সিল্কসিটি এক্সপ্রেস
![]() | |
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | চলমান |
স্থান | বাংলাদেশ |
প্রথম পরিষেবা | ২৬ জানুয়ারি ২০০২ |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | রাজশাহী রেলওয়ে স্টেশন |
বিরতি | ১২ টি |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা |
ভ্রমণ দূরত্ব | ২৬০ কিলোমিটার |
যাত্রার গড় সময় | ৫ ঘন্টা ৫০ মিনিট |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন (রবিবার সাপ্তাহিক বন্ধ) |
রেল নং | ৭৫৩/৭৫৪ |
ব্যবহৃত লাইন | আব্দুলপুর-পুরনো মালদহ লাইন
চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন ঈশ্বরদী-জামতৈল লাইন জামতৈল-জয়দেবপুর লাইন নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি চেয়ার,এসি স্লীপার ও নন এসি চেয়ার |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নেই |
অটোরেক ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
অন্যান্য সুবিধা | আছে |
কারিগরি | |
গাড়িসম্ভার |
|
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
বৈদ্যুতীকরণ | নেই |
পরিচালন গতি | ১০০ কিঃমিঃ/ঘন্টা |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষণ | রাজশাহী |
রেক ভাগকরণ | বনলতা এক্সপ্রেস ধুমকেতু এক্সপ্রেস এবং পদ্মা এক্সপ্রেস |
সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং- ৭৫৩/৭৫৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রাচীনতম শহর তথা পশ্চিমাঞ্চলীয় পরিচ্ছন্ন মহানগরী রাজশাহীর মাঝে যাতায়ত করে। এটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন। ২০০৩ সালের ১৪ই আগষ্ট ট্রেনটি চালু হয়। সিল্কসিটি এক্সপ্রেস ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএইচবি কোচ নিয়ে চলাচল করত, কিন্তু বর্তমানে ট্রেনটি নতুন চাইনিজ কোচে চলাচল শুরু করেছে।
সময়সূচী
[সম্পাদনা]বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী,
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির সময়সূচিঃ
ট্রেন
নং |
প্রারম্ভিক স্টেশন | ছাড়ার সময় | গন্তব্য স্টেশন | পৌছানোর সময় | সাপ্তাহিক
ছুটি/বন্ধ |
---|---|---|---|---|---|
৭৫৩ | ঢাকা | ১৪:৪৫ | রাজশাহী | ২০:৩৫ | রবিবার |
৭৫৪ | রাজশাহী | ০৭:৪০ | ঢাকা | ১৩:৩০ |
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)