বিষয়বস্তুতে চলুন

জালালাবাদ এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জালালাবাদ এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
স্থানবাংলাদেশ
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুসিলেট রেলওয়ে স্টেশন
শেষচট্টগ্রাম রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়১৫ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং১৩/১৪
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

জালালাবাদ এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাত্রাপথে মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলাফেনী জেলাকে সংযুক্ত করে।[] ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে ট্রেনটি বন্ধ আছে।[][][]

যাত্রাপথ

[সম্পাদনা]

জালালাবাদ এক্সপ্রেস, সিলেট> কুলাউড়া> শায়েস্তাগঞ্জ> আখাউড়া> লাকসাম> চট্টগ্রাম মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

[সম্পাদনা]

জালালাবাদ এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিশে চলাচল করতো নিম্নে তা উল্লেখ করা হলো:

সময়সূচি

[সম্পাদনা]
  • সিলেট থেকে ছাড়ে রাত ১০টা ৫০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় দুপুর ১২টা ১০ মিনিটে।[]
  • চট্টগ্রাম থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, সিলেট পৌঁছায় সকাল ১১টায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ফের সিলেটে জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত || দেশের খবর"জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "জালালাবাদ এক্সপ্রেস সাময়িক বন্ধ ঘোষণা"প্রথম আলো। ২০২০-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  3. "বন্ধ হয়ে গেল জালালাবাদ এক্সপ্রেস"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  4. "ইঞ্জিন সংকটে জালালাবাদ এক্সপ্রেস বন্ধ ঘোষণা"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  5. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৪-১৩)। "সিলেট আন্তঃনগর ট্রেনের নাম ও সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২