নারায়ণগঞ্জ লোকাল
অবয়ব
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | লোকাল |
অবস্থা | বন্ধ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে (২৬ আগস্ট, ২০১৯–বর্তমান) |
সাবেক পরিচালক | মেসার্স এস আর ট্রেডিং |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
বিরতি | ৫টি |
শেষ | নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ১৬ কিলোমিটার |
যাত্রার গড় সময় | ৪৫ মিনিট |
পরিষেবার হার | সপ্তাহে ৭ দিন |
রেল নং | ২১১–২৩৮ |
ব্যবহৃত লাইন | ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | শোভন |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নেই |
অটোরেক ব্যবস্থা | নেই |
খাদ্য সুবিধা | নেই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | ওভারহেড রেক |
অন্যান্য সুবিধা | সংরক্ষিত মহিলা কোচ |
কারিগরি | |
গাড়িসম্ভার |
|
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষণ | ঢাকা |
নারায়ণগঞ্জ লোকাল (ট্রেন নং ২১১–২৩৮) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি লোকাল ট্রেন। এটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচল করতো।
মাত্র ১৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথে এই ট্রেনটি চলাচল করে নারায়ণগঞ্জ লোকাল বাংলাদেশের অন্যতম স্বল্প–দূরত্বের ট্রেন হিসেবে পরিচিত। এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে এতে মহিলাদের জন্য একটি সংরক্ষিত কোচ রয়েছে। ১ আগস্ট ২০২৩ এ নারায়ণগঞ্জ লোকালে কমিউটার ট্রেনের সমান সুযোগ-সুবিধা থাকায় বর্তমানে নারায়ণগঞ্জ লোকাল নারায়ণগঞ্জ কমিউটার হিসেবে চলাচল করছে।
সময়সূচি
[সম্পাদনা]ট্রেনটি সপ্তাহে ৭ দিন চলাচল করতো।তবে শুক্রবার ৪ জোড়া ট্রেন চলাচল করতো।
বিরতিস্থান
[সম্পাদনা]- গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন
- শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন
- পাগলা রেলওয়ে স্টেশন
- ফতুল্লা রেলওয়ে স্টেশন
- চাষাঢ়া রেলওয়ে স্টেশন
রোলিং স্টক
[সম্পাদনা]এই ট্রেনটিতে ২৩০০, ২৪০০, ২৫০০ সিরিজের লোকোমোটিভ ব্যবহার করা হয়। ট্রেনটি ৮/১৬ লোডের ভেস্টিবিউলবিহীন ভ্যাকুয়াম ব্রেকের শোভন কোচে চলাচল করে।
দুর্ঘটনা
[সম্পাদনা]- ২১/০৮/২০১৬: ঢাকাগামী ২১৭ নং নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার সময় অপ্রত্যাশিতভাবে ট্রেনের গতি বেড়ে যায়, ফলে ট্রেনটির লোকোমোটিভ স্টেশন প্ল্যাটফর্মের উপরে উঠে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।[১]
- ২৪/০৯/২০২০: নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি নারায়ণগঞ্জের দুই নং গেট অতিক্রম করার পর এর চারটি কোচ লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।[২][৩]
- ২৬/০৯/২০২০: ঢাকাগামী ২১৫ নং নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি নারায়ণগঞ্জ–চাষাঢ়ার মধ্যে লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ newsnarayanganj24.news। "লাইন ছেড়ে প্লাটফর্মে উঠে পড়লো ট্রেন, রক্ষা নারায়ণগঞ্জের যাত্রীদের"। newsnarayanganj24.news (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৯।
- ↑ "নারায়ণগঞ্জে ট্রেন লাইনচ্যুত"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৯।
- ↑ ক খ "নারায়ণগঞ্জে আবারও যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত | banglatribune.com"। Bangla Tribune। ২০২০-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৯।
- ↑ "নারায়ণগঞ্জে লোকাল ট্রেন লাইনচ্যুত"। Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৯।