ষোলশহর-নাজিরহাট রেললাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ষোলশহর-নাজিরহাট লাইন
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিসক্রিয়
মালিকবাংলাদেশ রেলওয়ে
অঞ্চল বাংলাদেশ
বিরতিস্থল
স্টেশন১১
পরিষেবা
ধরনবাংলাদেশের রেললাইন
পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
ইতিহাস
চালু১৯৩০
কারিগরি তথ্য
ট্র্যাক গেজমিটারগেজ ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

ষোলশহর-নাজিরহাট লাইন বাংলাদেশ রেলওয়ের একটি রেলপথ। এই রেলপথটি পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃক পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

আসাম বেঙ্গল রেলওয়ে কম্পানি চট্টগ্রাম-ষোলশহর লাইন ১৯২৯ সালে, ষোলশহর-নাজিরহাট লাইন ১৯৩০ সালে তৈরি করে।[২] ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চালু হলে ষোলশহর-নাজিরহাট লাইনের ফতেয়াবাদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেললাইন বর্ধিত করা হয়।

স্টেশন তালিকা[সম্পাদনা]

ষোলশহর-নাজিরহাট লাইনে থাকা রেলওয়ে স্টেশন গুলো হলো:[৩]

শাখা লাইন[সম্পাদনা]

ফতেয়াবাদ-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নাজিরহাট থেকে পানুয়া পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হচ্ছে"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  2. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  3. ব্যুরো, চট্টগ্রাম; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চট্টগ্রাম-নাজিরহাট রুটে ডেমু ট্রেন উদ্বোধন"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  4. "শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন পাচ্ছেন চবির শিক্ষার্থীরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০