ফেঞ্চুগঞ্জ রেলওয়ে সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেঞ্চুগঞ্জ রেলওয়ে সেতু
বহন করেট্রেন
অতিক্রম করেকুশিয়ারা নদী
স্থানফেঞ্চুগঞ্জ উপজেলা, সিলেট জেলা
যার নামে নামকরণফেঞ্চুগঞ্জ উপজেলা
মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষকবাংলাদেশ রেলওয়ে
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য৭৫ মিটার

ফেঞ্চুগঞ্জ রেলওয়ে সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু যা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর উপর অবস্থিত।[১]

সেতুটি আখাউড়া-কুলাউড়া-ছাতক রেলপথের অংশ। এটি ব্রিটিশ সরকারের আমলে নির্মিত হয়।[১] ২০১৯ সালের জুলাইয়ের হিসাব অনুযায়ী এই সেতুর উপর আন্তঃনগর ও লোকাল মিলিয়ে ১৬টি ট্রেন চলাচল করে।[১]

অবকাঠামো[সম্পাদনা]

সেতুটি ৭৫ মিটার দীর্ঘ।[২] নদীর উপর সেতুটিতে পাঁচটি বড় পিলার রয়েছে।[১] সেতুর মধ্যভাগে সেফটি পিঞ্জিরা রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফেঞ্চুগঞ্জ রেলওয়ে সেতু"1nofenchuganjup.sylhet.gov.bd। ২০২০-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৪ 
  2. "ব্রিটিশ আমলের ফেঞ্চুগঞ্জ রেল সেতু এখন মৃত্যুফাঁদ !"ডেইলি সিলেট। ২০১৯-০৭-০৩। ২০১৯-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৪