উপকূল এক্সপ্রেস
অবয়ব
![]() | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | যাত্রীবাহী ট্রেন |
অবস্থা | চলমান |
প্রথম পরিষেবা | ১৭ জানুয়ারি ১৯৮৬ |
বর্তমান পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | নোয়াখালী রেলওয়ে স্টেশন |
বিরতি | ১৪টি |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ৬ ঘন্টা |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন (ঢাকা থেকে মঙ্গলবার ও নোয়াখালী থেকে বুধবার বন্ধ থাকে |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | শোভন চেয়ার, স্নিগ্ধা |
আসন বিন্যাস | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | মিটারগেজ |
পরিচালন গতি | 70-80km perhour |
উপকূল এক্সপ্রেস (ট্রেন নং ৭১১−৭১২) নোয়াখালী রেলওয়ে স্টেশন হতে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন।[১] এটি ১৭ই জানুয়ারি, ১৯৮৬সালে উদ্বোধন হয়। ট্রেনটি বর্তমানে সক্রিয়ভাবে যাতায়াত করে। এই ট্রেন টি যাত্রা পথে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকা জেলাকে সংযুক্ত করে। এটিকে দ্বিতীয় আন্তনগর মিটারগেজ ট্রেন বলা হয় ।
সময়সূচী
[সম্পাদনা](বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫৩তম সময়সূচী অনুযায়ী, যা ২০২৪ সালের পহেলা ডিসেম্বর হতে কার্যকর।)
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭১১ | নোয়াখালী | ০৬:০০ | কমলাপুর | ১১:২০ | বুধবার |
৭১২ | কমলাপুর | ১৫:১০ | নোয়াখালী | ২০:৪০ | মঙ্গলবার |
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২৩ সাল অব্দি কার্যকর।)
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার জংশন (৭১২ এর ক্ষেত্রে)
- আশুগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়া
- আখাউড়া জংশন
- কসবা
- কুমিল্লা
- লাকসাম জংশন
- নাথেরপেটুয়া
- সোনাইমুড়ি
- বজরা
- চৌমুহনি
- মাইজদী কোর্ট
- নোয়াখালী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ -উপকূল-এক্সপ্রেস "নোয়াখালী উপকূল এক্সপ্রেস"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৬।