বেনাপোল এক্সপ্রেস
![]() | |
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
প্রথম পরিষেবা | ১৭ জুলাই ২০১৯ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ |
যাত্রাপথ | |
শুরু | বেনাপোল রেলওয়ে স্টেশন |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ৮ ঘণ্টা |
পরিষেবার হার | ৬ দিন (বুধবার বেনাপোল হতে ঢাকা বন্ধ, বৃহস্পতিবার ঢাকা হতে বেনাপোল বন্ধ) |
রেল নং | ৭৯৫/৭৯৬ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি,প্রথম শ্রেণী এবং চেয়ার কোচ |
আসন বিন্যাস | হ্যাঁ |
ঘুমানোর ব্যবস্থা | হ্যাঁ |
খাদ্য সুবিধা | হ্যাঁ |
বেনাপোল এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি বিলাসবহুল, অত্যাধুনিক এবং প্রতিবন্ধী বান্ধব ট্রেন।
ইতিহাস[সম্পাদনা]
ঢাকা-বেনাপোল রুটে কোন সরাসরি রেল পরিষেবা না থাকায় বাংলাদেশ সরকার এই রুটে একটি নতুন ট্রেন সেবা চালুর সিদ্ধান্ত নেয়। ১৭ জুলাই ২০১৯ বুধবার গনভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে নতুন এ ট্রেনটি উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[১] প্রাথমিক ভাবে তিনটি নাম প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। সেগুলোর হলো বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতী এক্সপ্রেস। প্রধানমন্ত্রী বেনাপোল এক্সপ্রেস নামটি দেন।
সময়সূচী[সম্পাদনা]
(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭৯৫ | বেনাপোল | ১২:৪৫ | কমলাপুর | ২০:৪০ | বুধবার |
৭৯৬ | কমলাপুর | ২৩:১৫ | বেনাপোল | ০৮:২০ |
যাত্রাবিরতি[সম্পাদনা]
(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
- ঝিকরগাছা
- যশোর জংশন
- মোবারকগঞ্জ
- কোটচাঁদপুর
- দর্শনা হল্ট
- চুয়াডাঙ্গা
- পোড়াদহ জংশন
- ভেড়ামারা
- ঈশ্বরদী জংশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
রোলিং স্টক[সম্পাদনা]
বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়া হতে আমদানি করা হয়েছে। এই ট্রেনে ১২ টি বগি যুক্ত। এ বগি গুলো হচ্ছে
- শোভন চেয়ার ৭টি
- এসি চেয়ার ১টি
- এসি কেবিন ১টি
- পাওয়ার কার ১টি
- গার্ড ব্রেক ২ টি।
মোট ১২ টি বগিতে আসন দিনের বেলা ৮৯৫টি, রাতে ৮৭১ টি।
সুযোগ-সুবিধা[সম্পাদনা]
ট্রেনে দুটি ক্যান্টিন যুক্ত আছে। এখানে বার্গার, কেক, স্যান্ডউইচ, রোল, রুটি, চা, কপি, কাটলেট, সিদ্ধ ডিম, ভাজা মুরগী, কাবাব, সামুচা, বিভিন্ন ধরনের কোমল পানীয় পাওয়া যায়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিরতিহীন 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনের যাত্রা শুরু আজ"। প্রথম আলো। ১৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।