পঞ্চগড় এক্সপ্রেস
![]() দিনাজপুর অভিমুখে পঞ্চগড় এক্সপ্রেস | |
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
প্রথম পরিষেবা | ২৫ মে ২০১৯ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
শেষ | পঞ্চগড় রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৫২৬ কিলোমিটার (৩২৭ মাইল) |
যাত্রার গড় সময় | ১০ ঘণ্টা ৪৫ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৭৯৩/৭৯৪ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি কেবিন, এসি-চেয়ার, শোভন চেয়ার |
আসন বিন্যাস | হ্যাঁ |
ঘুমানোর ব্যবস্থা | হ্যাঁ |
খাদ্য সুবিধা | হ্যাঁ |
কারিগরি | |
গাড়িসম্ভার | ১২ |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
পরিচালন গতি | ১০০ কিমি/ঘণ্টা |
পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড়-ঢাকা পথে সংযোজিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন পরিসেবা। যেটি ২৬ মে ২০১৯ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করেন।[১][২]
ট্রেনটি মোট ১৩টি বগি নিয়ে পঞ্চগড়-ঢাকা পথে চলাচল করে।
সময়সূচী[সম্পাদনা]
(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭৯৩ | কমলাপুর | ২২:৪৫ | বী.মু.সি.ই. | ০৮:৫০ | নেই |
৭৯৪ | বী.মু.সি.ই. | ১২:৩০ | কমলাপুর | ২১:৫৫ |
যাত্রাবিরতি[সম্পাদনা]
(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- নাটোর
- সান্তাহার জংশন
- জয়পুরহাট
- পার্বতীপুর জংশন
- দিনাজপুর
- পীরগঞ্জ
- ঠাকুরগাঁও রোড
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৯।
- ↑ "বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে পঞ্চগড় এক্সপ্রেস সংক্রান্ত মিডিয়া রয়েছে।