ঢালারচর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢালারচর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা১৫ জুলাই ২০১৮; ৪ বছর আগে (15 July 2018)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুঢালারচর রেলওয়ে স্টেশন
শেষরাজশাহী রেলওয়ে স্টেশন
পরিষেবার হার৬ দিন (সোমবার বন্ধ)
রেল নং৭৭৯/৭৮০
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে

ঢালারচর এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৭৯/৭৮০) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেনট্রেনটি আগে পাবনা এক্সপ্রেস নামে রাজশাহী থেকে পাবনা পর্যন্ত চলাচল করতো। ২৬ জানুয়ারি ২০২০ খ্রীস্টাব্দে এর যাত্রাপথ ঢালারচর পর্যন্ত বর্ধিত করা হয় এবং নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস রাখা হয়।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

ঈশ্বরদী থেকে ঢালারচর পর্যন্ত রেললাইন হওয়ার পর ২০১৮ খ্রিষ্টাব্দে প্রথম ট্রেন চালু করা হয় পাবনা এক্সপ্রেস নামে।[৩] রাজশাহী থেকে পাবনা রেলওয়ে স্টেশন পর্যন্ত পাবনা এক্সপ্রেস চলাচল করে। এটি উদ্বোধন করা হয় ১৫ই জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দে। পরে ২৬ জানুয়ারি ২০২০ এই ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি করে ঢালারচর রেলওয়ে স্টেশন পর্যন্ত নেওয়া হয় ঢালারচর এক্সপ্রেস নাম দিয়ে।[৪][৫]

সময়সূচী[সম্পাদনা]

(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৭৯ ঢালারচর ০৭:২৫ রাজশাহী ১১:১০ সোমবার
৭৮০ রাজশাহী ১৬:৩০ ঢালারচর ২০:১৫

যাত্রাবিরতি[সম্পাদনা]

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পাবনা এক্সপ্রেস বর্ধিত রুটে আজ থেকে 'ঢালারচর এক্সপ্রেস'"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ 
  2. "ঢালারচর এক্সপ্রেস' ট্রেনের উদ্বোধন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ 
  3. "রেল যোগাযোগের নতুন দিগন্ত প্রসারিত করে 'পাবনা এক্সপ্রেস' রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "পাবনা এক্সপ্রেস বর্ধিত রুটে এবার 'ঢালারচর এক্সপ্রেস'"www.inbangladesh24.com। ২০২০-০১-২৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "পাবনা এক্সপ্রেসের নাম পাল্টানোর প্রতিবাদে মানববন্ধন"pabnasamachar.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮