৫ স্টেশন ৮১৬
আগমন প্রস্থান আগমন প্রস্থান
---- রাত ০৮:০০ কক্সবাজার বিকেল ০৩:০০ ----
রাত ১০:৫০ রাত ১১:১৫ চট্টগ্রাম সকাল ১১:২০ সকাল ১১:৪০
রাত ০৩:৫০ রাত ০৩:৫৩ ঢাকা বিমানবন্দর সকাল ০৬:৩৮ সকাল ০৬:৪৩
রাত ০৪:৩০ ---- ঢাকা ---- সকাল ০৬:১৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় ট্রেন অনুমোদন"বাংলানিউজ২৪.কম। ১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চলাচলের তারিখ ঘোষণা"আরটিভি। ২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  3. দাস, শুখলাল (২৭ মে ২০২৩)। "নতুন নতুন পরিকল্পনা, টুরিস্ট ট্রেন চালানোর প্রস্তুতি"দৈনিক আজাদি। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩ 
  4. সাহা, সুজিত (৩০ মে ২০২৩)। "ঢাকা-কক্সবাজার রুটে চলবে একটি ট্রেন"বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩ 
  5. "হাজার যাত্রী নিয়ে ছুটল 'কক্সবাজার এক্সপ্রেস'"ঢাকা পোস্ট। ১ ডিসেম্বর ২০২৩। ১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৩ 
  6. "ঢাকা-কক্সবাজার রুট : ১ জানুয়ারি থেকে আরো একটি নতুন ট্রেন"ভোরের কাগজ। ৭ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  7. "ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন 'পর্যটক এক্সপ্রেস'"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ১০ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪