বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Nhsruet

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ANKAN কর্তৃক ৩ বছর পূর্বে "বিশেষ এডিটাথন পদক" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

ফিরতি বার্তা

[সম্পাদনা]
সুপ্রিয়, Nhsruet। আলাপ:সার্বিয়া ও মন্টিনিগ্রো পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:৩৩, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৩, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি প্রারম্ভিক মানব মাইগ্রেশন নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় Nhsruet,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রারম্ভিক মানব মাইগ্রেশন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ওয়াকিম (আলাপ), বুধবার ৪:২০, ২৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯

[সম্পাদনা]
সুপ্রিয় Nhsruet,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি অক্টোবর থেকে অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে ডাকযোগে পুরস্কার প্রেরণ শুরু করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ১ অক্টোবর থেকে ফর্মে সরবরাহ করা ইমেইল ঠিকানায় যোগাযোগ শুরু হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। এই প্রতিযোগিতার আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগী ‘জাগো নিউজ’-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। -নাহিদ সুলতান (আলাপ) সোমবার ১৭:৩১, ০২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
দলগত কাজের পদক
সুপ্রিয় Nhsruet,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি বাকল্যান্ড বাঁধ নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় Nhsruet,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বাকল্যান্ড বাঁধ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - এফ আর শুভ (আলাপ), মঙ্গলবার ১০:৩৪, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ!

[সম্পাদনা]

প্রিয় Nhsruet,
আশা করছি করোনার এই মহামারীতেও আপনার পরিবারসহ সুস্থ ও ভালো আছেন। আপনি জানেন যে বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় রচিত একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। কিন্তু অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়া নিবন্ধবৈচিত্র‍্যে অনেকটাই পিছিয়ে রয়েছে; বিশেষ করে পেশাদারি কুস্তি বিষয়ক নিবন্ধ নেই বললেই চলে। ফলশ্রুতিতে পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধঘাটতি পূরণের লক্ষ্যে আগামী ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের বিশেষ উদ্যোগে পেশাদারি কুস্তিবিষয়ক এডিটাথন-এর আয়োজন করা হয়েছে। উক্ত এডিটাথনে অংশগ্রহণপূর্বক পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধ প্রণয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (প্রকৃতপক্ষে অঙ্গুলীচারণা) শুভ হোক।
-- ধন্যবাদান্তে,
আয়োজক কমিটির পক্ষে,
নকীব বট (আলাপ) ১২:০১, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিটাথন পদক

[সম্পাদনা]
বিশেষ এডিটাথন পদক
প্রিয় Nhsruet,
২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটাথনে আপনার জমাদানকৃত অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়ায়কে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
আয়োজক দলের পক্ষে,
তানভির রহমানঅংকন ঘোষ দস্তিদার, ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন