ব্যবহারকারী আলাপ:SAM Gazi Hasan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

নাম যোগে সংশোধনের অনুরোধ[সম্পাদনা]

@SAM Gazi Hasan: শুভেচ্ছা নিবেন। উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণকারীদের নামের তালিকায় একটি নাম ছিল গাজী হাসান, যা আমার আন্দাজ মতে আপনিই। আমার আপনার কাছে অনুরোধ রইলো যে আপনার নিজের আসল ব্যবহারকারী নাম (SAM Gazi Hasan) ব্যবহার করে পাতাটিকে পুনঃসম্পাদনা করে সংশোধন করুন। ধন্যবাদ! -- Bang Bang50 (আলাপ) ০১:৫০, ২ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নাম সংশোধন[সম্পাদনা]

ঠিক আছে। এই নামই থাকলো। SAM Gazi Hasan (আলাপ) ০২:০১, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

হাবিব বোরগুইবা[সম্পাদনা]

সুধী, আপনার জমা দেওয়া উপরের নিবন্ধটি জমা নেওয়া হয়নি। অনুগ্রহ করে ইংরেজি পুরো নিবন্ধটি আগে অনুবাদ শেষ করুন। তারপর জমা দিন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১০, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এই নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ না হওয়ায় গ্রহণ করা হল না। অনুগ্রহ করে পূর্ণ অনুবাদ করে আবার জমা দেবার অনুরোধ জানাচ্ছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৫, ১০ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন অনুচ্ছেদ যোগ[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়া ছাড়া অন্য কোন উৎস থেকে অনুবাদ করে দিলে হবে কি? SAM Gazi Hasan (আলাপ) ০৮:৫৮, ২৭ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি হাবিব বোরগুইবা নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় SAM Gazi Hasan,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি হাবিব বোরগুইবা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ওয়াকিম (আলাপ), রবিবার ১০:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পুরস্কার বিষয়[সম্পাদনা]

আসসালামুআলাইকুম ভাই। আমার বাম চোখ উঠানো হয়েছে। আমি একজন দিয়ে দেখি। বাম চোখনষ্ট হয়ে গিয়েছিলো। আমি প্রায় কিছুদিন ধরেই বিছানায় আছি। আরো বেশ কিছুদিন বিশ্রাম করতে হবে। আমি চিন্তা করছিলাম আমার নিবন্ধটি হয়তো গৃহীত হবে না। আমি পুরস্কার পাব না। যদিও আমি খুব কষ্ট করে অনুবাদটি করেছি। কিন্তু হঠাৎ করে আপনার এই বার্তা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আপনাদের কল্যাণ করুন। আমি সুস্থ হওয়ার পরেও ইনশাআল্লাহ সম্পাদনা অব্যাহত রাখব। আমাকে পুরস্কার দেয়া হবে কি? বিনীত, গাজী হাসান SAM Gazi Hasan (আলাপ) ১৪:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@SAM Gazi Hasan:, আপনার দ্রুত সুস্থ্যতা কামনা করছি। আপনি নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১টি নিবন্ধ অনুবাদ করেছেন এবং প্রতিযোগিতার পুরস্কারের শর্ত অনুযায়ী আপনি ১টি “অংশগ্রহণকারী সার্টিফিকেট” (সফটকপি) পাবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আশা করি, সুস্থ্য হয়ে পুনরায় বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখবেন।--ওয়াকিম (আলাপ) ১৮:১৪, ২৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯[সম্পাদনা]

সুপ্রিয় SAM Gazi Hasan,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি অক্টোবর থেকে অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে ডাকযোগে পুরস্কার প্রেরণ শুরু করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ১ অক্টোবর থেকে ফর্মে সরবরাহ করা ইমেইল ঠিকানায় যোগাযোগ শুরু হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। এই প্রতিযোগিতার আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগী ‘জাগো নিউজ’-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। -নাহিদ সুলতান (আলাপ) শনিবার ৯:৪৩, ০৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

দলগত কাজের পদক
সুপ্রিয় SAM Gazi Hasan,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]