মোহনগঞ্জ এক্সপ্রেস
মোহনগঞ্জ এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | সক্রিয় |
প্রথম পরিষেবা | ৮ সেপ্টেম্বর ২০১৬ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
বিরতি | ৯টি |
শেষ | মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ২১০ কিলোমিটার (১৩০ মাইল) |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন (শুক্রবার বন্ধ) |
রেল নং | ৭৮৯−৭৯০ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | ওভারহেড রেক |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষণ | ঢাকা |
মোহনগঞ্জ এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৯/৭৯০) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।
এই ট্রেন ২০১৬ সালের ৮ই সেপ্টেম্বর উদ্বোধন করা হয়।[১] ঢাকা−মোহনগঞ্জ রেলপথে এই ট্রেনের পাশাপাশি হাওর এক্সপ্রেস নামক আরও একটি আন্তঃনগর ট্রেন চলাচল করে।
সময়সূচী
[সম্পাদনা](বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭৮৯ | কমলাপুর | ১৩-১৫ | মোহনগঞ্জ | ১৯-০০ | শুক্রবার |
৭৯০ | মোহনগঞ্জ | ২৩-০০ | কমলাপুর | ০৫-০০ |
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- গফরগাঁও
- ময়মনসিংহ জংশন
- গৌরীপুর জংশন
- শ্যামগঞ্জ জংশন
- নেত্রকোণা
- ঠাকুরাকোণা
- বারহাট্টা
রোলিং স্টক
[সম্পাদনা]সাধারণত ২৯০০ শ্রেণীর লোকোমোটিভ দিয়ে এই ট্রেন চালানো হয়। পূর্বে এই ট্রেন হলুদ-সবুজ রঙের ভ্যাকুয়াম কোচে ১৪/২৮ লোডে চলতো, যাতে ৬৫৬টি আসন রয়েছে।। বর্তমানে এই ট্রেনে পিটি ইনকার তৈরী এয়ার-ব্রেক কোচ ব্যবহার করা হয়। এর অবমুক্ত পুরনো কোচ টাঙ্গাইল কমিউটারকে দেওয়া হবে এবং টাঙ্গাইল কমিউটারের রেক বাংলাবান্ধা এক্সপ্রেসকে দেওয়া হবে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে আজ"। বাংলাদেশ প্রতিদিন। ৮ সেপ্টেম্বর ২০১৬।