উল্কা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | এক্সপ্রেস |
অবস্থা | বন্ধ |
প্রথম পরিষেবা | ১ জানুয়ারি ১৯৬৬ |
শেষ পরিষেবা | ১৯৮৬ |
বর্তমান পরিচালক |
|
যাত্রাপথ | |
শুরু | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
বিরতি | ৬টি |
শেষ | ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন (১৯৬৬-১৯৬৮) কমলাপুর রেলওয়ে স্টেশন (১৯৬৮-১৯৮৬) |
ভ্রমণ দূরত্ব | ৩৪৬ কিলোমিটার (২১৫ মাইল) (চট্টগ্রাম-কমলাপুর) |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা ২৭ মিনিট ৩০ সেকেন্ড |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
অন্যান্য সুবিধা |
|
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
পরিচালন গতি | ৭২.৪২০৫ কিমি/ঘ (৪৫ মা/ঘ) (সর্বোচ্চ) |
উল্কা এক্সপ্রেস বাংলাদেশের একটি এক্সপ্রেস ট্রেন। এটি চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করতো। কমলাপুর স্টেশন চালু হওয়ার পূর্বে ১৯৬৮ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত এটি ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করতো।[১]
ট্রেনটি এর সূচনার সময়ে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সর্বাধুনিক ও সবচেয়ে দ্রুতগামী ট্রেন ছিলো। ১৯৬৬ সালের ১লা জানুয়ারী ট্রেনটি উদ্বোধন করা হয়। ট্রেনটি সূচনার মাধ্যমে রেলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ভ্রমণ কাল প্রায় দুই ঘণ্টা হ্রাস পায়। ১৯৮৬ সালে মহানগর এক্সপ্রেস চালু হলে এই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।
সময়সূচী
এই সময়সূচীটি ট্রেনটি চালু হওয়ার সময় কার্যকর করা হয়েছিলো।
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ |
---|---|---|---|
চট্টগ্রাম | ০৭:০০ | ফুলবাড়িয়া | ১৩:২৫ |
ফুলবাড়িয়া | ০৮:২০ | চট্টগ্রাম | ১৪:৫০ |
রোলিং স্টক
এই ট্রেনে ২০০০ অথবা ২২০০ শ্রেণীর লোকোমোটিভ ব্যবহার করা হতো। ট্রেনটি লাল মেইল ভ্যাকুয়াম ব্রেকের কোচের দুই রেকে চলাচল করতো।
দুর্ঘটনা
- ০১/০৮/১৯৭১ অথবা ২৮/০৮/১৯৭১: চট্টগ্রাম জেলার মীরসরাই ও মাস্তাননগর রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত মোহামায়া রেলসেতুতে মুক্তিযুদ্ধকালীন সময়ে গেরিলা অভিযান চালানো হয়। উল্কা এক্সপ্রেস ট্রেন সেই ব্রীজ অতিক্রমকালীন সময়ে গেরিলা বাহিনী কর্তৃক বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের লোকোমোটিভ এবং চারটি কোচ খাদে পড়ে যায়। এই অভিযানে প্রায় ১০ জনের মতো পাকিস্তানি সেনা নিহত ও ৫ জন সেনা আহত হন। অনেক বাঙালীও এই বিস্ফোরণে নিহত হন।[২]
তথ্যসূত্র
- ↑ Express, The Financial। "Railway -- plight and prospects"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬।
- ↑ "মােহামায়া রেলসেতুতে উল্কা ট্রেনে অপারেশন"। সংগ্রামের নোটবুক (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-১০। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬।