বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:ROCKY

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:RockyMasum থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Tanbiruzzaman কর্তৃক ১ মাস আগে "ভারতকোষ" অনুচ্ছেদে

আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম... আমার সাথে যোগাযোগ করতে এখানে বার্তা রাখুন। খুব শীঘ্রই আমি উত্তর দিতে পারবো আশা করি...

উইকিমিডিয়া সার্ক সম্মেলন সাম্প্রয়দায়িক অঙ্গীকার সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ

[সম্পাদনা]

সুধী সম্প্রদায়ের সদস্যগণ,

আশা করি এই বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে।

উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণে দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়দের মনোভাব, চাহিদা ও আগ্রহ মূল্যায়নের জন্য আমরা একটি সাম্প্রদায়িক অঙ্গীকার সমীক্ষা পরিচালনা করব। নেপালের কাঠমান্ডুতে উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলন আয়োজন করা হবে বলে প্রস্তাবিত।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্যের উদ্দেশ্যে সহযোগিতার জন্য আটটি রাষ্ট্রের অংশগ্রহণকারীদের এক ছাতার তলায় আনা হবে। আপনাদের অন্তদৃষ্টি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু গড়তে, অগ্রাধিকারীদের শনাক্ত করতে এবং এই যুগান্তকারী সম্মেলনের কৌশলগত পরিকল্পনার হাল ধরতে অপরিহার্য ভূমিকা পালন করবে।

সমীক্ষার সংযোগ: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6

সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু সময় ব্যয় করার অনুরোধ করছি। এই সম্মেলন যাতে সম্প্রদায়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আপনদের মতামত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সমীক্ষাটি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫

উইকিমিডিয়া সার্ক সম্প্রদায়ের ভবিষ্যৎ গড়তে এবং আঞ্চলিক সহযোগিতা পোষণ করতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। আপনাদের সময় ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা,
বিপ্লব আনন্দ ০৫:৫১, ৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

শামীম হোসেন (সাংবাদিক) অপসারণ আলোচনাটি বন্ধ করার পরেও অপসারণ হয়নি

[সম্পাদনা]

ভাই, আপনি আলোচনাটি অপসারণ করা হলো ফলাফলে বন্ধ করেছেন, কিন্তু নিবন্ধটি অপসারণ করা হয়নি, অনুগ্রহ করে এটি পুনরায় দেখার অনুরোধ রইলো। –TANBIRUZZAMAN (💬) ০৩:১৪, ৩০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

এটাতো স্বয়ংক্রিয়ভাবেই অপসারিত হওয়ার কথা! যাইহোক মুছে ফেলেছি।- মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:৫৯, ৩০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@RockyMasum, শুধু এই নিবন্ধ নয়, আপনি আজ যতগুলো নিবন্ধের অপসারণ প্রস্তাবনা "অপসারণ করা হল" লিখে বন্ধ করেছেন, এর মধ্যে কোনো নিবন্ধই অপসারিত হয়নি! – Ahmed Reza Khan (আলাপ) ০৬:০৫, ৩০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় RockyMasum,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ০৭:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

প্রিয় RockyMasum,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

ঐশিক রেহমান (Aishik Rehman) ও Nettime Sujata
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫
১৮:৩১, ২ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সাহস দেখেন

[সম্পাদনা]

@RockyMasum জনাব, দেখুন - এই এইডেন স্টার নিবন্ধটি অপসারণ প্রস্তাবনা উপেক্ষা করে এখনো রয়ে গেছে। নিবন্ধটার কত্ত বড় সাহস সে এখনো বেঁচে আছে। দয়া করে ওর মত শতকেরও বেশি নিরন্ধকে যে ঠিকানায় পৌঁছে দিয়েছেন। একেও সেই ঠিকানায় পাঠিয়ে দেবার জন্য অনুরোধ করছি। — কুউ পুলক  🗩  ১০:০৩, ৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক দাদা, আপনিও নীতিমালা অনুযায়ী আপনার বক্তব্য রাখতে পারেন। উইকিপিডিয়া এমন স্থান, এখানে নীতিমালা দ্বারা ব্যাখ্যা করা উচিত। এখানে মানবিক অনূভুতি প্রকাশ না করাই ভালো। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:০১, ৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

শুরু হয়েছে বাংলার প্রেমে উইকি ২০২৫!

[সম্পাদনা]

সুধী ROCKY,

বাংলার প্রেমে উইকি দলের পক্ষ থেকে শুভেচ্ছা!

আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বাংলার প্রেমে উইকি ২০২৫ শুরু হয়েছে! এবছর প্রতিযোগিতার থিম বাংলার পাখি, যেখানে অংশগ্রহণকারীরা বাংলার বৈচিত্র্যময় পাখির ছবি ধারণ ও শেয়ার করতে পারবেন।

প্রতিযোগিতার বিস্তারিত

📅 সময়: ১ – ৩১ মার্চ ২০২৫
📍 থিম: বাংলার পাখি
🎯 আয়োজক: বাংলা উইকিমৈত্রী

বাংলার প্রেমে উইকি হল উইকিমিডিয়া কমন্সে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যা বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নথিভুক্ত করতে আয়োজিত হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে, এটি প্রতিবছর একটি নির্দিষ্ট থিমকে কেন্দ্র করে আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মুক্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে উইকিমিডিয়া কমন্সে তাদের তোলা আলোকচিত্র জমা করেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আপনি এই সম্প্রদায়ের অংশ হতে পারেন, যারা বাংলার পাখির সৌন্দর্য, আচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের লক্ষ্য হল বাংলার প্রাকৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

আমি কিভাবে অংশ নিতে পারি?

প্রতিযোগিতাটি ১ - ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত উইকিমিডিয়া কমন্সে চলবে। প্রতিযোগিতা চলাকালীন বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় আপনি অংশ নিতে পারবেন। অংশ নিতে আপনাকে যা করতে হবে—

📷 বাংলার পাখির ছবি তুলুন।
📤 উইকিমিডিয়া কমন্সে এই লিঙ্ক ব্যবহার করে ছবি আপলোড করুন।
📖 প্রতিযোগিতার নিয়ম ও নির্দেশিকা জানতে প্রতিযোগিতার পাতা দেখুন।

কেন অংশ নিবেন?

আপনার অবদানের মাধ্যমে বাংলার পাখির প্রকৃতি ও বৈচিত্র্য নথিভুক্ত হবে এবং সকলের জন্য জ্ঞান সহজলভ্য হবে। পাশাপাশি, রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ!

পুরস্কার

১ম পুরস্কার: ৫০,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
২য় পুরস্কার: ২৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৩য় পুরস্কার: ১৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৪র্থ-৫ম পুরস্কার: ক্রেস্ট ও সনদপত্র
৬ষ্ঠ-১০ম পুরস্কার: সনদপত্র
শীর্ষ আপলোডার পুরস্কার: সনদপত্র

প্রতিযোগিতার নিয়ম এবং পরিসর সম্পর্কে আরও জানতে, এখানে দেখুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।

শুভেচ্ছান্তে,
বাংলার প্রেমে উইকি দল

#WikiLovesBangla

প্রশ্ন

[সম্পাদনা]

খান তালাত মাহমুদ রাফি নিবন্ধের অপসারণ প্রণেতা ব্যতিত কেউই সরাসরি  বিরোধিতা দেই নাই। তারপরও আপনি কি বিবেচনায় অপসারণ করলেন জানিনা। আপনি ঠিক কোন নীতিমালায় অপসারণ করেছেন দয়া করে জানাবেন। দয়া করে অন্যকিছু মনে করবেন না, এটি শুধুই প্রশ্ন। মোবাশশির' (আলাপ) ১৬:৫১, ৬ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Md Mobashir Hossain এ সম্পর্কিত আপনার জিজ্ঞাসা সংশ্লিষ্ট নিবন্ধের বা অপসারণ প্রস্তাবনার আলাপ পাতায় করুন।- মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:০৭, ৮ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

‘মুহাম্মদ আবু আবিদ’ নামক পাতাটি অপসারণের কারণ প্রসঙ্গে

[সম্পাদনা]

মুহাম্মদ আবু আবিদ নামক পাতাটি কেন বা কোন নীতিমালায় অপসারণ করেছেন একটু জানাবেন। তিনি ঢাকা ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও টেলিভিশন রিপোটার্স অব বাংলাদেশ এর মুখপাত্র। এছাড়া বর্তমানে পিআইডি কার্ডধারী সাংবাদিক। এছাড়া বাংলাদেশের বৃহৎ সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা। Moontaii (আলাপ) ০৮:৩৫, ১৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অজগর (প্রোগ্রামিং ভাষা)

[সম্পাদনা]

একবারে অনেক বড় উপকার করলেন ভাই ডিলিট করে। বিশাল ধন্যবাদ। আপনাদের মতো লোক এই প্রয়োজন। উইকিপিডিয়া বাংলা উন্নয়নে।

অনুগ্রহ করে একটু দেখবেন আমার একাউন্ট টাও কোনো একটা কারণ দেখিয়ে বাদ দিয়ে দেয়া যায় কিনা। RatulHasanRuhan (আলাপ) ১৮:৫৪, ২৫ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৫!

[সম্পাদনা]
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৫!
সুপ্রিয় ROCKY!

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভায় অংশগ্রহণ এবং আপনার অসাধারণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনার নিষ্ঠা, গবেষণাশীলতা এবং সক্রিয় সম্পাদনার স্বীকৃতিস্বরূপ এই উইকিপদকটি প্রদান করা হল। আশা করি, ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়ায় আপনার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫ আয়োজক দল
মঙ্গলবার ২০:৪৯, ২৭ মে ২০২৫ (ইউটিসি)


"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!

[সম্পাদনা]

প্রিয় ROCKY,

আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

📅 আয়োজনের খুঁটিনাটি
  • সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
  • পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন

প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

তাজিংডং

[সম্পাদনা]

রকি ভাই, আমি লক্ষ্য করলাম, তাজিংডং পাতায় আপনি উইকিভ্রমণে সংযোগের লিংক সরিয়ে দিয়েছেন। আমার জানামতে, বহিঃসংযোগ অংশে ক্রস-প্রজেক্ট লিংকগুলো দেওয়া হয়, আমি সেই অনুযায়ী এই লিংকটি যুক্ত করেছিলাম। এই লিংকটি অপসারণের কারণ বিস্তারিত বলার অনুরোধ জানাচ্ছি। — আদিভাইআলাপ১৩:৫৪, ১৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 উইকিভ্রমণে তাজিংডং পাতাটি অপসারণ করা হয়েছে, এটি উইকিভ্রমণের নীতিমালা অনুসারে স্বতন্ত্র নিবন্ধ হিসেবে থাকার উপযুক্ত নয়, তাজিংডংকে রুমা উপজেলার নিবন্ধে তালিকাভুক্ত করা হয়েছে। তাই লিংকটি মুছে দিয়েছি। শুরুর দিকে উইকিভ্রমণ সম্পর্কে আমাদের ভালো ধারণা না থাকায় এরকম অনেক নিবন্ধ তৈরি করা হয়েছে, সেগুলো ঠিকঠাক করার কাজ চলমান।-- রকি (আলাপ) ১৫:৫১, ১৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। অপসারণের বিষয়টি খেয়াল করিনি, কারণ টেমপ্লেট যোগের পরপরই আমি উইকিভ্রমণের নিবন্ধটি দেখেছিলাম। একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তাজিংডং রুমা উপজেলায় নয়, থানচি উপজেলায় অবস্থিত। নিবন্ধটি নিয়ে কাজ করতে করতে একদম শেষ মুহূর্তে এসে আমি বিষয়টি লক্ষ্য করেছি। ধন্যবাদ — আদিভাইআলাপ১৬:০৩, ১৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 অনেক জায়গায় দেখছি তাজিংডং-এর অবস্থান রুমায় দেখাচ্ছে, যদিও থানচি থেকে এটি কাছে এবং থানচি হয়েই যেতে হয়। মনে হচ্ছে উইকিপিডিয়ায় এটি সংশোধন করতে হবে।-- রকি (আলাপ) ১৬:১৫, ১৫ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়ায় সংশোধন করা হয়েছে। জিপিএস লোকেশন অনুযায়ী, জিওনেমস-সহ বিভিন্ন ওয়েবসাইট আর রুমা-থানচির ইউনিয়নের ওয়েবসাইটগুলো ঘেঁটে দেখেছি, এটি থানচিতে অবস্থিত। তাজিংডং পাতায় দেখুন। — আদিভাইআলাপ০৫:০০, ১৬ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 বাংলা ট্রিবিউন, প্রথম আলো, কালের কণ্ঠসহ বিভিন্ন জায়গায় রুমা উপজেলার কথা বলা হয়েছে।-- রকি (আলাপ) ১৭:০৮, ১৯ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
জি, বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন, পর্যটন বোর্ডসহ অধিকাংশ স্থানে রুমা উপজেলা লেখা। ব্যতিক্রম থানচি উপজেলা আর থানচি সদর ইউনিয়নের তথ্য বাতায়ন, জিওনেমস (লুংফে তং), মার্কিন টপোগ্রাফি ম্যাপ, আর জিওলোকেশন। গুগল ম্যাপসে লোকেশন এন্টার করে প্রথম খটকা লাগে। আমি জিওলোকেশনের খাতিরে বাংলাদেশ ব্যতীত অন্যান্য সূত্রকে নিরপেক্ষ ধরে নিয়েছি। এমনিতেও বাংলাদেশের অফিসিয়াল সূত্র সম্ভবত কোনোভাবেই নির্ভরযোগ্য নয়, কেননা অনেক পুরনো (প্রায় ২৮ বছর) তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা। পর্বতারোহী সালেহীন আরশাদীর এই প্রতিবেদনে থানচির কথা রয়েছে। আবার প্রথম আলোর এই প্রতিবেদনে সিমপ্লাংপি পাড়াকে থানচি সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত বলেছে। এছাড়া এবং দ্রষ্টব্য। আমি এই প্রতিবেদনগুলোকে ফিল্ড রিপোর্ট হিসেবে জেনুইন ধরেছি। বাকি যেই প্রতিবেদনগুলো আপনি দেখিয়েছেন সেগুলো সম্ভবত "ম্যান্ডেলা ইফেক্ট" (ধারণা করি, তাজিংডং যাওয়ার সবচেয়ে জনপ্রিয় রুট রুমা থেকে কেওক্রাডং হয়ে হওয়ার জন্য একে রুমার অংশ বলে মনে করা হয়েছিল)। জিওলোকেশন অনুযায়ী তাজিংডং রুমার ধারেকাছেও নাই। আপনি নিজেই পরখ করে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। — আদিভাইআলাপ১৭:৪০, ১৯ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চঃ এরকম নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোতে অহরহ ভুল পাবেন। খাগড়াছড়ির আলুটিলার উচ্চতা বলা আছে ৪০০০ ফুটের বেশি। তাহলে আলুটিলা খাগড়াছড়ি না, পুরো বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হতো। এইটা এমনকি কয়েক ফিট দূরের তারেং পাহাড়ের চেয়েও নিচু, যেইটা সম্ভবত ৩০০ মিটারের একটু বেশি। — আদিভাইআলাপ১৭:৪৫, ১৯ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়া সম্পাদনাসভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ

[সম্পাদনা]

প্রিয় উইকিপিডিয়ান,

রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা — ২৮শে জুন আয়োজিত বাংলা উইকিপিডিয়া সম্পাদনাসভায় আপনার সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান সময় ব্যয় করে এই উদ্যোগকে সফল করে তোলার জন্য।

আপনার মতো একঝাঁক নিবেদিত, জ্ঞানপ্রেমী স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া দিনকে দিন সমৃদ্ধ হয়ে উঠছে। আমরা বিশ্বাস করি, মুক্ত জ্ঞান বিস্তারের আন্দোলনে আপনার অবদান শুধু একটি দিনের কাজ নয় — এটি একটি বৃহত্তর পরিবর্তনের অংশ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে।

এই দিনব্যাপী সম্পাদনাসভায় আপনি যেভাবে উৎসাহের সাথে নিবন্ধ সম্পাদনা, মান-উন্নয়ন ও তথ্য যাচাইয়ের কাজে যুক্ত হয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। একসাথে বসে সম্পাদনা করার এই যৌথ প্রয়াস বাংলা উইকিপিডিয়াকে আরও নির্ভরযোগ্য ও সমৃদ্ধ তথ্যভাণ্ডার হিসেবে গড়ে তুলবে বলে আমি আশাবাদী।

আমি আশা করি, এই অভিজ্ঞতা উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে আপনার আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার একটি চমৎকার উপলক্ষ হয়ে থাকবে। আপনার মতো আগ্রহী ও নিবেদিত সম্পাদকেরা বাংলা উইকিপিডিয়ার মূল চালিকাশক্তি, আর আপনার প্রতিটি অবদানই মুক্ত জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক একটি গুরুত্বপূর্ণ ধাপ।

পরবর্তী আয়োজনেও আপনাকে স্বাগত জানাতে চাই এবং আশা করি আপনি উইকিমিডিয়া আন্দোলনের এই যাত্রায় দীর্ঘমেয়াদে পাশে থাকবেন। বাংলা ভাষার জ্ঞানভাণ্ডার গঠনের এই পথচলায় আপনার মতো স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ গর্বের এবং প্রেরণার।

পুনরায়, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার অংশগ্রহণ ও সহযাত্রার জন্য।

ধন্যবাদান্তে, তাহমিদ (আলাপ) ১৮:৩২, ২৮ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!

[সম্পাদনা]
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"

সুপ্রিয় ROCKY!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক

বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা

আপনার সম্পাদনা শুভ হোক!

শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৪৬, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ভারতকোষ

[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ভারতকোষ, এটার ফলাফল কিভাবে রেখে দেওয়া দেওয়া এসেছে তা ব্যাখ্যা করবেন কি! রেখে দেওয়ার পক্ষে দুটো মন্তব্য এসেছে, আমি সেগুলোর যথার্থ উত্তর দিয়েছি, তাহলে ফলাফল কেন ভোটের মতো হলো!? 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৪:০৫, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

যদি এভাবেই সীদ্ধান্ত নেওয়া হয়, তাহলে উইকিপিডিয়ার যেকোনো নিবন্ধ অপসারণ/রেখে দেয়া কোন ব্যাপারই হবেনা। আমি চাইলে অভিযোগ তুলতে পারি, একজন প্রশাসক (@আফতাবুজ্জামান) রেখে দেয়ার পক্ষে মন্তব্য প্রদান করেছেন এজন্য রেখে দিয়েছেন, কিন্তু আমি এ অভিযোগ তুলবো না, আমার মনে হয় আপনি সেভাবে স্বীদ্ধান্ত নেন নি। এজন্য ব্যাখ্যা চাচ্ছি। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৪:১৪, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Tanbiruzzaman আমি আপনাকে সম্প্রদায়ের ঐক্যমত বুঝাই! আপনি নীতিমালাগুলো বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ায় শর্তহীনভাবে সমানভাবে প্রয়োগ করতে পারবেন না।
যেমন ইংরেজি উইকির একটা পলিসি হলো, নন ইংলিশ সোর্স ব্যবহার করে নোটাবিলিটি প্রমাণ করা উচিত নয়। আমরা কিন্তু অতোটা কঠোর নই।
আবার আমি যদি উইকিপিডিয়ার রেফারেন্স কালেক্টের বিবর্তনবাদের উদাহরণ দিই, তাহলে দেখবেন ২০১০ এর আগে ইংরেজি উইকিতেও উল্লেখযোগ্যতা প্রমাণের জন্য রেফারেন্সের কড়াকড়ি কম ছিলো। বাংলা উইকিতেও পূর্বে প্রাথমিক বিদ্যালয়কে উল্লেখযোগ্য মেনে নিতে ঐক্যমত্য ছিলো, এখন নেই। এখনো দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোকে (GNG না মেনেই) স্বয়ংক্রিয় উল্লেখযোগ্য ধরা হবে কিনা, বিতর্ক চলছে।
এখনো স্নাতক সমমান সরকারি প্রতিষ্ঠানকে GNG না মেনেই এটার বাস্তবিক ইমপ্যাক্ট বিবেচনা (উচিত ছিলো রেফারেন্স দ্বারা প্রমাণ করা) করে উল্লেখযোগ্য ধরা হয়।
আমার উপরোক্ত উদাহরণগুলো বাংলা উইকিপিডিয়ার জন্য সম্প্রদায়ের ঐকমত্য এবং বাংলা উইকির সংস্কৃতি। আশা করি আঞ্চলিক ঐকমত্য মানবেন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৪:৪৩, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
অবশ্যই ঐকমত্য মানার কোনো বিকল্প নেই। আপনার বলা কিছু বিষয় আমার জানা ছিলনা, সেটা জানানোর জন্য ধন্যবাদ। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৪:৪৮, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram, তবে এ নিবন্ধের ক্ষেত্রেকি এগুলো প্রযোজ্য! 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৪:৫৫, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Tanbiruzzaman হ্যা ভারতকোষকে আমার উল্লেখযোগ্যই মনে হয়েছে। তবে আরো বেটার সোর্স খোজা উচিত।
তবে এই তথ্যকোষে ভুক্তি থাকলেই ব্যক্তিটি উল্লেখযোগ্য হবে কিনা, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৬:১৬, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৬:১৭, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram, ২০১৩ সালে এ নিবন্ধটি তৈরির জন্য একজন সাবেক প্রশাসক উৎস খুঁজেছেন, উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নিখোঁজ বিশ্বকোষীয় নিবন্ধ/ভারতকোষ যাচাইকরণ, কিন্তু উৎসের অভাবে সেটি আর তৈরি করেননি, বর্তমান ঐকমত্যকে আমি সম্মান করি, তবে সেটি পূর্বের চাইতেও নিম্ন মানের নিবন্ধকে সমর্থন করছে বলে হচ্ছে। যাইহোক আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে বিষয়গুলো জানানোর জন্য জন্য কৃতজ্ঞতা। 🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ০৬:২৫, ১২ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন