ময়মনসিংহ কমিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
প্রথম পরিষেবা২১ জুলাই ২০১৩
শেষ পরিষেবা২০১৯
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
শেষজয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৩ ঘণ্টা
পরিষেবার হার৬ দিন
রেল নং৯১/৯২
যাত্রাপথের সেবা
শ্রেণীহ্যাঁ
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

ময়মনসিংহ কমিউটার (ট্রেন নাম্বার-৯১/৯২) বাংলাদেশ রেলওয়ের একটি সল্পদূরত্বে চলাচল কারী একটি যাত্রীবাহী ট্রেন।[১] এই ট্রেনটি ময়মনসিংহ থেকে জয়দেবপুর পর্যন্ত চলাচল করতো যা ২০১৯ সালের শেষ দিকে বন্ধ হয়ে যায়।[২]

ইতিহাস[সম্পাদনা]

ময়মনসিংহ কমিউটার ট্রেন সার্ভিস নামের ডেমু ট্রেন সার্ভিসটি ২১ জুলাই ২০১৩ সালে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মুজিবুল হক এমপি। এই ট্রেনে দুটি ইউনিটে চারটি ইঞ্জিন, ২৯৮টি আসন এবং দাঁড়ানো অবস্থায় আরো ৩০২ জনসহ মোট ৬০০ যাত্রী চলাচলের সুযোগ রয়েছে।

যাত্রাপথ[সম্পাদনা]

ময়মনসিংহ কমিউটার নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইনে চলাচল করত।

স্টেশন তালিকা[সম্পাদনা]

ময়মনসিংহ কমিউটার যেসকল স্টেশন দিয়ে চলাচল করত:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ময়মনসিংহ-জয়দেবপুর রুটে রোববার চালু হচ্ছে ডেমু ট্রেন"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১ 
  2. "সাত বছরেই 'মৃত্যু' ৬৮৬ কোটি টাকার স্বপ্নের ডেমু ট্রেনের"www.thefinancetoday.net। ২০২০-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩