কালিয়াকৈর কমিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালিয়াকৈর কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
প্রথম পরিষেবা৬ নভেম্বর ২০১৮
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুকমলাপুর রেলওয়ে স্টেশন
শেষবঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৩ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং
  • কালিয়াকৈর কমিউটার-১
  • কালিয়াকৈর কমিউটার-২
  • কালিয়াকৈর কমিউটার-৩
  • কালিয়াকৈর কমিউটার-৪
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

কালিয়াকৈর কমিউটার (ট্রেন নাম্বার-কালিয়াকৈর কমিউটার-১/২/৩/৪) বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি কমিউটার ট্রেন। ২০২০ সাল থেকে কালিয়াকৈর কমিউটার চলাচল বন্ধ রয়েছে।[১] এই ট্রেনটি আগে জয়দেবপুর কমিউটারটঙ্গী কমিউটার নামে জয়দেবপুর-ঢাকা ও টঙ্গী-ঢাকা রেলপথে চলাচল করতো।

যাত্রাপথ[সম্পাদনা]

ঢাকা থেকে কালিয়াকৈর রেলপথে চলাচল করে।

যাত্রী[সম্পাদনা]

ঢাকা থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কর্মরত চাকরিজীবিদের চলাচলের সুবিধার্থে এই ট্রেন পরিষেবা চালু করা হয়।

স্টেশন তালিকা[সম্পাদনা]

সময়সূচি[সম্পাদনা]

  • কালিয়াকৈর কমিউটার-১ = ঢাকা ছাড়ে সকাল ৬টা ৪৫ মিনিটে, বঙ্গবন্ধু হাইটেক পার্ক পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে।
  • কালিয়াকৈর কমিউটার-২ = বঙ্গবন্ধু হাইটেক পার্ক ছাড়ে সকাল ১০ টায়, ঢাকা পৌঁছায় দুপুর ১২টা ৫০ মিনিটে।
  • কালিয়াকৈর কমিউটার-৩ = ঢাকা ছাড়ে দুপুর ১টা ১৫ মিনিটে, বঙ্গবন্ধু হাইটেক পার্ক পৌঁছায় বিকাল ৩টায়।
  • কালিয়াকৈর কমিউটার-৪ = কালিয়াকৈর ছাড়ে বিকাল ৫টা ৪০ মিনিটে, ঢাকা পৌঁছায় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তিন বছর ধরে বন্ধ 'গরিবের' ৫৬ ট্রেন"banglanews24.com। ২০২৩-০৩-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  2. রিপোর্টার, স্টাফ (২০১৯-১১-০৫)। "বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর, কমিউটার ট্রেন সার্ভিস এর সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮