উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯/নিবন্ধ পর্যালোচনা
অংশগ্রহণকারীদের প্রতি, অনুগ্রহ করে এখানে সরাসরি নিবন্ধ যুক্ত করবেন না। নিবন্ধ জমা দেওয়ার জন্য উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯#পর্যালোচনার জন্য জমাদানকৃত নিবন্ধ পাতাটি ব্যবহার করুন। ধন্যবাদ।
পর্যালোচকদের পর্যালোচনার সময় করণীয়
- যে পর্যালোচক যে নিবন্ধটি পর্যালোচনা করতে চান সেই নিবন্ধের
পর্যালোচকের
ঘরে অনুগহ করে আপনার নাম যুক্ত করুন। পর্যালোচনা শেষ হলেঅবস্থার
ঘরে নিবন্ধটি{{গৃহীত}}
বা{{বাতিল|পর্যালোচিত}}
হিসেবে চিহ্নিত করুন। - মনে রাখবেন নিবন্ধের রচনাশৈলী অনেকসময় উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে নাও হতে পারে, ছোটখাটো সংশোধনের প্রয়োজন হলে (যেমন, তথ্যসূত্র ইংরেজি থেকে কপি করে যুক্ত করে দেওয়া, অনুচ্ছেদ ঠিক করা ইত্যাদি) সেটি করে দেবেন। মূল কথা হল, নিবন্ধটি ইংরেজি থেকে পুরোটা অনুবাদ হয়েছে কিনা সেটা খেয়াল করবেন।
- যে নিবন্ধগুলো এখনো অসম্পূর্ণ রয়েছে সেগুলো এখনি পর্যালোচনার প্রয়োজন নেই। কোন নিবন্ধে সমস্যা থাকলে উক্ত নিবন্ধের আলাপ পাতায় সমস্যা উল্লেখ করুন এবং পরবর্তিতে তালিকার ঘরে
বক্তব্য
অংশে উক্ত আলোচনার লিংক দিয়ে দিন। - এবং এটি কিন্তু ভালো নিবন্ধের পর্যালোচনা নয় শুধুমাত্র দেখবেন ইংরেজি সম্পূর্ণ নিবন্ধটি অনুবাদ হয়েছে কিনা, ভাষাগত দিক ঠিক রয়েছে কিনা এবং যান্ত্রিক অনুবাদজনিত সমস্যা রয়েছে কিনা। এই তিনটি ঠিক থাকলেই নিবন্ধ এই প্রতিযোগিতায় উত্তীর্ণ।
- পর্যালোচনা শেষে গৃহীত নিবন্ধ সৃষ্টিকারীর আলাপ পাতায়
{{subst:উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯/গৃহীত|নিবন্ধের নাম}}
ব্যবহার করে সৃষ্টিকারীকে জানানো উচিত। এছাড়াও এই প্রতিযোগিতার মাধ্যমে তৈরি নিবন্ধসমূহের আলাপ পাতায়{{উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯/আলাপ পাতা}}
টেমপ্লেট যুক্ত করুন। - কোন নিবন্ধ, সৃষ্টিকারী জমা না দেওয়া পর্যন্ত এখানে যুক্ত করবেন না। এমনক্ষেত্রে অনেক সময়ই নিবন্ধসৃষ্টিকারীর নিবন্ধের সংখ্যা গণনায় সমস্যার সৃষ্টি হয়।
- কোন নিবন্ধ পর্যালোচনার পর সিদ্ধান্ত নিতে সমস্যা হলে অনুগ্রহ করে অভিজ্ঞ অন্য পর্যালোচকের সাথে আলোচনা করে নিন।
নিবন্ধসমূহের তালিকা
- পর্যালোচনা টেবিল এখানে ক্লিক করে সম্পাদনা করুন।