ব্যবহারকারী আলাপ:Bauripalash

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

খাওয়া নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, আপনি উপরের নিবন্ধটি প্রতিযোগিতায় জমা দিয়েছিলেন এবং সিংহভাগ অনুবাদও আপনি করেছেন। কিন্তু নিবন্ধটি @নাজমুল ইসলাম আবির: নামে একজন পূর্বেই শুরু করেছিলেন। আপনি তার তৈরি নিবন্ধে তথ্য যুক্ত করেছেন। এখন, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তালিকাতে লাল লিংকযুক্ত নিবন্ধগুলো তৈরি করতে বলা হয়েছে কিন্তু আপনি যখন নতুন তথ্য যুক্ত করেছেন তার আগেই নাজমুল ইসলাম আবির এটি শুরু করেছিলেন। এখন, যেহেতু নিবন্ধটিতে নাজমুল ইসলাম আবির তেমন কোন তথ্য যুক্ত করেননি। তাই তিনি ছেড়ে দিলেই নিবন্ধটি আপনার নামে জমা হতে পারে। আবির, আপনি যেহেতু ওটাতে তেমন কোন সম্পাদনা করেননি সেহেতু এটি Bauripalash-কে ছেড়ে দিতে রাজী আছেন? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৯, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিযোগিতার তৃতীয় নিয়ম অনুসারে "দুই/তিন প্যারার কম অনুবাদকৃত নিবন্ধগুলো অনুবাদ না করে ৪-৫ দিন ফেলে রাখলে তা অপসারণ করা হবে যাতে সেগুলো অন্য কেউ তৈরি করতে পারেন।" , আবার এদিকে খাওয়া নিবন্ধটি @নাজমুল ইসলাম আবির: এর দ্বারা ১লা জুলাই তৈরী করা হয় শুধু মাত্র একটি প্যারাগ্রাফ নিয়ে এবং পরবর্তীতে তিনি আর কোনো সংযোজন করেননি , আর আজ ৬ জুলাই অর্থাৎ ৬স্ট দিন , অর্থাৎ নিয়ম অনুসারে নিবন্ধটি এতক্ষনে আবার সাধারণের অনুবাদ করার জন্য খুলে যেত , তাই এখনো কি নিবন্ধটি ওনার নামেই থাকবে? @NahidSultan: যদি এব্যাপারটি দেখেন তো উপকৃত হব!
Bauripalash, উনি যেহেতু কোন উত্তর দেননি এবং আপনার কথাও ঠিক। সুতরাং নিবন্ধটি এখন আপনার নামে আছে। আপনি পরবর্তী অনুবাদ চালিয়ে যান। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৮, ৬ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan:, বিরক্ত করার জন্য মাফ করবেন, কিন্তু "নিবন্ধ পর্যালোচনা টেবিল" এ "খাওয়া" নিবন্ধটির সৃষ্টিকারীর নামে এখনো আমার নাম অন্তর্ভুক্ত হয়নি... Bauripalash (আলাপ) ১০:১৬, ৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৮, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া সম্প্রদায়ে যোগদানের আহ্বান[সম্পাদনা]

আপনি যেহেতু ভারত তথা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর থেকে উইকিপিডিয়াতে সম্প্রাদনা করেন, সেই জন্য আপনাকে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া সম্প্রদায়-এর সঙ্গে যোগদান করতে অনুরোধ করছি। যোগাযোগ করতে এখানে বার্তা রাখুন। খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:৫৭, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি খাওয়া নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Bauripalash,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি খাওয়া নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, সোমবার ১৮:৪০, ১৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তবে, একটি ছোট বিষয় খেয়াল রাখবেন জাস্ট পড়ার সময় খেয়াল করলাম। দাড়ি, কমা সবসময় শব্দের লাগোয়া হয়। আপনার লেখায় শব্দের শেষে একটি স্পেস হয়েছে কিছু কিছু স্থানে তারপর বিরামচিহ্ন বসেছে। যেদিও আমার মনে হয় এগুলো লেখার সময় হঠাৎ করেই রয়ে গিয়েছে কোন ভুল নয় আপনার পক্ষ থেকে। আমি জাস্ট জানিয়ে রাখলাম। ধন্যবাদ, অনুবাদ ভালো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪২, ১৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Bauripalash। আলাপ:ভারত ও ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৯:৩১, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩১, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯[সম্পাদনা]

সুপ্রিয় Bauripalash,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি অক্টোবর থেকে অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে ডাকযোগে পুরস্কার প্রেরণ শুরু করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ১ অক্টোবর থেকে ফর্মে সরবরাহ করা ইমেইল ঠিকানায় যোগাযোগ শুরু হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। এই প্রতিযোগিতার আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগী ‘জাগো নিউজ’-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। -নাহিদ সুলতান (আলাপ) সোমবার ১৭:৩১, ০২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

দলগত কাজের পদক
সুপ্রিয় Bauripalash,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফেব্রুয়ারি 2021[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Safi Mahfouz। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি শিক্ষা-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১১:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]